বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
স্বরবর্ণ (১১টি):
- অ
- আ
- ই
- ঈ
- উ
- ঊ
- ঋ
- এ
- ঐ
- ও
- ঔ
ব্যঞ্জনবর্ণ (৩৯টি):
- ক
- খ
- গ
- ঘ
- ঙ
- চ
- ছ
- জ
- ঝ
- ঞ
- ট
- ঠ
- ড
- ঢ
- ণ
- ত
- থ
- দ
- ধ
- ন
- প
- ফ
- ব
- ভ
- ম
- য
- র
- ল
- শ
- ষ
- স
- হ
- ড়
- ঢ়
- য়
- ৎ
- ং
- ঃ
- ঁ
মাত্রাভিত্তিক বিভাজন:
মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
বর্ণের মাত্রা | সংখ্যা | স্বরবর্ণ | ব্যঞ্জনবর্ণ |
মাত্রাহীন বর্ণ | ১০টি | ৪টি (এ, ঐ, ও, ঔ) | ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) |
অর্ধমাত্রার বর্ণ | ৮টি | ১টি (ঋ) | ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ) |
পূর্ণমাত্রার বর্ণ | ৩২টি | ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) | ২৬টি |
আকৃতি ভিত্তিক বিভাজন:
আকৃতির উপর ভিত্তি করে বাংলা বর্ণসমূহকে নিচের মতো করে ভাগ করা যায়।
মূল বর্ণ | অন্যান্য বর্ণসমূহ |
ত | ত, অ, আ |
হ | হ, ই, থ, ঈ |
ড | ড, উ, ঊ, জ, ড়, ঙ, ভ |
ঢ | ঢ, ট, ঢ় |
এ | এ, ঐ, ঞ |
ও | ও, ঔ |
ব | ব, ক, র, ঝ, ঋ, ধ |
চ | চ, ছ |
ণ | ণ, ন |
য | য, য়, ষ, ফ, ম, স |
খ, ঘ | |
গ, প | |
অন্যান্য | ঠ, দ, ল, শ, ৎ, ং, ঃ, ঁ |
বর্ণের দ্বারা শব্দ গঠন:
শব্দ চয়নের ক্ষেত্রে নিচের বিষয়গুলো বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
- শিশুদের জন্য সহজে উচ্চারণ যোগ্য। এক বা দুই অক্ষর (Syllable)।
- যে বর্ণ দিয়ে শব্দ গঠিত হবে, সে বর্ণে যেনো কার, ফলা বা চন্দ্রবিন্দু না থাকে।
- সচরাচর ব্যবহৃত শব্দ। যেমন – আম।
বর্ণ | শব্দ |
---|---|
অ | অজগর, অজু, অটল, অমর |
আ | আখ, আগুন, আজান, আতর, আতা, আপন, আপেল, আম, আমল |
ই | ইট, ইতি, ইমারত, ইলিশ, ইসলাম |
ঈ | ঈগল, ঈদ |
উ | উট, উঠান, উৎসব |
ঊ | ঊষর, ঊষা |
ঋ | ঋণ, ঋতু |
এ | এক, একতা |
ঐ | ঐক্য, ঐতিহ্য, ঐরাবত, ঐশী |
ও | ওজন, ওষুধ |
ঔ | ঔষধ |
ক | কই, কচু, কদম, কনুই, কপাল, কবর, কবুতর, কমলা, করমচা, কলম, কলস, কলা |
খ | খই, খড়, খবর, খরগোশ |
গ | গগন, গণিত, গম, গরম, গরু, গলা |
ঘ | ঘর, ঘড়ি |
ঙ | ব্যাঙ, লাঙল |
চ | চক, চড়ুই, চশমা |
ছ | ছড়ি, ছবি, ছয় |
জ | জবা, জমি, জয় |
ঝ | ঝগড়া, ঝরনা, ঝড় |
ঞ | মিঞ (বিড়ালের ডাক) |
ট | টগর, টব, টমটম, টমেটো |
ঠ | ঠক, কাঠ, পাঠ, শঠ |
ড | ডর, ডলার, ডাব |
ঢ | ঢল |
ণ | পণ, লবণ, হরিণ |
ত | তবলা, তরকারি, তরমুজ, তরুণ |
থ | থলে, পথ |
দ | দই, দরদ, দশ |
ধ | ধন, ধনিয়া, ধনুক, ধরণি |
ন | নখ, নদী, নবী, নরম, নয়ন |
প | পকেট, পটল, পতাকা, পলাশ, পড়া |
ফ | ফজর, ফড়িং, ফল, ফসল |
ব | বই, বক, বকুল, বছর, বট, বন, বর, বরই, বরফ, বল |
ভ | ভক্তি, ভবন, ভরসা, ভয় |
ম | মই, মগজ, মন, মসজিদ, মহল, মহৎ, মহিষ, ময়না, ময়ূর |
য | যব, যম, যমুনা |
র | রকেট, রজনী, রণ, রতন, রশি, রসুন, রং |
ল | লতা, লবণ |
শ | শখ, শজারু, শপথ, শসা, শহর |
ষ | ষড়ঋতু, মহিষ |
স | সকল, সতেজ, সফল, সবল, সবুজ, সহজ |
হ | হরিণ, হলুদ |
ড় | পাহাড়, বড়শি |
ঢ় | আষাঢ়, গাঢ়, দৃঢ় |
য় | আয়না, গয়না, পায়রা, ময়না |
ৎ | উৎসব, কৎবেল, চিকিৎসা, মহৎ, সৎ |
ং | ফড়িং, রং, সিংহ, হংস, হিংসা |
ঃ | দুঃখ, নিঃস্ব |
ঁ | দাঁত, চাঁদ, পেঁচা, বাঁশি, সাঁতার, হাঁটা |
হা হা