প্রিয়জোনে (ইকবির সাইটের পূর্ববর্তী ডোমেইন) লেখালেখি শুরু করার কয়েক দিনের মধ্যেই লক্ষ্য করলাম যে, আগে লেখালেখির তেমন অভ্যাস না থাকায় আমার লেখাগুলোর শব্দচয়ন কেমন যেন খাপছাড়া হয়ে যাচ্ছে। বিশেষ করে ইংরেজি শব্দের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়েছে। একই শব্দ কোনো জায়গায় ইংরেজি বানানে লিখেছি তো অন্য জায়গায় ইংরেজি উচ্চারণে বাংলায় লিখেছি। আবার অন্য জায়গায় হয়তো ঐ শব্দেরই প্রতিশব্দ ব্যবহার করেছি। তাই বুঝতে পারলাম, লেখালেখি আরো বেশিদূর এগুনোর আগেই আমার একটি নীতিমালা তৈরি করে নেয়া দরকার যা আমি নিবন্ধসমূহে ব্যবহার করব।
ইকবির-এর নিবন্ধসমূহে শব্দ লেখার নিচের নিয়মগুলো অনুসরণ করার চেষ্টা করা হয়েছে।
নোট ২৯/০৪/২০২১: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (প্রকাশ: ২০১৬)-এ উল্লেখিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে প্রয়োজন হোক, না-হোক – প্রচুর শব্দের বানানে পরিবর্তন আনা হয়েছে। লিখিত শব্দসমূহকে কথ্যরীতির অনুগামী করার চেষ্টা করা হয়েছে। আগে যেসব শব্দের বানান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় ছিলো না, এমন প্রচলিত বানানেও পরিবর্তন আনা হয়েছে। যেমন – গরু > গোরু, ঈদ > ইদ, ঊনিশ > উনিশ, ক্ষেত > খেত ইত্যাদি। এতে করে বিভ্রান্তি বাড়বে বৈ কমবে না। এ ধরনের পরিবর্তন অমূলক বলেই আমার কাছে মনে হয়েছে। তাই ইকবির-এর নিবন্ধগুলোতে সব ক্ষেত্রে বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করা হয়নি।
- জন্যে
- ছিলো, করলো, হলো।
ইসলাম ধর্ম সংক্রান্ত শব্দ: ধর্মীয় শব্দের ক্ষেত্রে মূল ভাষায় উচ্চারণের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। শব্দের পাশে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান-এর পৃষ্ঠা নম্বর দেয়া হয়েছে।
- আযান-1415 । আজান-134 (أَذَان)
- ঈদ । ইদ-181 (عيد)
- ঈমান । ইমান-184 (إِيمَان)
- ওযু-1415 । ওজু-245 । অজু-21 (الوضوء)
- কাযা-1415 । কাজা-288 (قَضَى)
- কুরআন-317 । কোরআন-339 । কোরান-339 (القرآن)
- কুরবানি-318 । কোরবানি-339 (قربانى)
- জান্নাত-516 (جنّة)
- জাহান্নাম । জাহান্নম-519 (جهنم)
- তওবা-578 (توبة)
- দুআ । দোয়া-676 (اَلدُّعَاءُ)
- নবী । নবি-715 (نبي)
- নামায-1415 । নামাজ-728 (نماز)
- মুয়ায্যিন-1415 । মুয়াজ্জিন-1124 (مُؤَذِّن)
- মোনাজাত-1136 (مناجات)
- যাকাত (1415 পৃষ্ঠার নিয়ম অনুসারে) । জাকাত-512 (زكاة)
- যোহর-1415 । জোহর-531 (ٱلظُّهْر)
- রমযান-1415 । রমজান-1166 (رَمَضَان)
- রোযা (1415 পৃষ্ঠার নিয়ম অনুসারে) । রোজা-1191 (روزه)
- হজ-1380 (حَجّ)
- হযরত-1415 । হজরত-1380 (حَضْرَة)
- হাদীস । হাদিস-1393 (حديث)
Abbreviation ইংরেজিতেই লেখা হয়েছে। যেমন:-
- CPU (Central Processing Unit)
- CSS (Cascading Style Sheets)
- HTML (Hypertext Markup Language)
- LAN (Local Area Network)
- PHP (Hypertext Preprocessor)
ব্র্যান্ডের নামসহ অনেক ক্ষেত্রে ইংরেজি উচ্চারণে বাংলায় লিখে কোনো নিবন্ধে অন্তত প্রথমবার বন্ধনীর মধ্যে ইংরেজি টার্ম দেয়া হয়েছে। যেমন:-
- উইন্ডোজ (Windows)
- ওয়ার্ডপ্রেস (WordPress)
- মাইক্রোসফট (Microsoft)
- সিনক্রোনাইজ (Synchronize)
- হ্যাং (Hang)
যেসব শব্দের বাংলা পরিশব্দ ব্যবহৃত হয়েছে:-
- নিবন্ধ (Article)
- ডান বোতাম (মাউসের Right Button)
- সচল (Activate)
- সংকেত (Alarm)
যেসব ইংরেজি শব্দ মোটামোটি প্রচলিত ও বহুল ব্যবহৃত সেগুলো ইংরেজি উচ্চারণে বাংলায় লেখা হয়েছে:-
- অনলাইন (Online)
- অপারেটিং সিস্টেম (Operating System)
- অফলাইন (Offline)
- আইকন (Icon)
- আপডেট (Update)
- ইন্টারনেট (Internet)
- ইন্সটল (Install)
- ইমার্জেন্সি (Emergency)
- ইমেইল (Email)
- উইন্ডো (Window)
- এডিট (Edit)
- ওয়াইফাই (Wi-Fi)
- ওয়েবসাইট (Website)
- কপি (Copy)
- কম্পিউটার (Computer)
- কার্সর (Cursor)
- কি (Key)
বাংলা “কি?” শব্দের একই বানান হওয়ায়, Key বোঝাতে উদ্ধরণ চিহ্ন ব্যবহৃত হয়েছে। - কিবোর্ড (Keyboard)
- কোড (Code)
- ক্লিক (Click)
- টাইটেল বার (Title Bar)
- টাস্কবার (Taskbar)
- টিপ্স (Tips)
- টেক্সট (Text)
- ট্যাব (Tab)
- ডকুমেন্ট (Document)
- ডাউনলোড (Download)
- ডাবল ক্লিক (Double Click)
- ডায়াল (Dial)
- ডিফল্ট (Default)
- ডেস্কটপ (Desktop)
- ড্রাইভ (Drive)
- পিসি (PC – Personal Computer)
- পেস্ট (Paste)
- প্রিন্ট (Print)
- প্রোগ্রাম (Program)
- ফাইল (File)
- ফোল্ডার (Folder)
- ব্যালেন্স (Balance)
- ব্রাউজ (Browse)
- ব্রাউজার (Browser)
- ব্লুটুথ (Bluetooth)
- মাউস (Mouse)
- মাউস পয়েন্টার (Mouse Pointer)
- মার্জিন (Margin)
- মিটার (Meter)
- মিনিমাইজ (Minimize)
- মেনু(Menu)
- রিচার্জ (Recharge)
- লিংক (Link)
- লেআউট (Layout)
- শর্টকাট (Short Cut)
- শেয়ার (যেমন File Share)
- সফট (Soft)
- সফটওয়্যার (Software)
- সাইট (Site)
- সেট করা (Set)
- সেটিংস (Settings)
- সেভ (Save)
- স্ক্রল (Scroll)
- স্ক্রিন (Screen)
- স্পেস (Space)
- হাইলাইট (Highlight)
বিভিন্নভাবে ব্যবহৃত শব্দসমুহ:-
- অপশন, বিকল্প (Option)
- বাটন, বোতাম (Button)
- সিলেক্ট, বাছাই, নির্বাচন (Select)
নোট:-
- কম্পিউটার বন্ধ – Shut Down
- প্রোগ্রাম বন্ধ – Close, Exit