কয়েকটি বিষয়ের / বইয়ের নির্ঘণ্ট

সর্বশেষ আপডেট:

যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই নিবন্ধটির অবতারণা করা হয়েছে। আমরা চাকরির পরীক্ষার জন্য যেসব বই পড়ি সেগুলোতে অনেক ক্ষেত্রেই বর্ণানুক্রমিক নির্ঘণ্ট বা ইনডেক্স (Index) থাকে না। আমি নিজের জন্য যেসব ইনডেক্স তৈরি করেছিলাম সেগুলো এখানে শেয়ার করেছি।

ইনডেক্সগুলো বাংলা ও ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে। এগুলো ডাউনলোড করে আপনার পাঠ্য বই অনুসারে পৃষ্ঠা নম্বর আপডেট করে প্রিন্ট করে নিবেন।

আরেকটি বিষয়। আমি কালপুরুষ (Kalpurush) ফন্টটি ব্যবহার করেছি। আপনার কম্পিউটারে কালপুরুষ ফন্ট ইন্সটল করা না থাকলে OmicronLab-এর ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

ইনডেক্সে পৃষ্ঠা নম্বর আপডেট করার সহজ নিয়ম:

  1. পুরো ইনডেক্সটি মনোযোগ দিয়ে কয়েকবার পড়তে হবে যেনো কী কী টপিক রয়েছে তা যেনো মনে থাকে।
  2. মূল বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিক ধরে ধরে যেতে হবে এবং ইনডেক্সে পৃষ্ঠা নম্বর লিখতে হবে।
  3. একই টপিক একাধিক জায়গায় থাকলে প্রত্যেকটি পৃষ্ঠা নম্বর লিখতে হবে।
  4. ইনডেক্সে অনুল্লেখ্য নতুন কোনো টপিক বর্ণানুক্রমে উপযুক্ত জায়গায় পৃষ্ঠা নম্বর সহ লিখতে হবে।

সাধারণ জ্ঞানের নির্ঘণ্ট: নতুন বিশ্ব

গ্রন্থের নাম: নতুন বিশ্ব
প্রকাশনা: প্রফেসর’স প্রকাশন
সংস্করণ: ৪৯ তম (জানুয়ারি ২০২০)
নতুন বিশ্বের ইনডেক্স ডাউনলোড করুন।

বাংলা সাহিত্যের নির্ঘণ্ট: MP3 GEORGE’S বাংলা

গ্রন্থের নাম: GEORGE’S বাংলা ভাষা ও সাহিত্য
প্রকাশনা: Easy Publications
সংস্করণ: ৫ম (পুনর্মুদ্রণ জুলাই ২০১৭)
GEORGE’S বাংলা ভাষা ও সাহিত্য’র ইনডেক্স ডাউনলোড করুন।

ইংরেজি সাহিত্যের নির্ঘণ্ট: A Handbook on English Literature

গ্রন্থের নাম: A Handbook on English Literature
প্রকাশনা: Confidence Research Work Ltd.
সংস্করণ: ৮ম (জুলাই ২০১৯)
A Handbook on English Literature-এর ইনডেক্স ডাউনলোড করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।