স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তবে “অ” বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাই বাংলায় স্বরবর্ণ ১১টি হলেও কারের সংখ্যা ১০টি।
১০টি কারের নাম:
মূল স্বরবর্ণের নামের সাথে “কার” কথাটি যুক্ত করে কারসমূহের নামকরণ করা হয়। যেমন:-
মূল স্বরবর্ণ | কার | কারের নাম |
আ | া | আ-কার |
ই | ি | ই-কার |
ঈ | ী | ঈ-কার |
উ | ু | উ-কার |
ঊ | ূ | ঊ-কার |
ঋ | ৃ | ঋ-কার |
এ | ে | এ-কার |
ঐ | ৈ | ঐ-কার |
ও | ো | ও-কার |
ঔ | ৌ | ঔ-কার |
কারযুক্ত বর্ণের উচ্চারণ:
ক + আ-কার = কা
খ + আ-কার = খা, এভাবে…
ঙ-এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। সাধারণত ঙ-এর আগে অন্য বর্ণের প্রয়োজন হয়। রাঙা (রাংআ), রঙিন (রংইন) ইত্যাদি।
[সব বর্ণের সাথে একটি একটি করে কার শেখালে বাচ্চাদের জন্য শেখাটা সহজ হয়। অর্থাৎ, কা, কি, কী, কু… এভাবে না পড়িয়ে কা, খা, গা, ঘা, ঙা… এভাবে পড়াতে হবে।
বর্ণ | া | ি | ী | ু | ূ | ৃ | ে | ৈ | ো | ৌ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক | কা | কি | কী | কু | কূ | কৃ | কে | কৈ | কো | কৌ |
খ | খা | খি | খী | খু | খূ | খৃ | খে | খৈ | খো | খৌ |
গ | গা | গি | গী | গু | গূ | গৃ | গে | গৈ | গো | গৌ |
ঘ | ঘা | ঘি | ঘী | ঘু | ঘূ | ঘৃ | ঘে | ঘৈ | ঘো | ঘৌ |
ঙ | ঙা | ঙি | ঙী | ঙু | ঙূ | ঙৃ | ঙে | ঙৈ | ঙো | ঙৌ |
চ | চা | চি | চী | চু | চূ | চৃ | চে | চৈ | চো | চৌ |
ছ | ছা | ছি | ছী | ছু | ছূ | ছৃ | ছে | ছৈ | ছো | ছৌ |
জ | জা | জি | জী | জু | জূ | জৃ | জে | জৈ | জো | জৌ |
ঝ | ঝা | ঝি | ঝী | ঝু | ঝূ | ঝৃ | ঝে | ঝৈ | ঝো | ঝৌ |
ঞ | ঞা | ঞি | ঞী | ঞু | ঞূ | ঞৃ | ঞে | ঞৈ | ঞো | ঞৌ |
ট | টা | টি | টী | টু | টূ | টৃ | টে | টৈ | টো | টৌ |
ঠ | ঠা | ঠি | ঠী | ঠু | ঠূ | ঠৃ | ঠে | ঠৈ | ঠো | ঠৌ |
ড | ডা | ডি | ডী | ডু | ডূ | ডৃ | ডে | ডৈ | ডো | ডৌ |
ঢ | ঢা | ঢি | ঢী | ঢু | ঢূ | ঢৃ | ঢে | ঢৈ | ঢো | ঢৌ |
ণ | ণা | ণি | ণী | ণু | ণূ | ণৃ | ণে | ণৈ | ণো | ণৌ |
ত | তা | তি | তী | তু | তূ | তৃ | তে | তৈ | তো | তৌ |
থ | থা | থি | থী | থু | থূ | থৃ | থে | থৈ | থো | থৌ |
দ | দা | দি | দী | দু | দূ | দৃ | দে | দৈ | দো | দৌ |
ধ | ধা | ধি | ধী | ধু | ধূ | ধৃ | ধে | ধৈ | ধো | ধৌ |
ন | না | নি | নী | নু | নূ | নৃ | নে | নৈ | নো | নৌ |
প | পা | পি | পী | পু | পূ | পৃ | পে | পৈ | পো | পৌ |
ফ | ফা | ফি | ফী | ফু | ফূ | ফৃ | ফে | ফৈ | ফো | ফৌ |
ব | বা | বি | বী | বু | বূ | বৃ | বে | বৈ | বো | বৌ |
ভ | ভা | ভি | ভী | ভু | ভূ | ভৃ | ভে | ভৈ | ভো | ভৌ |
ম | মা | মি | মী | মু | মূ | মৃ | মে | মৈ | মো | মৌ |
য | যা | যি | যী | যু | যূ | যৃ | যে | যৈ | যো | যৌ |
র | রা | রি | রী | রু | রূ | রৃ | রে | রৈ | রো | রৌ |
ল | লা | লি | লী | লু | লূ | লৃ | লে | লৈ | লো | লৌ |
শ | শা | শি | শী | শু | শূ | শৃ | শে | শৈ | শো | শৌ |
ষ | ষা | ষি | ষী | ষু | ষূ | ষৃ | ষে | ষৈ | ষো | ষৌ |
স | সা | সি | সী | সু | সূ | সৃ | সে | সৈ | সো | সৌ |
হ | হা | হি | হী | হু | হূ | হৃ | হে | হৈ | হো | হৌ |
ড় | ড়া | ড়ি | ড়ী | ড়ু | ড়ূ | ড়ৃ | ড়ে | ড়ৈ | ড়ো | ড়ৌ |
ঢ় | ঢ়া | ঢ়ি | ঢ়ী | ঢ়ু | ঢ়ূ | ঢ়ৃ | ঢ়ে | ঢ়ৈ | ঢ়ো | ঢ়ৌ |
য় | য়া | য়ি | য়ী | য়ু | য়ূ | য়ৃ | য়ে | য়ৈ | য়ো | য়ৌ |
কারহীন বর্ণযুক্ত শব্দ:
দুই অক্ষর: আখ, আজ, আট, আম, আয়, ইট, ঈদ (ইদ), উই, উট, ঋণ, এই, এক, কই, কফ, কম, কর, কল, কষ, খই, খড়, খল, গজ, গড়, গণ, গত, গৎ, গম, ঘন, ঘর, চক, চড়, চপ, চর, চল, ছক, ছয়, ছল, জং, জগ, জজ, জট, জড়, জন, জয়, জল, ঝড়, টং, টই, টক, টন, টব, টস, ঠক, ডন, ডর, ঢং, ঢল, তট, তৎ, তপ, তল, দই, দম, দর, দল, দশ, ধন, নখ, নয়, ফল, বই, বক, বট, বন, বর, বল, বশ, বস, ভস, মঠ, মন, যব, রং, রণ, রত, রব, লক, লব, শক, শখ, শঠ, শণ, শত
তিন অক্ষর: অচল, অটল, অতল, অথচ, অধম, অপর, অমর, অলস, অংশ, আতর, আদর, আপন, আসন, আসর, আসল, আহত, ঈগল (ইগল), এখন, ঔষধ, কদম, কবর, কলম, কলস, গগন, গঠন, গরম, চরম, চয়ন, টগর, তরল, দমন, দরদ, নরম, নয়ন, পটল, পঠন, পবন, পরম, পরশ, পলল, ফসল, বগল, বছর, বদন, বদল, বমন, বরই, বরজ, বরফ, বরণ, বরং, বলদ, বসন, বয়স, ভজন, ভবন, ভরণ, ভরন, মওত, মকর, মগজ, মটর, মতন, মদত, মনন, মরণ, মরদ, মলন, মলম, মহল, মহৎ, মড়ক, যবন, যমজ, যশদ, যশব, রকম, রজত, রতন, রসদ, রসম, রহম, লগন, লবণ, ললন, লহর, শকট, শকর, শকল, শতক, শপথ, শরম, শরৎ, সবল, সফল
চার অক্ষর: অজগর, অনটন, অনশন, অপচয়, অবগত, অবচয়, অবতল, অবনত, আচরণ, আমরণ, উৎসব, জনগণ, জমজম, টমটম, টলমল, ঢকঢক, তরতর, থইথই, থমথম, ধড়ফড়, নড়চড়, নড়বড়, পরমত, বকলম, বকলস, বরকত, বলকর, মখমল, মতলব, মনসব, মসনদ, রণজয়, রসকষ, রসময়, রহমত, লগবই, লশকর, লড়চড়, শতদল, শতপথ, শংকর, শংসন, সংকর
পাঁচ অক্ষর: অনবরত, অনবসর, অপনয়ন, অপহরণ, অবকলন, অবচয়ন, অবতরণ, অবদমন, অবনমন, তবররক, পরমধন, বগয়রহ, মরজগৎ, মরণপণ, রদবদল
ছয় অক্ষর: দলনমলন, নড়নচড়ন, পরমহংস, রকমসকম
বিশেষ: ততক্ষণ
আ-কার যুক্ত শব্দ:
দিত্ব: কাকা, চাচা, দাদা, নানা, বাবা, মামা
দুই বর্ণ: কাটা, কায়া, খাজা, খাতা, খালা, গাধা, চারা, চালা, ছাতা, ছায়া, জামা, ঝাড়া, টাকা, টানা, ঠাসা, ডানা, তালা, থানা, থাবা, থামা, থালা, দাতা, ধামা, নাচা, পাকা, পাখা, পাটা, পাতা, পালা, পাশা, পাড়া, ফাটা, বাঘা, বাছা, বাজা, বাসা, বাড়া, ভাতা, ভানা, ভাপা, ভাবা, ভারা, ভাষা, ভাসা, ভায়া, মাখা, মাগা, মাচা, মাঠা, মাতা, মাথা, মানা, মাপা, মারা, মালা, মাষা, মাড়া, মায়া, যাচা, যাতা, যাপা, যাহা, রাকা, রাখা, রাগা, রাঙা, রাজা, রাধা, রানা, রামা, সাজা, সাদা, হাতা
দুই অক্ষর শেষেরটা কারহীন: কাজ, কাঠ, কান, কাপ, কাল, খাট, গাছ, গান, চাপ, চাল, জান, জাম, ডাব, তাপ, তার, ধান, নাক, নাচ, পাট, পান, পাপ, পাশ, ভাত, মাঘ, মাছ, মাঠ, মান, মাফ, মাস, লাফ, হাট
দুই অক্ষর প্রথমটা কারহীন: বকা, মজা
চন্দ্রবিন্দু: কাঁচা, কাঁধ, কাঁসা, খাঁচা, ঝাঁটা, বাঁকা, বাঁচা, রাঁধা, রাঁড়া
তিন অক্ষর: জানালা, তাগাদা, তাছাড়া, তারানা, দামামা, পাজামা, পাহারা, বাখানা, বাতাসা, বাহানা
চার অক্ষর: ছাপাখানা, ধামাচাপা, নাড়াচাড়া, বালাখানা, ভাষাহারা, ভাসাভাসা, রাঁধাবাড়া
বিশেষ: ধারাপাত, পাতাবাহার, পাহারাদার, মহামায়া, মহারাজা, মাথাখারাপ, মাথাপাগলা, মাথাধরা, মান্ধাতা, মার্কামারা, মালামাল, মায়াকান্না, রাগারাগি, রাঙামাটি, রাজনামা, রাতকানা, রাতজাগা, রাজাজ্ঞা, রান্নাবাড়া, রান্নাবান্না
ই-কার যুক্ত শব্দ:
দিত্ব: তিতি, দিদি, বিবি, মিমি শিশি
দুই বর্ণ: গিরি, চিঠি, চিনি, তিথি, তিনি, তিসি, দিঘি, নিধি, নিশি, পিঁড়ি, পিসি, বিলি
দুই বর্ণ শেষেরটা কারহীন: তিন, বিশ
দুই অক্ষর প্রথমটা কারহীন: কবি, ঘটি, ঘড়ি, দড়ি, বটি, বড়ি
চন্দ্রবিন্দু: সিঁড়ি
চার অক্ষর: চিকিমিকি, ঝিকিমিকি, ঝিনিঝিনি, ঝিলিমিলি, ধিকিধিকি, নিরিবিলি
পাঁচ অক্ষর: ঝিনিকিঝিনি
অন্যান্য: অতিথি, অপিনিহিতি, টিকটিকি, তিরিক্ষি, পরিচিতি, পরিধি, পরিমিতি, প্রতিনিধি, প্রতিলিপি, ফিরিঙ্গি, ফিরিস্তি, বিবিক্তি
ঈ-কার যুক্ত শব্দ:
দুই বর্ণ শেষেরটা কারহীন: গীত, চীন, দীপ, ধীর, নীল, বীজ, বীর, ভীত, শীত, হীন
দুই অক্ষ প্রথমটা কারহীন: নদী
উ-কার যুক্ত শব্দ:
দিত্ব: ঘুঘু, থুথু, ফুফু, বুবু, হুহু
দুই বর্ণ: গুরু, থুতু, পুরু, শুরু
দুই বর্ণ শেষেরটা কারহীন: কুল, খুব, গুণ, ঝুল, দুই, দুধ, ফুল, ভুল, সুখ
দুই অক্ষর প্রথমটা কারহীন: আলু, গরু, তরু, মরু, সরু
চার অক্ষর: ঝুমুঝুমু, ঝুরুঝুরু, ডুবুডুবু, ঢুলুঢুলু, দুরুদুরু
অন্যান্য: বুভুক্ষু, হাবুডুবু
ঊ-কার যুক্ত শব্দ:
দুই বর্ণ শেষেরটা কারহীন: কূপ, কূল, দূর, ধূপ, ভূত, মূল, রূপ,
ঋ-কার যুক্ত শব্দ:
কৃপণ, তৃণ
এ-কার যুক্ত শব্দ:
দুই বর্ণ: ছেলে, থেকে, বেটে, বেঁটে, বেদে, বেনে, বেলে, মেঝে, মেয়ে
দুই অক্ষর শেষেরটি কারহীন: মেঘ, পেশ, বেশ
তিন অক্ষর: বেড়েছে
চার অক্ষর: তেড়েমেরে
ঐ-কার যুক্ত শব্দ:
দুই বর্ণ শেষেরটা কারহীন: জৈব, তৈল, দৈব, নৈশ
ও-কার যুক্ত শব্দ:
দুই অক্ষর: টোটো, বোরো
দুই বর্ণ শেষেরটা কারহীন: কোণ, কোল, চোট, ঝোল, ঢোল, বোল, ভোট, মোট
দুই অক্ষর প্রথমটা কারহীন: আলো, ঝোড়ো
ঔ-কার যুক্ত শব্দ:
দুই বর্ণ শেষেরটা কারহীন: গৌণ, গৌর, দৌড়, ধৌত, পৌষ, মৌন, লৌহ
গৌরব