মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হলো মাইক্রোসফট কর্তৃক নির্মিত একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এর সাহায্যে লেখালেখি সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমার জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দেয়ার জন্য এই প্রয়াস। এই টিউটোরিয়াল সংক্রান্ত কিছু বিষয়: এই টিউটোরিয়ালে উইন্ডোজ ১০ (Windows 10) এবং ওয়ার্ড ২০১৯ (Microsoft Office Word 2019) ব্যবহৃত হয়েছে। […]

আরও পড়ুন

মুখবন্ধ

জানার কোনো শেষ নেই। শেখার কোনো বয়স নেই। ছোটরা যেমন বড়দের থেকে শেখে, অনুকরণ করে, তেমনি ছোটদের থেকেও অনেক কিছু জানার, অনেক কিছু শেখার আছে। ছোটবেলায় অ, আ, A, B ইত্যাদি শিখেছি। এখন বড় হয়ে এগুলোকে খুবই সহজ আর সাধারণ মনে হলেও এসব মৌলিক শিক্ষাই হলো পরবর্তী শিক্ষার ভিত্তি ও সোপান।

জ্ঞানের বিশাল রাজ্যে কোনো মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। আর সম্ভবত একজন লোকের সব জানার দরকারও নেই। কথায় আছে, ঠেকেছি যেখানে, শিখেছি সেখানে। সুতরাং প্রয়োজনীয়তা জ্ঞানার্জনের একটি ভিত্তি। আবার নিজ আগ্রহের কারণেও মানুষ অনেক কিছু শিখে থাকে।

তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষণ-শিখন কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। কম্পিউটার আর ইন্টারনেটের জ্ঞান ছাড়া, জ্ঞানার্জনে এদের প্রয়োগ ও ব্যবহার ছাড়া পুরো শিক্ষণ-শিখন কাজটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়। ইন্টারনেটের কল্যাণে ঘরে বসেই সার্চ করে অনেক তথ্য পাওয়া সম্ভব। একইভাবে নিজের আয়ত্তে থাকা তথ্যভান্ডার ছড়িয়ে দেয়া সম্ভব। এ কথাগুলো সামনে রেখেই iqbir.com-এর যাত্রা শুরু।

ইকবির-এর মাধ্যমে আমার জানা থাকা ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করেছি/করছি। আবার প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি — সেগুলোও শেয়ার করার চেষ্টা করব, ইনশা-আল্লহ্। এতে করে একদিকে যেমন নোট আকারে আমার একটি সংরক্ষিত তথ্যভান্ডার তৈরি হবে, যা আমি ভবিষ্যতে (কিংবা ভুলে গেলে) নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারব, অন্যদিকে ভিজিটরগণও (Visitors) এর দ্বারা উপকৃত হবেন বলে আশা রাখি।