সাহরি ও ইফতারির সময়সূচি: রমজান ১৪৪৫ হিজরি, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ আপডেট:

ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের সাহরি ও ইফতারির সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে রমজান শুরু হবে, ইনশা-আল্লহ্।

আপডেট ১: চাঁদ দেখা যাওয়ায় ১২ মার্চ, মঙ্গলবার থেকে এ বছরের রোজা রাখা শুরু হয়েছে।

আপডেট ২: ২৯ রমজানের পর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সে হিসেবে এবার রমজান মাস ত্রিশ দিনে হয়েছে। ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার।

ঢাকা জেলার জন্য রোজার সময়সূচি:

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের সাহরি ও ইফতারির সময়সূচি নিচে দেয়া হলো। এ সময়সূচি ঢাকা জেলার জন্য প্রযোজ্য। অন্যান্য জেলার ক্ষেত্রে এই লিংকের টেবিল অনুসারে সময়/মিনিট যোগ-বিয়োগ করতে হবে।

সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আযান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারির সময় নির্ধারণ করা হয়েছে।

রমজানমার্চ/এপ্রিলবারসাহরির শেষ সময়ফজর শুরুইফতারির সময়
০১১২ মার্চমঙ্গল৪:৫১৪:৫৭৬:১০
০২১৩ মার্চবুধ৪:৫০৪:৫৬৬:১০
০৩১৪ মার্চবৃহস্পতি৪:৪৯৪:৫৫৬:১১
০৪১৫ মার্চশুক্র৪:৪৮৪:৫৪৬:১১
০৫১৬ মার্চশনি৪:৪৭৪:৫৩৬:১২
০৬১৭ মার্চরবি৪:৪৬৪:৫২৬:১২
০৭১৮ মার্চসোম৪:৪৫৪:৫১৬:১২
০৮১৯ মার্চমঙ্গল৪:৪৪৪:৫০৬:১৩
০৯২০ মার্চবুধ৪:৪৩৪:৪৯৬:১৩
১০২১ মার্চবৃহস্পতি৪:৪২৪:৪৮৬:১৩
১১২২ মার্চশুক্র৪:৪১৪:৪৭৬:১৪
১২২৩ মার্চশনি৪:৪০৪:৪৬৬:১৪
১৩২৪ মার্চরবি৪:৩৯৪:৪৫৬:১৪
১৪২৫ মার্চসোম৪:৩৮৪:৪৪৬:১৫
১৫২৬ মার্চমঙ্গল৪:৩৬৪:৪২৬:১৫
১৬২৭ মার্চবুধ৪:৩৫৪:৪১৬:১৬
১৭২৮ মার্চবৃহস্পতি৪:৩৪৪:৪০৬:১৬
১৮২৯ মার্চশুক্র৪:৩৩৪:৩৯৬:১৭
১৯৩০ মার্চশনি৪:৩১৪:৩৭৬:১৭
২০৩১ মার্চরবি৪:৩০৪:৩৬৬:১৮
২১০১ এপ্রিলসোম৪:২৯৪:৩৫৬:১৮
২২০২ এপ্রিলমঙ্গল৪:২৮৪:৩৪৬:১৯
২৩০৩ এপ্রিলবুধ৪:২৭৪:৩৩৬:১৯
২৪০৪ এপ্রিলবৃহস্পতি৪:২৬৪:৩২৬:১৯
২৫০৫ এপ্রিলশুক্র৪:২৪৪:৩০৬:২০
২৬০৬ এপ্রিলশনি৪:২৪৪:৩০৬:২০
২৭০৭ এপ্রিলরবি৪:২৩৪:২৯৬:২১
২৮০৮ এপ্রিলসোম৪:২২৪:২৮৬:২১
২৯০৯ এপ্রিলমঙ্গল৪:২১৪:২৭৬:২১
৩০১০ এপ্রিলবুধ৪:২০৪:২৬৬:২২

ঢাকা জেলার জন্য রোজার ক্যালেন্ডার:

ঢাকা জেলার জন্য রোজার ক্যালেন্ডার ২০২৪

রোজার ক্যালেন্ডার পিডিএফ ডাউনলোড:

ঢাকা জেলার রোজার ক্যালেন্ডারের পিডিএফ ডাউনলোড করতে নিচের বোতামে ক্লিক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।