বাংলা কারচিহ্ন এবং কার যোগে শব্দ গঠন

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলায় কার চিহ্নের সংখ্যা ১০টি। মূল স্বরের শেষে “কার” শব্দটি যোগ করে এদের নামকরণ করা হয়।

আরও পড়ুন

বাংলা বর্ণমালা

বাংলা বর্ণমালায় বর্ণ বা অক্ষরের সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

আরও পড়ুন

বাংলা যুক্তবর্ণের তালিকা, বিশ্লেষণসহ উদাহরণ এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন

একাধিক ব্যঞ্জনবর্ণ মিলে যুক্তবর্ণ বা যুক্তাক্ষর গঠিত হয়। রেফ, য-ফলা, র-ফলা ইত্যাদি সহ বাংলায় প্রায় ৩০০টি যুক্তবর্ণ রয়েছে।

আরও পড়ুন