বাংলা কারচিহ্ন এবং কার যোগে শব্দ গঠন

সর্বশেষ আপডেট:

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তবে “অ” বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাই বাংলায় স্বরবর্ণ ১১টি হলেও কারের সংখ্যা ১০টি। উক্ত ১০টি কার নির্দেশক ১০টি কারচিহ্ন রয়েছে।

১০টি কার চিহ্নের নাম:

মূল স্বরবর্ণের নামের সাথে “কার” কথাটি যুক্ত করে কারসমূহের নামকরণ করা হয়। যেমন:-

মূল স্বরবর্ণকারচিহ্নকারের নাম
আ-কার
িই-কার
ঈ-কার
উ-কার
ঊ-কার
ঋ-কার
এ-কার
ঐ-কার
ও-কার
ঔ-কার

২। কার চিহ্নের রূপভেদ:

ঐতিহ্যগতভাবে উ-কার, ঊ-কার ও ঋ-কারের ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। অবশ্য বর্তমানে অনেক স্ক্রিপ্টে এগুলোকে স্বচ্ছ করে শুধু এক রূপে বর্ণের নিচে লেখা হয়। ভিন্ন ভিন্ন রূপ থাকার কারণে মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়তে হয়। যেমন:-

  • ক্র = ক + র-ফলা
  • ত্রু = ত + র-ফলা + উ-কার
  • রূ = র + ঊ-কার
  • হৃ = হ + ঋ-কার

উ-কর এর চারটি রূপ হলো:-

  1. সাধারণ: কু, খু, ঘু, ঙু ইত্যাদি…
  2. ৩-এর মতো: গু, শু
  3. উল্টা ৩-এর মতো: রু, গ্রু, ত্রু, দ্রু, ধ্রু, প্রু, ব্রু, ভ্রু, শ্রু, স্রু
  4. কমা’র মতো: হু
ু, ূ ও ৃ এর রূপভেদ
ু, ূ ও ৃ এর রূপভেদ

ঊ-কর এর দুটি রূপ হলো:-

  1. বর্ণের নিচে: কূ, খূ, গূ, ঘূ ইত্যাদি…
  2. বর্ণের ডানে: রূ, গ্রূ, ত্রূ, দ্রূ, ধ্রূ, প্রূ, ব্রু, ভ্রূ, শ্রূ, স্রূ

ঋ-কার এর দুটি রূপ হলো:-

  1. বর্ণের নিচে: কৃ, খৃ, গৃ, ঘৃ ইত্যাদি…
  2. বর্ণের ডানে: হৃ

৩। কারযুক্ত বর্ণের উচ্চারণ:

ক + আ-কার = কা
খ + আ-কার = খা, এভাবে…

ঙ-এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। সাধারণত ঙ-এর আগে অন্য বর্ণের প্রয়োজন হয়। রাঙা (রাংআ), রঙিন (রংইন) ইত্যাদি।

[সব বর্ণের সাথে একটি একটি করে কার শেখালে বাচ্চাদের জন্য শেখাটা সহজ হয়। অর্থাৎ, কা, কি, কী, কু… এভাবে না পড়িয়ে কা, খা, গা, ঘা, ঙা… এভাবে পড়াতে হবে।]

বর্ণ া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ
কাকিকীকুকূকৃকেকৈকোকৌ
খাখিখীখুখূখৃখেখৈখোখৌ
গাগিগীগুগূগৃগেগৈগোগৌ
ঘাঘিঘীঘুঘূঘৃঘেঘৈঘোঘৌ
ঙাঙিঙীঙুঙূঙৃঙেঙৈঙোঙৌ
চাচিচীচুচূচৃচেচৈচোচৌ
ছাছিছীছুছূছৃছেছৈছোছৌ
জাজিজীজুজূজৃজেজৈজোজৌ
ঝাঝিঝীঝুঝূঝৃঝেঝৈঝোঝৌ
ঞাঞিঞীঞুঞূঞৃঞেঞৈঞোঞৌ
টাটিটীটুটূটৃটেটৈটোটৌ
ঠাঠিঠীঠুঠূঠৃঠেঠৈঠোঠৌ
ডাডিডীডুডূডৃডেডৈডোডৌ
ঢাঢিঢীঢুঢূঢৃঢেঢৈঢোঢৌ
ণাণিণীণুণূণৃণেণৈণোণৌ
তাতিতীতুতূতৃতেতৈতোতৌ
থাথিথীথুথূথৃথেথৈথোথৌ
দাদিদীদুদূদৃদেদৈদোদৌ
ধাধিধীধুধূধৃধেধৈধোধৌ
নানিনীনুনূনৃনেনৈনোনৌ
পাপিপীপুপূপৃপেপৈপোপৌ
ফাফিফীফুফূফৃফেফৈফোফৌ
বাবিবীবুবূবৃবেবৈবোবৌ
ভাভিভীভুভূভৃভেভৈভোভৌ
মামিমীমুমূমৃমেমৈমোমৌ
যাযিযীযুযূযৃযেযৈযোযৌ
রারিরীরুরূরৃরেরৈরোরৌ
লালিলীলুলূলৃলেলৈলোলৌ
শাশিশীশুশূশৃশেশৈশোশৌ
ষাষিষীষুষূষৃষেষৈষোষৌ
সাসিসীসুসূসৃসেসৈসোসৌ
হাহিহীহুহূহৃহেহৈহোহৌ
ড়াড়িড়ীড়ুড়ূড়ৃড়েড়ৈড়োড়ৌ
ঢ়াঢ়িঢ়ীঢ়ুঢ়ূঢ়ৃঢ়েঢ়ৈঢ়োঢ়ৌ
য়ায়িয়ীয়ুয়ূয়ৃয়েয়ৈয়োয়ৌ

৪.০। কারচিহ্ন বিহীন শব্দের তালিকা:

দুই অক্ষর: অক, অগ, অঘ, অজ, অত, অন, অপ, অফ, অব, অয়, অর, অল, অহ, আঃ, আই, আখ, আগ, আজ, আট, আড়, আধ, আন, আব, আম, আয়, আর, আল, আশ, ইঃ, ইট, ইদ, ইস, ইহ, ঈদ (ইদ), ঈশ, ঈষ, ঈহ, উঃ, উই, উক, উট, উৎ, উদ, উন, উপ, উভ, উর, উল, ঊঢ়, ঊণ, ঊত, ঋণ, ঋত, এঃ, এই, এও, এক, এণ, এত, এর, ঐক, ঐশ, ওঃ, ওই, ওড়, ওত, ওম, ওর, ওল, ওস, ঔদ, ঔর, কই, কচ, কট, কড়, কণ, কত, কদ, কপ, কফ, কম, কয়, কর, কল, কশ, কষ, খই, খক, খগ, খচ, খট, খড়, খত, খদ, খন, খপ, খর, খল, খস, গং, গজ, গড়, গণ, গত, গৎ, গদ, গম, গয়, গর, গল, ঘট, ঘন, ঘর, চই, চক, চট, চড়, চপ, চয়, চর, চল, ছই, ছক, ছড়, ছদ, ছন, ছয়, ছল, জং, জই, জউ, জগ, জজ, জট, জড়, জন, জপ, জয়, জর, জল, ঝট, ঝড়, ঝন, ঝপ, টং, টই, টক, টন, টপ, টব, টর, টল, টস, ঠং, ঠক, ঠগ, ঠন, ডক, ডন, ডর, ঢং, ঢক, ঢন, ঢপ, ঢল, তই, তক, তট, তড়, তত, তৎ, তপ, তব, তম, তয়, তর, তল, তহ, থই, থক, থপ, থর, থল, দই, দক, দড়, দন, দপ, দব, দম, দয়, দর, দল, দশ, দহ, ধক, ধট, ধড়, ধন, ধপ, ধব, ধম, ধর, ধল, ধস, নং, নই, নও, নখ, নগ, নট, নড়, নত, নথ, নদ, নন, নব, নভ, নয়, নর, নল, নহ, পচ, পট, পণ, পথ, পদ, পয়, পর, পল, ফক, ফট, ফণ, ফল, ফস, বই, বউ, বক, বচ, বট, বদ, বধ, বন, বব, বম, বয়, বর, বল, বশ, বস, ভক, ভগ, ভট, ভড়, ভব, ভয়, ভর, ভস, মই, মউ, মগ, মঘ, মচ, মট, মঠ, মত, মৎ, মদ, মন, মম, ময়, মর, মল, যক, যত, যৎ, যব, যম, যশ, রং, রই, রও, রক, রগ, রজ, রড, রড়, রণ, রত, রথ, রদ, রব, রম, রয়, রস, রহ, লং, লও, লক, লগ, লব, লয়, লহ, শক, শখ, শঠ, শণ, শত, শপ, শফ, শব, শম, শর, শশ, ষট, ষড়, সং, সই, সট, সড়, সৎ, সন, সপ, সব, সম, সর, সস, সহ, হই, হও, হক, হজ, হঠ, হত, হদ, হয়, হর, হল, হস

চন্দ্রবিন্দু যুক্ত দুই অক্ষর: আঁক, আঁচ, আঁট, আঁত, আঁশ, এঁড়, গঁদ, দঁক

তিন অক্ষর: অংশ, অংস, অঋণ, অকচ, অকর, অখন, অখল, অগদ, অগম, অঘর, অচর, অচল, অজয়, অজর, অটল, অতঃ, অতট, অতল, অথই, অথচ, অদন, অদয়, অদল, অধঃ, অধম, অধর, অনঘ, অনড়, অনত, অনল, অপথ, অপদ, অপর, অবন, অবর, অবল, অবশ, অবস, অভয়, অমত, অমন, অমম, অমর, অমল, অযশ, অয়ন, অয়স, অরদ, অলক, অলখ, অলস, অশথ, অশন, অসৎ, অসন, অসম, অসহ, আইচ, আইড়, আইন, আইল, আউট, আউল, আউশ, আকদ, আকর, আকল, আখর, আগড়, আগত, আগম, আগর, আগল, আজই, আজও, আজব, আটই, আটক, আড়ং, আড়ত, আঢ়ক, আণব, আতত, আতপ, আতর, আতশ, আদত, আদব, আদম, আদর, আদল, আনক, আনত, আনন, আপণ, আপৎ, আপদ, আপন, আপস, আবর, আবহ, আমট, আমন, আময়, আমল, আয়ত, আয়ন, আয়স, আরও, আরক, আরজ, আরত, আরব, আরশ, আলম, আলয়, আলস, আশয়, আসন, আসব, আসর, আসল, আহত, আহব, ইগল, ইতর, ইমন, ঈগল (ইগল), ঈষৎ, উইল, উচল, উছল, উজল, উটজ, উঠন, উড়শ, উতল, উৎস, উথল, উদক, উদজ, উদয়, উদর, উপর, উপল, উভয়, উরঃ, উরগ, উরজ, উরত, উরস, উলট, উলপ, উলস, ঊষর, ঋণদ, ঋষভ, এওজ, একই, একক, একত, একর, একল, একশ, এখন, এণক, এতৎ, এবং, এমএ, এমন, এষণ, এসব, ওজঃ, ওজন, ওজর, ওড়ব, ওদন, ওপর, ওলট, ওলন, ঔড়ব, ঔদক, ঔপল, ঔরস, ঔষধ, ঔষর, ঔষস, কংস, কওন, কখন, কটক, কড়ই, কড়ক, কতই, কতক, কতল, কথক, কথন, কদম, কদর, কদল, কনক, কপট, কবচ, কবজ, কবর, কবল, কমঠ, কমল, করজ, করণ, করত, করদ, করভ, করম, কলন, কলপ, কলভ, কলম, কলস, কলহ, কষণ, কষন, কসম, কহন, খইল, খওফ, খগম, খড়ম, খতক, খতম, খতর, খনক, খনন, খবর, খমক, খরচ, খরজ, খলই, খলক, খলট, খসম, গগন, গজব, গজল, গঠন, গড়ন, গণক, গণন, গতর, গবয়, গমক, গমন, গরজ, গরদ, গরব, গরম, গরল, গলত, গলৎ, গলত (গলদ), গলন, গহন, ঘঙট, ঘটক, ঘটন, ঘনক, চইত, চকম, চটক, চড়ই, চড়ক, চড়ন, চণক, চপল, চমক, চমর, চমস, চয়ন, চরক, চরণ, চরম, চরস, চলৎ, চলন, চশম, চষক, ছউই, ছতর, ছলন, জইফ, জখম, জগৎ, জঘন, জঠর, জনক, জনন, জনম, জপন, জবর, জমক, জয়ল, জরঠ, জরৎ, জরদ, জলজ, জলদ, জশদ, জশম, জহর, ঝগড়, ঝনন, ঝমক, ঝমর, ঝরন, ঝলক, টগর, টনক, টমক, টলন, টহল, ঠমক, ঠসক, ডওর, ডগর, ডজন, ডবল, ডমর, ডলন, ডহর, তখন, তগর, তনয়, তপঃ, তপন, তবক, তবন, তবল, তমস, তরণ, তরফ, তরল, তরস, তলব, তসর, থমক, দংশ, দখল, দগড়, দমক, দমন, দরণ, দরদ, দরশ, দলই, দলক, দলন, দশক, দশন, দশম, দহন, দহর, ধকল, ধনদ, ধবল, ধমক, ধমন, ধরন, নউই, নওল, নকল, নখর, নগজ, নগদ, নগর, নজর, নটন, নধর, ননদ, নফর, নফল, নবম, নভঃ, নমঃ, নমন, নয়ন, নরক, নরম, নহর, পউখ, পচন, পটল, পটহ, পঠন, পড়ন, পণন, পণব, পতগ, পতৎ, পতন, পতর, পদক, পনস, পবন, পয়ঃ, পরখ, পরজ, পরত, পরন, পরব, পরম, পরশ, পলক, পলল, পশম, পহর, ফজর, ফজল, ফটক, ফরজ, ফরদ, ফলক, ফলত, ফলন, ফসল, বংশ, বউল, বকম, বগল, বচন, বছর, বৎস, বদন, বদর, বদল, বধক, বনধ, বপন, বমন, বয়ঃ, বয়ন, বয়স, বরং, বরই, বরক, বরজ, বরট, বরণ, বরদ, বরন, বরফ, বরষ, বলক, বলদ, বলন, বলয়, বসত, বসন, বহন, বহর, ভজন, ভড়ং, ভড়ক, ভবন, ভয়দ, ভরণ, ভরত, ভরন, ভরম, মউড়, মউল, মওত, মকর, মগজ, মগধ, মগন, মটন, মটর, মড়ক, মতন, মথন, মদত, মদদ, মদন, মনন, মরণ, মরদ, মরম, মলন, মলম, মলয়, মশক, মহৎ, মহল, যখন, যগল, যজন, যতই, যতন, যবন, যমক, যমজ, যমল, যশদ, যশব, রইল, রকম, রগড়, রচক, রচন, রজক, রজত, রজন, রটন, রণৎ, রণন, রতন, রদন, রভস, রমক, রমণ, রসদ, রসন, রসম, রহম, লকট, লগন, লড়ন, লবণ, ললৎ, ললন, লহর, শকট, শকর, শকল, শটন, শতক, শপথ, শফর, শবর, শবল, শমন, শয়ন, শরণ, শরৎ, শরভ, শরম, শলভ, শশক, শসন, শহর, ষড়জ, সংঘ, সইব, সইশ, সকল, সগর, সঘন, সঘর, সচল, সজন, সজল, সড়ক, সতত, সদন, সদয়, সদর, সনৎ, সনদ, সফর, সফল, সবক, সবন, সবল, সভয়, সমঝ, সমন, সময়, সমর, সমল, সরঃ, সরট, সরণ, সরল, সরস, সহগ, সহজ, সহন, হংস, হইত, হউক, হজম, হনন, হবন, হরণ, হরফ, হরষ, হলপ, হলফ, হসন

চন্দ্রবিন্দু যুক্ত তিন অক্ষর: আঁকন, আঁচড়, আঁচর, আঁচল, আঁজল, ইঁচড়, উঁচল, এঁচড়, ভঁইস

চার অক্ষর: অংশক, অংশত, অংশন, অংশল, অংসল, অওরত, অকথন, অকপট, অকরণ, অগঠন, অগণন, অঘটন, অঘময়, অচপল, অচলন, অজগর, অড়হর, অতএব, অতশত, অনটন, অনলস, অনশন, অপগত, অপগম, অপচয়, অপনয়, অপযশ, অপলক, অপহত, অবকর, অবগত, অবচন, অবচয়, অবতত, অবতল, অবনত, অবয়ব, অবসথ, অবসর, অমনই, অমলক, অশরণ, অসময়, অসরল, অসহন, অহরহ, আইনত, আওরত, আকবর, আকরজ, আকলন, আগদল, আগমন, আচমন, আচরণ, আজনম, আধপর, আনমন, আনয়ন, আপতন, আবপন, আবরক, আবরণ, আভরণ, আমরণ, আমলক, আয়কর, আয়তন, আহরণ, উঠবস, উৎকট, উৎকল, উৎপথ, উৎপল, উৎসব, উদয়ন, উনজন, উপগত, উপচয়, উপদল, উপনদ, উপপথ, উপপদ, উপবন, উপমন, উপরত, উপশম, উপশয়, উপহত, উভচর, উভয়ত, এইডস, এইসব, একচর, একতম, একতর, একদম, একপদ, একমত, একশত, এখনই, এখনও, এমনই, ওঠবস, কংসক, কখনই, কচকচ, কচমচ, কটকট, কটমট, কড়কড়, কড়মড়, কতশত, কনকন, কমলজ, কয়জন, করকর, করতল, কলকল, কলঘর, কলরব, কসমস, কসরত, খকখক, খগবর, খচখচ, খটখট, খটমট, খড়খড়, খড়মড়, খনখন, খরজল, খরতর, খলখল, খলবল, খসখস, গগলস, গগ্‌ল্‌স, গজগজ, গটগট, গটমট, গড়গড়, গণমত, গতবল, গদগদ, গনগন, গপগপ, গবগব, গমগম, গয়রহ, গরগর, গলগল, গসগস, ঘচঘচ, ঘটঘট, ঘটপট, ঘড়ঘড়, ঘনকফ, ঘনঘন, ঘনফল, ঘনরস, ঘরপর, চকচক, চকমক, চটকল, চটচট, চটপট, চড়চড়, চড়বড়, চনচন, চনমন, চপচপ, চবচব, চমচম, চলদল, ছটফট, ছনছন, ছপছপ, ছমছম, ছরকট, ছলছল, জংশন, জউঘর, জনগণ, জনপথ, জনপদ, জনবল, জনমত, জনরব, জপতপ, জবজব, জমজম, জলকর, জলগত, জলচর, জলচল, জলধর, জলপথ, জলবহ, জলময়, জলরং, জলসম, জহরত, ঝকঝক, ঝকমক, ঝটপট, ঝড়জল, ঝনঝন, ঝপঝপ, ঝমঝম, ঝরঝর, ঝলঝল, ঝলমল, টংটং, টইটই, টকটক, টগবগ, টনটন, টপটপ, টমটম, টরটর, টলটল, টলবল, টলমল, টসটস, ঠকঠক, ঠনঠন, ডগডগ, ডগমগ, ডবডব, ঢংঢং, ঢকঢক, ঢনঢন, ঢপঢপ, ঢলঢল, তকতক, তখনই, তছনছ, তটপথ, তড়তড়, তড়বড়, তৎপর, তৎসম, তরতম, তরতর, তরপত, তলতল, থইথই, থকথক, থতমত, থপথপ, থমথম, থরথর, থলথল, থসথস, দংশক, দংশন, দগদগ, দড়বড়, দপদপ, দফতর, দবদব, দমকল, দমদম, দরদর, দলগত, দলদল, দলবল, দশবল, দশরথ, দহরম, ধকধক, ধড়ফড়, ধড়মড়, ধনজন, ধনমদ, ধপধপ, ধবধব, ধমধম, নওবত, নটখট, নটঘট, নটবর, নড়চড়, নড়নড়, নড়বড়, নবতন, নবদল, নবদশ, নবরস, নয়ছয়, নহবত, পইপই, পচপচ, পটপট, পড়পড়, পতপত, পথকর, পদরজ, পরধন, পরপদ, পরপর, পরবশ, পরমত, পরশন, ফকফক, ফচফচ, ফটফট, ফড়ফড়, ফণধর, ফরকর, ফরফর, ফলকর, বংশক, বংশজ, বকবক, বকলম, বকলস, বৎসর, বৎসল, বদখত, বনকর, বনচর, বনপথ, বনবন, বনয়ন, বমবম, বয়কট, বরকত, বরপণ, বলকর, বলবৎ, ভকভক, ভগবৎ, ভজকট, ভটভট, ভড়ভড়, ভনভন, ভবধব, ভবভয়, ভয়ডর, ভসভস, মকমক, মখমল, মচমচ, মটমট, মড়মড়, মতলব, মৎসর, মদকল, মনছল, মনসব, মবলগ, মরকত, মলমল, মলয়জ, মশমশ, মসনদ, মসলত, মহরত, মহরম, যখনই, রংচং, রংঢং, রইঘর, রইরই, রগরগ, রণজয়, রনরন, রসকষ, রসঘন, রসময়, রহমত, লকআপ, লকলক, লগবই, লগবগ, লটখট, লটপট, লড়চড়, লশকর, শংকর, শংসন, শততম, শতদল, শতপথ, শনশন, শবনম, শরবত, শশধর, ষটপদ, ষড়গত, ষড়রস, সংকট, সংকর, সংগত, সংগম, সংবৎ, সংবহ, সংযত, সংযম, সংশয়, সংসদ, সংহত, সড়সড়, সদসৎ, সপসপ, সবংশ, সবৎস, সমঘন, সমতট, সমতল, সমরস, সমসর, সরখত, সরগম, সরসর, সহচর, সহবত, সহমত, হইচই, হইরই, হইহই, হজরত, হড়বড়, হড়হড়, হতবল, হনহন, হবহব, হরকত, হরতন, হরদম, হরধর, হলঘর, হলহল

পাঁচ অক্ষর: অংশগত, অংশহর, অড়বরই, অতঃপর, অতলতল, অনবগত, অনবরত, অনবসর, অপগমন, অপনয়ন, অপসরণ, অপহরণ, অবকলন, অবচয়ন, অবতংস, অবতরণ, অবদংশ, অবদমন, অবনমন, অবনয়ন, অমৎসর, অসংগত, অসংঘট, অসংবর, অসংযত, অসংযম, অসংশয়, অসংহত, অসমতল, আজবঘর, আটপওর, আটপহর, আড়নয়ন, আশংসন, ইউএফও, ইতঃপর, ইতরজন, ইহজগৎ, উৎপতন, উদগয়ন, উপকরণ, উপগমন, উপজনন, উপদংশ, উপনগর, উপনয়ন, উপশমক, উপসংঘ, উভয়চর, একতরফ, একদমক, একনজর, একবচন, একরকম, একশরণ, এমনতর, ওজনদর, কনকময়, কনকরস, কমবখত, করকমল, কলহংস, খলকপট, গগনতল, গগনপট, গগনপথ, গণকবর, গণভবন, গদবচন, ঘরখরচ, চরণতল, চলনসই, ছলকপট, জড়জগৎ, জড়ভরত, জননরস, জবরজং, তপঃকর, তবররক, থলকমল, দরবদর, নওরতন, নগজদল, নতনয়ন, নয়নজল, পথখরচ, পরমধন, পরমপদ, বংশগত, বংশধর, বকবকম, বগয়রহ, বদহজম, বরতরফ, বশংগত, বশংবদ, ভবভবন, ভয়ংকর, মনপবন, মফসসল, মরজগৎ, মরণপণ, রংমহল, রদবদল, লকআউট, লটবহর, শবদহন, ষড়লবণ, সংকলক, সংকলন, সংগঠক, সংগঠন, সংঘটক, সংঘটন, সংনমন, সংবরণ, সংবহন, সংযমন, সংহনন, সংহরণ, সদবংশ, সমসময়, সরগরম, সহগমন, সহমরণ, হংসরথ, হযবরল

ছয় অক্ষর: অংসফলক, অদলবদল, অধঃপতন, অলংকরণ, অশনবসন, অসংবরণ, একতৎপর, এখনতখন, এফআইআর, এসএমএস, কচরকচর, কচরমচর, কটরমটর, করতলগত, খটরমটর, গজরগজর, গরমগরম, ঘটরঘটর, চমৎকরণ, চরণকমল, চলনবলন, জবরদখল, ঝননরণন, ঝমরঝমর, ঠকরঠকর, তপনতনয়, দলনমলন, নড়নচড়ন, নরমগরম, পথসংকট, পরমহংস, মলয়পবন, যখনতখন, রকমসকম, লটরপটর, শমনভবন, শমনসদন, সংবৎসর, সংশয়কর, হংসগমন

সাত অক্ষর: আইনসংগত, উপসংহরণ, উভয়সংকট, জনসংভরণ, সংকটজনক

বিশেষ/যুক্তবর্ণ: অঘটনঘটনপটু, ততক্ষণ (তালিকা অসম্পূর্ণ)

৪.১। আ-কার (া) যোগে শব্দ গঠন:

৪.১.১ একটি আ-কার

এক অক্ষর: কা, খাঁ, গা, গাঁ, ঘা, চা, চাঁ, ছা, জা, ঝাঁ, ঠা, তা, থা, দা, ধা, ধাঁ, না, পা, বা, বাঁ, ভা, মা, যা, রা, লা, শাঁ, সা, হা, হাঁ

দুই অক্ষর শেষেরটা কারহীন: কাই, কাউ, কাক, কাগ, কাচ, কাছ, কাজ, কাট, কাঠ, কাত, কান, কাপ, কাম, কায়, কার, কাল, কাশ, খাঁজ, খাই, খাক, খাট, খাত, খাদ, খান, খাপ, খাম, খাল, খাস, গাং, গাই, গাছ, গাঢ়, গাদ, গাধ, গান, গাপ, গাব, গাল, গাহ, ঘাই, ঘাট, ঘাড়, ঘাত, ঘাম, ঘাস, চাই, চাক, চাঙ, চাট, চাড়, চান, চাপ, চাম, চার, চাল, চাষ, ছাই, ছাও, ছাগ, ছাট, ছাড়, ছাত, ছাদ, ছাপ, ছার, ছাল, জাং, জাউ, জাগ, জাঠ, জাড়, জাত, জাদ, জান, জাপ, জাব, জাম, জায়, জার, জাল, ঝাউ, ঝাড়, ঝাল, টাই, টাউ, টাক, টাট, টাড়, টান, টার, টাল, টাস, ঠাট, ঠাড়, ঠান, ঠাম, ঠায়, ঠার, ঠাস, ডাং, ডাক, ডান, ডাব, ডাল, ঢাক, ঢাল, তাং, তাই, তাও, তাক, তাজ, তাড়, তাত, তান, তাপ, তায়, তার, তাল, তাস, থাক, থান, থাম, থাল, দাই, দাও, দাগ, দাদ, দান, দাব, দাম, দায়, দার, দাশ, দাস, দাহ, ধাই, ধাত, ধান, ধাপ, ধাম, ধার, নাঃ, নাই, নাও, নাক, নাগ, নাচ, নাছ, নাট, নাত, নাথ, নাদ, নান, নাম, নাল, নাশ, নাস, পাক, পাখ, পাছ, পাট, পাঠ, পাড়, পাত, পাদ, পান, পাপ, পাব, পার, পাল, পাশ, ফাউ, ফাগ, ফাট, ফাল, বাঃ, বাই, বাক, বাগ, বাঘ, বাছ, বাজ, বাট, বাড়, বাণ, বাত, বাদ, বাধ, বান, বাম, বায়, বার, বাল, বাস, বাহ, ভাং, ভাই, ভাও, ভাগ, ভাট, ভাণ, ভাত, ভান, ভাপ, ভাব, ভাম, ভায়, ভার, ভাল, ভাষ, ভাস, মাই, মাঘ, মাছ, মাজ, মাঝ, মাট, মাঠ, মাড়, মাত, মান, মাপ, মাফ, মার, মাল, মাষ, মাস, মাহ, যাই, যাও, যাগ, যাত, যান, যাম, যার, রাং, রাই, রাও, রাগ, রাজ, রাড়, রাঢ়, রাত, রান, রাফ, রাব, রাম, রায়, রাশ, রাস, লাই, লাউ, লাখ, লাগ, লাজ, লাট, লাদ, লাফ, লাভ, লাল, লাশ, লাস, শাক, শাট, শান, শাপ, শাল, শাহ, ষাট, সাং, সাউ, সাজ, সাড়, সাত, সাথ, সাদ, সাধ, সাপ, সাফ, সাম, সায়, সার, সাল, হাই, হাট, হাড়, হাত, হাফ, হাব, হাম, হায়, হার, হাল, হাস

দুই অক্ষর প্রথমটা কারহীন: অগা, অঘা, অজা, অনা, অমা, আখা, আগা, আজা, আটা, আঠা, আড়া, আতা, আদা, আধা, আনা, আপা, আবা, আভা, আমা, আয়া, আরা, আলা, আশা, আসা, আহা, ইচা, ইজা, ইটা, ইড়া, ইয়া, ইরা, ইলা, ইসা, ইহা, ঈষা, ঈহা, উকা, উখা, উঠা, উড়া, উদা, উবা, উমা, উলা, উষা, উহা, একা, এটা, এড়া, এথা, এরা, এলা, এশা, এষা, ওঝা, ওটা, ওঠা, ওড়া, ওথা, ওদা, ওমা, ওলা, কচা, কটা, কড়া, কণা, কথা, কমা, করা, কলা, কশা, কষা, কহা, খনা, খয়া, খরা, খলা, খসা, গছা, গজা, গড়া, গদা, গনা, গবা, গয়া, গলা, ঘটা, ঘড়া, ঘষা, চখা, চটা, চড়া, চরা, চলা, চষা, ছকা, ছটা, ছড়া, ছলা, জটা, জড়া, জনা, জপা, জবা, জমা, জয়া, জরা, জলা, ঝরা, টকা, টলা, ঠকা, ঠসা, ডগা, ডরা, ডলা, ডহা, ঢলা, তড়া, তথা, তমা, তরা, তলা, দড়া, দনা, দফা, দমা, দয়া, দলা, দশা, দহা, ধড়া, ধরা, ধলা, ধসা, নড়া, নয়া, নলা, পচা, পটা, পড়া, পয়া, পরা, পলা, পশা, ফড়া, ফণা, ফলা, বকা, বখা, বগা, বড়া, বনা, বপা, বয়া, বরা, বলা, বসা, বহা, ভজা, ভনা, ভরা, মঘা, মজা, মড়া, মথা, মরা, মলা, মশা, মহা, যজা, যথা, রচা, রটা, রফা, রমা, রলা, রশা, রসা, লগা, লড়া, লতা, শড়া, শরা, শলা, শসা, সখা, সতা, সদা, সভা, সমা, সয়া, সরা, সলা, সহা, হটা, হরা

দুই অক্ষর চন্দ্রবিন্দু ও প্রথম আ-কার: কাঁক, কাঁখ, কাঁড়, কাঁথ, কাঁধ, কাঁপ, খাঁই, খাঁজ, খাঁড়, গাঁই, গাঁজ, গাঁট, চাঁই, চাঁচ, চাঁট, চাঁদ, ছাঁচ, ছাঁট, ছাঁৎ, ছাঁদ, জাঁক, ঝাঁক, ঝাঁজ, ঝাঁঝ, ঝাঁট, ঝাঁপ, টাঁক, ঠাঁই, ডাঁই, ডাঁট, ডাঁপ, ডাঁশ, ঢাঁই, ঢাঁট, তাঁত, তাঁর, দাঁও, দাঁড়, দাঁত, ধাঁই, ধাঁচ, পাঁক, পাঁচ, পাঁজ, পাঁড়, পাঁশ, ফাঁক, ফাঁড়, ফাঁদ, ফাঁপ, ফাঁস, বাঁও, বাঁক, বাঁট, বাঁধ, বাঁশ, ভাঁজ, ভাঁড়, যাঁর, শাঁখ, শাঁস, ষাঁড়, সাঁই, সাঁঝ, সাঁট, হাঁক, হাঁপ, হাঁস

দুই অক্ষর চন্দ্রবিন্দু ও শেষে আ-কার: আঁকা, আঁচা, আঁটা, উঁচা, ওঁচা, সঁপা

অন্যান্য: আঁতাঁত, আলটপকা, আলনা, একতা, একদা, কমলা, কসাই, কাঁকর, কাগজ, কাজল, কাতর, কাতল, কানন, কাপড়, কাফন, কারক, কারণ, খটকা, খতনা, খবরদার, খরতা, খরতাপ, খসড়া, খাতক, খাদক, গড়পড়তা, গয়না, গলদা, গহনা, গাজর, গায়ক, গারদ, ঘটনা, ঘাতক, ঘাতসহ, চওড়া (তালিকা অসম্পূর্ণ)

৪.১.২ দুটি আ-কার

দিত্ব: কাকা, চাচা, টাটা, তাতা, দাদা, নানা, বাবা, মামা, লালা, হাহা

দুই অক্ষর: কাকা, কাচা, কাছা, কাজা, কাটা, কাঠা, কাড়া, কাতা, কাদা, কানা, কাবা, কায়া, কারা, কালা, কাসা, খাজা, খাটা, খাড়া, খাতা, খাদা, খানা, খাপা, খালা, খাসা, গাছা, গাড়া, গাতা, গাথা, গাদা, গাধা, গাবা, গালা, গাহা, ঘাটা, ঘামা, চাকা, চাখা, চাগা, চাঙা, চাচা, চাটা, চাড়া, চানা, চাপা, চারা, চালা, চাষা, চাহা, ছাড়া, ছাতা, ছানা, ছাপা, ছায়া, ছালা, জাগা, জাঠা, জানা, জামা, জায়া, জারা, জালা, ঝাড়া, ঝামা, ঝারা, ঝালা, টাকা, টাঙা, টাটা, টানা, টাবা, টালা, ঠাটা, ঠাড়া, ঠারা, ঠাসা, ডাকা, ডাঙা, ডানা, ডাবা, ডারা, ডালা, ডাহা, ঢাকা, ঢালা, তাকা, তাগা, তাজা, তাড়া, তাতা, তাপা, তামা, তারা, তালা, তাসা, তাহা, থাকা, থানা, থাবা, থামা, থালা, থাসা, দাগা, দাড়া, দাতা, দাদা, দানা, দাবা, দারা, ধাগা, ধাড়া, ধাতা, ধাপা, ধামা, ধারা, নাকা, নাগা, নাচা, নাড়া, নাদা, নানা, নামা, নারা, নালা, নাসা, নাহা, পাকা, পাখা, পাছা, পাটা, পাড়া, পাতা, পাদা, পানা, পায়া, পারা, পালা, পাশা, ফাটা, ফাড়া, ফানা, ফালা, বাঘা, বাচা, বাছা, বাজা, বাটা, বাড়া, বাতা, বাদা, বাধা, বানা, বাপা, বাবা, বামা, বায়া, বারা, বালা, বাসা, বাহা, ভাগা, ভাঙা, ভাজা, ভাটা, ভাড়া, ভাতা, ভানা, ভাপা, ভাবা, ভায়া, ভারা, ভাষা, ভাসা, মাখা, মাগা, মাচা, মাজা, মাঠা, মাড়া, মাতা, মাথা, মানা, মাপা, মামা, মায়া, মারা, মালা, মাষা, মাহা, যাচা, যাঠা, যাতা, যাপা, যাহা, রাকা, রাখা, রাগা, রাঙা, রাজা, রাধা, রানা, রামা, রাহা, লাগা, লাদা, লাভা, লামা, লালা, লাহা, শাখা, শানা, শাপা, শামা, শায়া, শালা, শাসা, সাঙা, সাচা, সাজা, সাড়া, সাতা, সাদা, সাধা, সারা, সাহা, হাগা, হাজা, হাতা, হানা, হাবা, হামা, হায়া, হারা, হাসা, হাহা

চন্দ্রবিন্দু যুক্ত দুই অক্ষর: কাঁচা, কাঁটা, কাঁড়া, কাঁথা, কাঁদা, কাঁপা, কাঁসা, কাঁহা, খাঁখাঁ, খাঁচা, খাঁড়া, খাঁদা, গাঁজা, গাঁতা, গাঁথা, গাঁদা, ঘাঁটা, চাঁচা, চাঁছা, চাঁটা, চাঁদা, চাঁপা, ছাঁকা, ছাঁটা, ছাঁদা, জাঁকা, জাঁতা, ঝাঁকা, ঝাঁঝাঁ, ঝাঁটা, ঝাঁপা, টাঁকা, টাঁসা, ডাঁটা, ডাঁড়া, ডাঁসা, তাঁরা, দাঁড়া, ধাঁচা, ধাঁধা, পাঁজা, পাঁঠা, ফাঁকা, ফাঁড়া, ফাঁদা, ফাঁপা, ফাঁসা, বাঁকা, বাঁচা, বাঁজা, বাঁঝা, বাঁটা, বাঁধা, বাঁয়া, ভাঁজা, ভাঁটা, যাঁরা, রাঁড়া, রাঁধা, শাঁখা, ষাঁড়া, সাঁচা, সাঁজা, সাঁটা, হাঁকা, হাঁচা, হাঁটা, হাঁড়া, হাঁদা, হাঁসা

তিন অক্ষর ১: কাঁকাল, কাঁটাল, কাঁঠাল, কাঁধার, কাঙাল, কাটাই, কাতান, কাতার, কানাই, কানাচ, কানাড়, কানাত, কাপাস, কাবাব, কাবার, কামাই, কামান, কামার, কামাল, কালাম, কাষায়, কাসার, কাহার, কাহাল, খাঁকার, খাটাল, খাটাশ, খাড়াই, খাদান, খাবার, খামার, খারাপ, খালাস, গাঁদাল, গামার, ঘাটাল, চাঁড়াল, চাগাড়, চাটাই, চাটান, চাটাল, চাতাল, চাপান, চামার, চালাক, চালান, ছাঁকাই, ছাঁটাই, ছাড়ান, ছাতার, ছাপাই, জাকাত, জাঙাল, জানান, জাপান, জামাই, জাহাজ, জাহান, ঝাঁপান, ঝাড়াই, ঝামাল, ঝালাই, টায়ার, ডাকাত, ডায়াল, ঢাকাই, ঢালাই, ঢালাও, তাঁহার, তাগাড়, তাতার, তাতাল, তাবাস, তামাক, তামাম, তালাই, তালাক, তালাশ, তাহাই, তাহার, থামাল, দাঁড়াশ, দাঁতাল, দামাল, দায়াদ, দালান, দালাল, ধামার, নাকাল, নাগাড়, নাগাদ, নাগাল, নাচার, নাটাই, নাদান, নানান, নাপাক, নাবাল, নামাজ, নারাচ, নারাজ, নারান, পাঁকাল, পাঁদাড়, পাঙাশ, পাচার, পাছাড়, পাঠান, পাতাল, পাথার, পালান, পাষাণ, পাহাড়, ফারাক, বাঁধাই, বাখান, বাগাড়, বাগান, বাগার, বাগাল, বাঙাল, বাচাট, বাচাল, বাছাই, বাছার, বাজার, বাতাস, বাথান, বাদাড়, বাদাম, বাদাল, বানান, বাবাঃ, বারাহ, বালাই, বালাম, বাহাই, বাহার, বাহাস, ভাঁড়ার, ভাগাড়, ভাতার, ভাদাল, ভানাই, ভায়াদ, ভালাই, ভাসান, মাকাল, মাচান, মাজার, মাটাম, মাড়াই, মাতাল, মাথাল, মাদার, মানান, মালাই, মালাম, যাচাই, রাকাত, রাখাল, রাজাই, রাডার, রানার, লাগাম, লাচার, লাটাই, শাটার, শাবান, শাবাশ, শালাজ, সাঁজাল, সাকার, সাঙাত, সাতাশ, সানাই, সাফাই, সাবাড়, সাবান, সামান, সামাল, সারাই, সালাত, সালাদ, সালাম, হাজাম, হাজার, হাবাত, হাবাস, হাভাত, হামাম, হায়াত, হারাম, হালাক, হালাল

তিন অক্ষর ২: অজানা, অনামা, অপালা, অভাগা, আকাঁড়া, আকামা, আগাঁথা, আগাছা, আঘাটা, আচালা, আছাঁকা, আছাঁটা, আছাড়া, আঝাড়া, আঝালা, আড়ানা, আঢাকা, আপাকা, আফাটা, আবাঁধা, আবাছা, আবাটা, আভাঙা, আমামা, আমাশা, আলাদা, ইঁদারা, ইজারা, ইশারা, ইহারা, উজালা, উতারা, উদারা, উপাড়া, এলাকা, ওয়াদা, ওয়ালা, কবালা, ঘরানা, জমানা, পতাকা, ফলানা, বলাকা, মরাঠা, শলাকা, সমাধা, হতাশা

তিন অক্ষর ৩: কাঁকড়া, কাঁচড়া, কাউয়া, কাওরা, কাজলা, কাটনা, কাটরা, কাতলা, কামদা, কামনা, কামরা, কামলা, কায়দা, কারফা, খাওয়া, খাগড়া, খাজনা, খানকা, খাপরা, খাবলা, খামচা, খালসা, গাঁইয়া, গাঁজলা, গাওনা, গাওয়া, গাছড়া, গাঢ়তা, গাবদা, গামছা, গামলা, ঘাউয়া, ঘাগরা, ঘাটলা, ঘাপলা, চাওয়া, চাকলা, চাঙড়া, চানকা, চাপড়া, চাবড়া, চামচা, চামড়া, চামসা, চারটা, চারণা, চারতা, চালতা, ছাঁকনা, ছাওয়া, ছাতরা, ছাতলা, ছানতা, ছাপরা, জাটকা, জানলা, জাপটা, জাবনা, জামড়া, জায়গা, ঝাঁকড়া, ঝাঁজরা, ঝাঁঝরা, ঝাটনা, ঝাপটা, ঝাপসা, ঝামটা, টাকরা, টাটকা, টায়রা, ডাইয়া, ডালনা, ঢাকনা, তাওয়া, তাড়কা, তাড়না, তারকা, থাপড়া, থাবড়া, দাইমা, দাওয়া, দাগড়া, দাদরা, দাবনা, দামড়া, দায়রা, ধাইমা, ধাওয়া, ধাবকা, ধারণা, নাইয়া, নাওয়া, নাগরা, নামতা, নালতা, নাশতা, পাঁচড়া, পাঁজরা, পাইকা, পাওনা, পাওয়া, পাখনা, পাখলা, পাগলা, পাছড়া, পাঠনা, পাতড়া, পাতনা, পাতলা, পাতশা, পানসা, পাবদা, পায়রা, পারণা, পালটা, পাসরা, ফাতনা, ফাতরা, ফাবড়া, ফায়দা, বাঁওয়া, বাংলা, বাইশা, বাউটা, বাউরা, বাওয়া, বাগড়া, বাগদা, বাজনা, বাজরা, বাটনা, বাদলা, বাফতা, বাবলা, বামনা, বায়না, বাসনা, বাহবা, ভাঁওতা, ভাইয়া, ভাগনা, ভাবনা, ভায়রা, মাইনা, মাওরা, মাকনা, মাগনা, মাজরা, মানদা, মামলা, মালসা, যাওয়া, যাতনা, রাংতা, রাজড়া, রামদা, রায়তা, লাবড়া, লালসা, শাপলা, শামলা, শারদা, সাধনা, সাপটা, সাবড়া, সারদা, হাওদা, হাওয়া, হাওলা, হাজরা, হাবড়া, হাবলা, হামলা, হালকা

চার অক্ষর ১: কাঁহাতক, কামানল, ছায়াকর, ছায়াঘন, ছায়ানট, ছায়াপথ, ছায়াময়, জাঁতাকল, জামানত, তাতারস, তারাপথ, দাবানল, ধারাজল, ধারাধর, নাবালক, নারায়ণ, পাকাশয়, পাটাতন, পাতামল, পাপাশয়, পারাবত, পারায়ণ, পারাশর, বাছাধন, বাতায়ন, বাতাহত, বাদাবন, বালাতপ, মাতামহ, মায়াময়, মায়ারথ, মালাউন, মালাকর, যাযাবর, রাঙাবউ, রাজাসন, রামায়ণ, শালাবউ, শাহাদত, সাধারণ, সাবালক, সারাংশ, সালামত, হাজামত, হাহারব

চার অক্ষর ২: অজাচার, অনাচার, অনাদায়, অনায়াস, অনাহার, অপাদান, আরাফাত, আশাবাদ, আশাবান, ইচামাছ, উপাদান, উপাধান, উপাহার, উষাকাল, একাকার, একাধার, একাহার, এজাহার, কদাকার, কদাচার, কদাহার, করাঘাত, কলাকার, কশাঘাত, গতায়াত, গদাঘাত, ঘটাকাশ, ছড়াকার, জটাজাল, জনাচার, জমাদার, জলাধার, জলাসার, তটাঘাত, তথাকার, তদাকার, দফাদার, দয়াবান, ধনাগার, ধনাধার, ধরাকাট, ধরাধাম, পটাবাস, পদাঘাত, ফলাহার, বলাধান, বলাসান, মজাদার, মরামাস, মহাকায়, মহাকাল, মহাকাশ, মহানাদ, মহাপাপ, মহাভাগ, মহাভাব, মহাযান, মহারাজ, যথাজাত, যথালাভ, রমানাথ, রসাভাষ, রসাভাস, রসালাপ, লতাপাশ, শবাধার, শরাঘাত, শরাবান, সদাচার, সদালাপ, সবাকার, সমাচার, সমাধান, সমাহার

চার অক্ষর ৩: অপভাষা, আটখানা, আটচালা, আড়কাঠা, আড়কালা, আড়গাড়া, আধসারা, আবছায়া, আমপারা, আলপাকা, আশকারা, উপধারা, উপভাষা, উপমাতা, উপশাখা, ঋণদাতা, একখানা, একগাছা, একগাদা, একচালা, একটানা, একতারা, একতালা, একহারা, কতকাটা, করদাতা, ঘনমালা, ঘরছাড়া, ছককাটা, ছকবাঁধা, জপমালা, জয়মালা, জলকাদা, জলঢাকা, জলধারা, জলহারা, ঝংকারা, তয়খানা, তরতাজা, তলবানা, দড়কাঁচা, দমফাটা, দরকাঁচা, দরমাহা, দলছাড়া, ধনদাতা, নজরানা, নরমালা, পথহারা, পদছায়া, পয়নালা, পরগাছা, পরচালা, ফয়সালা, বনমালা, বয়নামা, বররামা, ভবকারা, মওলানা, মনকাড়া, রংকানা, রওয়ানা, রসশালা, সংহারা, সবহারা, সরভাজা, হতভাগা

৪.১.৩ তিনটি আ-কার

তিন অক্ষর: কানাডা, কানাড়া, জানাজা, জানানা, জানালা, জামাতা, তাঁহারা, তাগাদা, তাছাড়া, তামাশা, তারানা, দামামা, নাকাড়া, নাগারা, পাখালা, পাজামা, পাড়াগাঁ, পাহারা, বাখানা, বাতাসা, বাহানা, যাঁহারা, সামানা, সাহানা

যুক্তবর্ণ: ছাত্রাবাস, মান্ধাতা, রাজাজ্ঞা (তালিকা অসম্পূর্ণ)

চার অক্ষর ১: কাঁচামাল, কাঁটাতার, কামাচার, কারাগার, কারাপাল, কারাবাস, কারাভান, কালাকাল, কালাচাঁদ, খানাজাদ, গালাগাল, চাষাবাদ, জাহাঁবাজ, ডায়াপার, তারানাথ, তারাপাত, থানাদার, দাগাদার, দাগাবাজ, দানাদার, ধারাপাত, ধারাসার, নাসাপান, পাঠাগার, পানাহার, পাপাচার, পারাপার, পারাবার, পালাগান, বাধাদান, বামাচার, মায়াজাল, মায়াপাশ, মায়াবাদ, মালাকার, মালাবার, মালামাল, যাতায়াত, রাঙাবাস, রাজাকার, রাধানাথ, লাগাতার, শামাদান, হাঁদারাম, হানাদার, হাহাকার

চার অক্ষর ২: আঁকাবাঁকা, আগামাথা, আধাসারা, আলাঝালা, উঠানামা, উষাবালা, ওঠানামা, গনাগাঁথা, ঘষামাজা, দয়ামায়া, ধরাবাঁধা, মরাহাজা, মহামায়া, মহারাজা, রফানামা, লতাপাতা

চার অক্ষর ৩: কাঠফাটা, কানকাটা, কানপাকা, কানফাটা, কানবালা, কাফফারা, কামরাঙা, কারখানা, কারবালা, খাঁজকাটা, খানসামা, খাপছাড়া, গাঁটকাটা, গাছপাঁঠা, গাছপালা, চাঁদমামা, চাঁদমালা, চাকভাঙা, চারখানা, চারচালা, চারপায়া, ছাইগাদা, ছাইচাপা, জাড়কাঁটা, ঝাঁকবাঁধা, টারবালা, ডালপালা, তাঁতশালা, তায়দাদা, তারকাঁটা, তালকানা, থাককাটা, দাঁতভাঙা, দায়সারা, নাককাটা, নাগমাতা, নামকাটা, নামজাদা, নামহারা, পাঁচসালা, পাঁয়তারা, পাঁশগাদা, পাকশালা, পাঠশালা, পাতগালা, পানশালা, পায়খানা, পায়জামা, পারঘাটা, বাঁশপাতা, বাগধারা, বাঘডাশা, বাটখারা, বাপদাদা, ভাঁজভাঙা, ভাবধারা, মাছরাঙা, মানতাসা, মারহাবা, মালকাছা, মালখানা, রাজনামা, রাজবালা, রাজভাষা, রাতকানা, রাতজাগা, লাউমাচা, শাকপাতা, শাহজাদা, সায়বানা, সারগাদা, হাড়পাকা, হাড়ভাঙা, হাতকাটা, হাতছাড়া, হাতপাখা, হাফহাতা, হালখাতা

চার অক্ষর ৪: কাগাবগা, কাছাধরা, কাহারবা, ছাতাধরা, ছাতাপড়া, ছানাবড়া, জাহাঁপনা, ধামাধরা, বাঁধাধরা, ভাঙাগড়া, মাজাঘষা, মাথাধরা, মায়াদয়া, সাদাকথা, হাঁটাচলা, হাজামজা

চার অক্ষর ৫: কানামাছি, খাটাখাটি, ঘাঁটাঘাঁটি, রাগারাগি, রাঙামাটি (তালিকা অসম্পূর্ণ)

পাঁচ অক্ষর: ইজারাদার, ইমামবাড়া, কপালমালা, কসাইখানা, কাঁটাচামচ, কাঙালপনা, কাজপাগলা, কাজলপাতা, কানঝাপটা, কানপাতলা, কামলালসা, কালামপাক, খাওয়াপরা, খাসকামরা, খাসখামার, গাছগাছড়া, গানবাজনা, চাকলাদার, ছাঁদনাতলা, জামাকাপড়, জায়নামাজ, জাহাজঘাট, ঝরনাধারা, টাকাপয়সা, টালখাওয়া, টালমাটাল, তারসানাই, তালবাখড়া, দাদামশায়, ধানমাড়াই, নবাবজাদা, নাতজামাই, পাঁড়মাতাল, পাওনাদার, পাগলপারা, বাঁধনছাড়া, বাজনাদার, বাজারজাত, বাদলগাথা, ভাঁওতাবাজ, ভাওয়াইয়া, ভারতমাতা, মামলাবাজ, মায়াকানন, মায়ামমতা, মাসকাবার, রাখালরাজ, রাজরাজড়া, রাধামাধব, রায়রায়ান, রাশপাতলা, রাশহালকা, লাঙলটানা, সরাইখানা, সাকারবাদ, সাবধানতা, সারাৎসার, হাওলাদার, হাতসাফাই, হাসপাতাল

ছয় অক্ষর: অসাধারণতা, অসাবধানতা, আকাশপাতাল, আগাপাছতলা, আগাপাশতলা, আনাচকানাচ, আলাইবালাই, আলাপসালাপ, ইজারামহাল, উৎসাহদাতা, উথালপাথাল, উপাসনাগার, একরারনামা, এবাদতখানা, ওকালতনামা, কলকারখানা, কাগজওয়ালা, ডাইনামাইট, ডায়মনকাটা, দাদামহাশয়, নওয়াবজাদা, পয়সাওয়ালা, পাগলাগারদ, বাদলহাওয়া, ভবপারাবার, মহাকাশযান, মানবতাবাদ, রামায়ণকার, রামায়ণগান, লাশকাটাঘর, সহকারশাখা, হাউমাউখাউ

৪.১.৪ চারটি আ-কার

চার অক্ষর: কাঁচাপাকা, কাঁদাকাটা, গাদাগাদা, চাকাচাকা, ছাপাখানা, ছায়াঢাকা, ছায়ামাখা, ঝাঁটাতারা, ঝালাপালা, টানাটানা, ডানাকাটা, ধামাচাপা, নাড়াচাড়া, ফালাফালা, বাঁধাছাঁদা, বাছাবাছা, বালাখানা, ভাষাহারা, ভাসাভাসা, রাঁধাবাড়া, সাদামাটা, সাদামাঠা, হাবাকালা

যুক্তবর্ণ: মায়াকান্না, মার্কামারা, রান্নাবাড়া, রান্নাবান্না (তালিকা অসম্পূর্ণ)

পাঁচ অক্ষর: কাঁচাবাজার, কাঁঠালচাঁপা, কাঙালখানা, কামারশালা, কালাপাহাড়, খাজনাখানা, চাপানসারা, জাহাজঘাটা, টাকাওয়ালা, টাঙাওয়ালা, টালবাহানা, তালবাহানা, তালাকনামা, দাওয়াখানা, পাতাবাহার, পায়রাচাঁদা, পাহারাদার, মাথাওয়ালা, মাথাখারাপ, মাথাপাগলা, লাগামছাড়া, সাদাচামড়া, সাদাসাপটা, হারামজাদা

ছয় অক্ষর: খাওয়াদাওয়া, খাবারদাবার, চাওয়াপাওয়া, ঝাঁকড়ামাকড়া, ঝাড়াইবাছাই, ধানাইপানাই, নাওয়াখাওয়া, বাজনাওয়ালা, বাদশাহজাদা

৪.১.৫ পাঁচটি আ-কার

কাড়ানাকাড়া, দাঙ্গাহাঙ্গামা, পাহারাওয়ালা

৪.২। ই-কার (ি) যোগে শব্দ তৈরি:

৪.২.১ একটি ই-কার

এক অক্ষর: কি, ঘি, চিঁ, ছি, ঝি, নি, ফি, রি

দুই বর্ণ শেষেরটা কারহীন: কিণ, কিল, খিল, গিম, ঘিন, চিক, চিট, চিড়, চিত, চিৎ, চিন, চির, চিল, ছিট, ছিপ, ছিল, জিউ, জিত, জিদ, জিন, জিপ, জিব, জিভ, জিল, জিহ, ঝিম, ঝিল, টিট, টিন, টিপ, টিম, ঠিক, ডিন, ডিম, ডিশ, ঢিট, ঢিপ, ঢিল, তিত, তিন, তির, তিল, থির, দিই, দিক, দিঠ, দিত, দিন, দিল, ধিক, নিঃ, নিক, নিজ, নিট, নিত, নিদ, নিব, নিম, পিক, পিচ, পিছ, পিট, পিঠ, পিত, পিন, পির, পিল, ফিক, ফিট, বিএ, বিট, বিন, বিম, বিল, বিশ, বিষ, বিস, ভিখ, ভিড়, ভিত, ভিন, ভিল, মিউ, মিট, মিড়, মিত, মিথ, মিল, মিশ, মিস, রিট, রিম, রিল, রিষ, লিক, লিগ, লিজ, শিং, শিক, শিখ, শিব, শিম, শির, শিল, শিষ, শিস, সিজ, সিট, সিত, সিম, সিল, হিং, হিত, হিম, হিল

দুই অক্ষর চন্দ্রবিন্দু ও প্রথম ই-কার: খিঁচ, গিঁট, ঝিঁক, বিঁধ, সিঁধ

দুই অক্ষর প্রথমটা কারহীন: অছি, অতি, অধি, অভি, অয়ি, অরি, অলি, অসি, অহি, আজি, আড়ি, আদি, আধি, আনি, আমি, আলি, আশি, ইতি, ইদি, ইনি, ইরি, ঈতি, ঈদি, উকি, উড়ি, উনি, ঊঢ়ি, ঊতি, ঋতি, ঋষি, এটি, ওকি, ওহি, কচি, কটি, কড়ি, কণি, কপি, কফি, কবি, কমি, কলি, কষি, খড়ি, খতি, খদি, খনি, খলি, গতি, গদি, গলি, ঘটি, ঘড়ি, ঘসি, চটি, চলি, ছড়ি, ছবি, জনি, জমি, জরি, টকি, টফি, ঠগি, ডগি, ঢঙি, তমি, তরি, থলি, দড়ি, দধি, দরি, দশি, ধটি, ধড়ি, ধনি, নড়ি, নতি, নথি, ননি, নবি, নরি, নলি, নহি, পটি, পতি, পরি, পলি, ফলি, বগি, বটি, বড়ি, বমি, বলি, বহি, ভবি, ভরি, মড়ি, মণি, মতি, মমি, মসি, মহি, যতি, যদি, রতি, রবি, রশি, লগি, লতি, লরি, শচি, শটি, শনি, শমি, শলি, সরি, সহি, হকি, হবি, হরি

দুই অক্ষর চন্দ্রবিন্দু ও শেষে ই-কার: আঁখি, আঁজি, আঁটি, আঁধি, উঁকি, বঁটি

বিবিধ: আলপিন, একটি, ওষধি, ঔষধি, কিশলয়, কিসমত, খতিব, খবরদারি, খরিদ, গণিত, গরমিল, গরিব, গলিত, ঘনবসতি (তালিকা অসম্পূর্ণ)

৪.২.২ দুটি ই-কার

দিত্ব: টিটি, ঢিঢি, তিতি, দিদি, বিবি, মিমি, রিরি, শিশি, হিহি

দুই অক্ষর: খিলি, গিনি, গিরি, চিঁচিঁ, চিঁহি, চিঠি, চিতি, চিনি, ছিপি, ছিরি, জিদি, ঝিঁঝি, টিকি, টিটি, টিবি, টিভি, ঠিলি, ডিঙি, ডিহি, ঢিঢি, ঢিপি, ঢিবি, তিতি, তিথি, তিনি, তিমি, তিরি, তিলি, তিসি, দিঘি, দিঠি, দিতি, দিদি, দিধি, দিশি, নিতি, নিধি, নিশি, পিঁড়ি, পিসি, বিকি, বিচি, বিড়ি, বিধি, বিনি, বিবি, বিলি, বিহি, মিতি, মিনি, মিশি, মিহি, যিনি, রিরি, লিকি, লিপি, শিঙি, শিতি, শিনি, শিশি, সিঁড়ি, সিঁথি, সিকি, সিটি, সিডি, সিতি, হিহি

তিন অক্ষর ১: কিরিচ, কিসিম, গিরিশ, গিলিত, চিড়িক, চিলিক, ছিলিম, জিকির, জিনিস, ঝিঁঝিট, ঝিমিক, ঝিলিক, টিকিট, টিকিন, টিটিই, টিফিন, ডিজিট, তিড়িং, তিতির, তিনিশ, তিমিত, তিমির, তিরিশ, থিসিস, দিতিজ, নিখিল, নিবিড়, নিমিখ, নিমিত, নিমিষ, নিরিখ, নিশিত, নিহিত, পিদিম, পিরিচ, পিরিত, পিশিত, পিহিত, ফিকির, ফিনিক, বিচিত, বিজিত, বিদিক, বিদিত, বিপিন, বিবিধ, বিশিখ, বিষিত, বিহিত, ভিজিট, মিটিং, মিনিট, মিলিত, মিহির, রিজিক, রিপিট, রিলিফ, লিখিত, লিরিক, শিথিল, শিবির, শিরিন, শিরিস, শিশির, সিজিল, সিভিল, সিরিশ, সিলিং, হিড়িক

তিন অক্ষর ২: অতিথি, অদিতি, অবিধি, আমিনি, আমিরি, ইসিজি, ওড়িশি, কমিটি, খতিবি, গরিবি, ঝটিতি, নটিনি, নবিশি, পরিধি, ফকিরি, শরিকি, সমিতি

তিন অক্ষর ৩: কিডনি, কিশতি, খিড়কি, খিমচি, গিলটি, চিংড়ি, চিমটি, চিমনি, ঝিউড়ি, টিকলি, ঢিপনি, তিতলি, থিওরি, নিছনি, নিমকি, নিমঘি, নিয়তি, পিউড়ি, পিগমি, পিটনি, ফিনকি, ফিরতি, ফিরনি, বিউনি, বিউলি, বিজনি, বিজলি, বিততি, বিদরি, বিনতি, বিপণি, বিমতি, বিরতি, বিহতি, ভিরমি, মিছরি, মিনতি, শিউলি, শিকনি, শিকলি, শিরনি, সিউলি, হিজরি

চার অক্ষর ১: গিরিতল, গিরিপথ, গিরিবর, চিড়িতন, চিপিটক, জিপিএস, ডিভিশন, ঢিঢিরব, বিকিরণ, বিনিময়, বিলিখন, বিলিয়ন, বিহিতক, লিপিকর

চার অক্ষর ২: অনিবিড়, অনিমিখ, অনিমিষ, অবিহিত, অভিজিৎ, অভিহিত, অরিজিৎ, অলিখিত, অশিথিল, পরিচিত, পরিমিত, পরিহিত, পলিথিন

চার অক্ষর ৩: অপচিতি, উপগিরি, উপচিতি, উপবিধি, উপমিতি, গজগিরি, গরবিনি, জজগিরি, জলনিধি, জলপিঁড়ি, জলপিপি, তপশিলি, দশদিশি, ননদিনি, ফটকিরি, বউদিদি, বটকিরি, রজকিনি, ষড়রিপি, সংবিধি

৪.২.৩ তিনটি ই-কার

তিন অক্ষর: জিলিপি, ঝিমিকি, টিকিরি, পিরিতি, বিকিনি, বিলিতি, ভিখিরি

যুক্তবর্ণ: কিঙ্কিণি, তিরিক্ষি, নিরিন্দ্রিয়, ফিরিঙ্গি, ফিরিস্তি, বিবিক্তি, শিঞ্জিনিকা (তালিকা অসম্পূর্ণ)

চার অক্ষর: আতিবিতি, খিচখিচি, খিচমিচি, গতিবিধি, গিটকিরি, গিরগিটি, গিরিদরি, ছিটকিনি, ঝিনঝিনি, ঝিলমিলি, টিকটিকি, টিটকিরি, দিদিমণি, দিনলিপি, নিশিদিন, পরিচিতি, পরিমিতি, ফিটকিরি, বিকিরিত, বিনিমিত, বিলিখিত, রিফিউজি, সিফিলিস, হিমগিরি

চার অক্ষর ২: বিরিয়ানি

ফলাযুক্ত: প্রতিনিধি, প্রতিলিপি (তালিকা অসম্পূর্ণ)

পাঁচ ও ততোধিক অক্ষর: কমিউনিটি, চিকিৎসিত, চিরপরিচিত, পরিলিখিত, বিপরিণতি

৪.২.৪ চারটি ই-কার

চার অক্ষর: কিচিমিচি, কিটিমিটি, কিড়িমিড়ি, খিটিমিটি, ঘিচিঘিচি, ঘিচিমিচি, চিকিমিকি, ছিনিমিনি, ঝিকিমিকি, ঝিনিঝিনি, ঝিলিমিলি, টিপিটিপি, ডিমিডিমি, দিশিদিশি, ধিকিধিকি, নিরিবিলি, নিশিদিশি, বিকিকিনি, বিধিলিপি, মিছিমিছি, মিটিমিটি, রিনিঝিনি, রিমিঝিমি, হিজিবিজি

যুক্তবর্ণ: বিতিকিচ্ছি (তালিকা অসম্পূর্ণ)

পাঁচ অক্ষর: অপিনিহিতি, কিচিমিচির, বিধিনিহিত

৪.২.৫ পাঁচটি ও ছয়টি ই-কার

ঝিনিকিঝিনি, রিনিকিঝিনিকি, বিতিকিচ্ছিরি

৪.৩। ঈ-কার (ী) যুক্ত শব্দ:

৪.৩.১ একটি ঈ-কার

দুই বর্ণ শেষেরটা কারহীন: কীট, কীল, গীঃ, গীত, চীন, চীর, জীব, তীর, দীন, দীপ, ধীত, ধীর, নীচ, নীড়, নীপ, নীর, নীল, পীঠ, পীন, বীজ, বীত, বীর, ভীত, ভীম, মীন, রীত, লীঢ়, লীন, শীত, শীল, হীন

দুই অক্ষ প্রথমটা কারহীন: অভী, আশী, ঋণী, করী, গবী, জটী, জয়ী, তটী, দমী, ধনী, নখী, নটী, নদী, নবী, ফণী, বটী, বলী, বশী, যমী, রথী, রদী, শমী, শশী, সখী, সতী, হয়ী, হলী

তিন অক্ষর ১: কীচক, কীলক, গীতল, চীবর, জীবক, জীবৎ, জীবন, জীরক, তীবর, তীয়র, দীপক, দীপন, ধীবর, নীরত, নীরব, নীরস, পীড়ক, পীড়ন, পীনস, পীবর, পীয়ল, বীজক, বীজন, বীরণ, ভীষণ, মীলন, শীকর, শীতল, শীলন, সীবন, হীরক

তিন অক্ষর ২: অগীত, অজীব, অতীত, অতীব, অধীত, অধীন, অধীর, অধীশ, অনীক, অনীত, অনীশ, অনীহ, অপীন, অবীর, অভীক, অলীক, অশীল, আজীব, আনীত, আনীল, আপীন, আভীর, আলীঢ়, আলীন, আসীন, উশীর, এশীয়, ঐষীক, ঔশীর, করীষ, গতীয়, গভীর, জলীয়, তদীয়, দধীচ, দলীয়, নদীজ, নবীন, পরীত, মদীয়, মনীশ, মহীশ, শচীশ, শরীর, সজীব, সটীক, সতীশ, সবীজ, সমীপ, সমীর, সলীল, সসীম

তিন অক্ষর ৩: অংশী, অঋণী, অতসী, অবলী, অসতী, আকরী, উদরী, উফশী, উরগী, উষসী, এষণী, কদলী, কপটী, কবরী, করবী, করভী, গরবী, জগতী, জননী, তপতী, দংশী, দলনী, দশমী, ধবলী, নবনী, নবমী, ফলকী, বংশী, ভরণী, মথনী, মহতী, যবনী, রদনী, রমণী, শকলী, শবলী, সরসী, হতধী, হবনী

৪.৩.২ দুটি ঈ-কার

অধীতী, অশরীরী, উদীচী, উদীচীন, উপজীবী, উপবীতী, কনীয়সী, কিরীটী, চিরজীবী, জীবনী, জীবলীলা, তীক্ষ্ণধী, তীরবর্তী, তীর্থবাসী, তীর্থযাত্রী, দীক্ষণীয়, দীক্ষার্থী, দীনহীন, দীপনীয়, দ্বীপবাসী, দ্বীপী, ধীবরী, ধীমতী, নিশীথিনী, পটীয়সী, পরজীবী, পরীক্ষণীয়, পরীক্ষাধীন, পরীক্ষার্থী, পাপীয়সী, পীড়াপীড়ি, পেশাজীবী, প্রতীকী, প্রতীচী, প্রতীচীন, বংশীধারী, বর্ষীয়সী, বলীয়সী, বীক্ষণীয়, বীরাচারী, ভাগীরথী, মনীষী, মহীয়সী, মীনাক্ষী, মীনাণ্ডী, যাত্রীবাহী, রীতিনীতি, লীলাবতী, লীলাময়ী, শরীরী, শ্রীখণ্ডী, শ্রীমতী, শ্রীময়ী, শ্রীহীন, সন্দীপনী, সমীচীন, সিনীবালী, সীবনী, সীমন্তী, সীমাহীন, হরীতকী

৪.৩.৩ তিনটি ঈ-কার

কুসীদজীবী, ক্ষীণজীবী, দীর্ঘজীবিনী, দীর্ঘজীবী

৪.৪। উ-কার (ু) যুক্ত শব্দ:

৪.৪.১ একটি উ-কার

এক অক্ষর: ঢু, ঢুঁ

দুই বর্ণ শেষেরটা কারহীন: কুল, খুদ, খুন, খুব, খুর, গুড়, গুণ, ঘুণ, ঘুম, ঘুস (ঘুষ), চুন, চুপ, চুল, জুন, জুম, জুস, ঝুল, টুল, ডুব, তুষ, দুই, দুখ, দুধ, দুল, ফুল, ভুল, সুখ

দুই অক্ষর প্রথমটা কারহীন: আয়ু, আলু, ঊরু, ঋজু, ঋতু, ওজু, কচু, কটু, গরু, তনু, তবু, তরু, মরু, সরু

চন্দ্রবিন্দু: জুঁই, খুঁত, তুঁত

অন্যান্য: একটু, কুনজর, গলুই, গুজব, গুণফল, গুণময়, ঘুড়ি, ঘুসি

৪.৪.২ দুটি উ-কার

দিত্ব: ঘুঘু, জুজু, ঢুঢু, থুথু, নুনু, ফুফু, বুবু, রুরু, হুহু

দুই অক্ষর: কুহু, খুকু, গুরু, চুমু, জুলু, থুতু, পুরু, শুরু

তিন অক্ষর: কুকুর, কুঠুরি, কুসুম, খুশবু, ঘুঙুর, চুমুক, জুলুম, ঝুমুর, ডুমুর, তুমুল, তুরুপ, দুপুর

৪.৪.৩ তিনটি উ-কার

কাতুকুতু, কুহুমুখ, বুভুক্ষু, হাবুডুবু

৪.৪.৪ চারটি উ-কার

চার অক্ষর: গুরুগুরু, ঝুমুঝুমু, ঝুরুঝুরু, ডুবুডুবু, ঢুলুঢুলু, দুরুদুরু

৪.৫। ঊ-কার (ূ) যুক্ত শব্দসমূহ:

৪.৫.১ একটি ঊ-কার

এক অক্ষর: ভূ, সূ

দুই অক্ষর ১: কূট, কূপ, কূল, গূঢ়, চূত, জূট, তূণ, দূত, দূন, দূর, ধূপ, ধূম, পূগ, পূত, পূপ, পূর, ভূত, ভূপ, ভূম, ভূয়, মূক, মূঢ়, মূল, মূষ, যূথ, যূপ, যূষ, রূঢ়, রূপ, শূক, শূর, শূল, সূত, সূপ, সূর, হূত

দুই অক্ষর ২: চূড়া, দূরে, ধূলি, পূজা, পূতি, পূষা, ভূতি, ভূমা, ভূমি, ভূরি, ভূষা, মূলা, মূলী, যূকা, যূথী, যূনী, রূঢ়ি, রূপী, লূতা, শূলী, সূচি, সূতি, সূনা, সূনু, সূরি, সূরী, হূতি

দুই অক্ষর ৩: কণ্ডূ, চমূ, বধূ, শ্বশ্রূ

তিন অক্ষর ১: কূচিকা, কূজন, কূজিত, কূটজ, চূষিত, তূণীর, তূবর, দূতালি, দূরগ, দূরত, দূরতা, দূষক, দূষণ, দূষিত, ধূপন, ধূপিত, ধূমল, ধূমাভ, ধূমিকা, ধূমিত, নূতন, নূপুর, পূজক, পূজন, পূজারি, পূজিত, পূতনা, পূতিকা, পূরক, পূরণ, পূরবী, পূরিত, পূষন, ভূগোল, ভূচর, ভূতল, ভূতুড়ে, ভূদেব, ভূধর, ভূপতি, ভূপাল, ভূপালি, ভূভাগ, ভূভৃৎ, ভূমিকা, ভূমিজ, ভূয়সী, ভূরিশ, ভূলোক, ভূষণ, ভূষিত, মূলক, মূলজ, মূলত, মূলদ, মূষিক, মূসক, যূথিকা, রূঢ়তা, রূপক, রূপজ, রূপণ, রূপসি, রূপিত, শূকর, শূলিনী, সূচক, সূচন, সূচনা, সূচিকা, সূচিত, সূতক, সূতিকা, সূদন, সূনৃত

তিন অক্ষর ৩: অধিভূ, অনুভূ, অপভূ, খলপূ, পদ্মভূ, পুনর্ভূ, প্রতিভূ, বামোরূ, মনোভূ, মরুভূ, যবাগূ, সরযূ,

৪.৬। ঋ-কার (ৃ) যুক্ত শব্দসমূহ:

৪.৬.১ একটি ঋ-কার

এক অক্ষর: নৃ

দুই অক্ষর ১: কৃত, কৃপ, কৃশ, গৃহ, ঘৃত, তৃণ, দৃক্, দৃঢ়, ধৃত, নৃপ, বৃক, বৃত, বৃষ, ভৃত, মৃগ, মৃড়, মৃত, মৃৎ, সৃক, সৃত, হৃত, হৃৎ, হৃদ

দুই অক্ষর ২: কৃতি, কৃতী, কৃপা, কৃমি, কৃষি, গৃহী, ঘৃণা, তৃষা, ধৃতি, নৃতি, পৃথা, পৃথু, বৃতি, বৃথা, ভৃগু, ভৃতি, ভৃমি, মৃগী, মৃদু, সৃজা, সৃতি, হৃতি, হৃদি

দুই অক্ষর ৩: ধাতৃ, পিতৃ, ভ্রাতৃ, মাতৃ

দুই অক্ষর যুক্তবর্ণ: কৃচ্ছ্র, কৃত্ত, কৃত্তি, কৃত্য, কৃত্যা, কৃষ্ট, কৃষ্টি, কৃষ্ণ, কৃষ্য, গৃধ্র, গৃহ্য, ঘৃণ্য, ঘৃষ্ট, তৃপ্ত, তৃপ্তি, তৃষ্ণা, তৃষ্য, দৃপ্ত, দৃপ্য, দৃপ্র, দৃশ্য, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টে, ধৃষ্ট, ধৃষ্য, নৃত্য, পৃক্ত, পৃক্তি, পৃচ্ছা, পৃথ্বী, পৃশ্নি, পৃষ্ট, পৃষ্ঠ, পৃষ্ঠা, বৃক্ক, বৃক্ষ, বৃত্ত, বৃত্তি, বৃত্য, বৃত্র, বৃদ্ধ, বৃদ্ধি, বৃন্ত, বৃন্দ, বৃন্দা, বৃষ্টি, বৃষ্ণি, বৃষ্য, ভর্তৃ, ভৃঙ্গ, ভৃঙ্গি, ভৃত্য, ভৃষ্ট, মৃত্যু, শৃঙ্গ, শৃঙ্গী, সৃক্ক, সৃষ্ট, সৃষ্টি, স্পৃশ্য, স্পৃষ্ট, স্পৃষ্টি, স্পৃহা, স্মৃত, স্মৃতি, হৃদ্য, হৃষ্ট

তিন অক্ষর ১: কৃতক, কৃতধী, কৃপণ, কৃপাণ, কৃপালু, কৃপীট, কৃমিজ, কৃমিল, কৃশর, কৃশলা, কৃশানু, কৃষক, কৃষান, কৃষানি, কৃষানি, কৃষিজ, গৃধিনী, গৃহজ, গৃহিণী, গৃহীত, ঘৃণিত, ঘৃতাচী, তৃণাদ, তৃতীয়, তৃতীয়া, তৃষালু, তৃষিত, দৃঢ়তা, নৃপতি, নৃমণি, নৃলোক, পৃথক, পৃথিবী, পৃথুল, পৃষতী, বৃষভ, বৃষল, বৃষলী, বৃহৎ, বৃহতী, ভৃতক, মৃগয়া, মৃগেল, মৃড়ানী, মৃণাল, মৃতক, মৃদুতা, মৃদুল, মৃদুলা, শৃগাল, শৃগালী, সৃজক, সৃজন, সৃজিত, হৃদয়, হৃষিত, হৃষিতা, হৃষীক

তিন অক্ষর ২: কৃতঘ্ন, কৃতজ্ঞ, কৃতত্মা, কৃৎস্ন, কৃতান্ত, কৃতার্থ, কৃতাস্ত্র, কৃতিত্ব, কৃত্তিক, কৃত্তিকা, কৃত্যক, কৃত্রিম, কৃদন্ত, কৃন্তন, কৃশাঙ্গ, গৃঞ্জন, জৃম্ভণ, তৃষার্ত, তৃষ্ণার্ত, দৃষ্টান্ত, ধৃষ্টতা, নৃতত্ত্ব, বৃত্তান্ত, বৃত্রারি, বৃন্দার, বৃশ্চিক, বৃহত্ব, ভৃঙ্গার, ভৃষ্টান্ন, মৃত্তিকা, মৃদঙ্গ, মৃন্ময়, শৃঙ্খল, শৃঙ্খলা, শৃঙ্গার, সৃক্কণ, সৃক্কণী, সৃসজ্জ, সৃসজ্জা, হৃদ্যতা

তিন অক্ষর ৩: অদৃশ্য, অদৃষ্ট, অধৃষ্ট, অনৃণী, অনৃত, অমৃত, অসৃক্, আকৃতি, আকৃষ্ট, আদৃত, আধৃত, আনৃণ্য, আবৃত, আবৃতি, আবৃত্ত, আবৃত্তি, আমৃত্যু, আহৃত, ঈদৃক, ঈদৃশ, উদ্ধৃত, উদ্ধৃতি, কর্তৃক, কর্তৃত্ব, কীদৃক্, কীদৃশ, জিঘৃক্ষা, তাদৃশ, ত্বাদৃক, ত্বাদৃশ, দাতৃত্ব, দিদৃক্ষা, দুর্বৃত্ত, দুর্বৃত্তি, দুর্হৃদ, দুষ্কৃত, দুষ্কৃতি, নিকৃত, নিকৃতি, নিকৃত্ত, নিকৃষ্টি, নিবৃত, নিবৃত্ত, নিবৃত্তি, নিভৃত, নির্বৃতি, নিষ্কৃত, নিষ্কৃতি, নিসৃষ্ট, নিস্পৃহ, নেতৃত্ব, পৈতৃক, প্রকৃত, প্রকৃতি, প্রকৃষ্ট, প্রদৃপ্ত, প্রবৃত্ত, প্রবৃত্তি, প্রবৃদ্ধ, প্রভৃতি, প্রসৃত, প্রসৃতি, প্রহৃত, প্রহৃষ্ট, প্রাকৃত, প্রাবৃট, প্রাবৃত, প্রাবৃতি, প্রাবৃষ, বক্তৃতা, বিকৃত, বিকৃতি, বিকৃষ্ট, বিধৃত, বিধৃতি, বিবৃত, বিবৃতি, বিবৃত্ত, বিবৃত্তি, বিবৃদ্ধ, বিবৃদ্ধি, বিমৃষ্ট, বিসৃত, বিসৃষ্ট, বিস্তৃত, বিস্তৃতি, বিস্মৃত, বিস্মৃতি, বৈকৃত, বৈধৃতি, ব্যাকৃতি, ব্যাপৃত, ব্যাপৃতি, ব্যাবৃত্ত, ব্যাবৃত্তি, ব্যাহৃত, ব্যাহৃতি, ভূপৃষ্ঠ, ভূভৃৎ, ভ্রাতৃত্ব, মসৃণ, মাতৃক, মাতৃকা, মাতৃত্ব, মাদৃশ, যকৃৎ, যদৃচ্ছা, যাদৃশ, সকৃৎ, সঘৃণ, সঘৃত, সতৃণ, সতৃষ্ণ, সদৃশ, সমৃদ্ধ, সমৃদ্ধি, সম্পৃক্ত, সম্পৃক্তি, সস্পৃহ, সাদৃশ্য, সিসৃক্ষা, সিসৃক্ষু, সুকৃত, সুকৃৎ, সুকৃতি, সুকৃতী, সুকৃত্য, সুহৃৎ, সুহৃদ, সূনৃত, সৌহৃদ্য, স্বকৃত, স্বগৃহ, স্বীকৃত, স্বীকৃতি

বিবিধ: অধিকৃত, অনুসৃত, অন্যভৃত, অন্যভৃৎ, অপসৃত, অপহৃত, অবসৃত, অবহৃত, অবিমৃশ্য, অব্যাকৃত, অলংকৃত, আবিষ্কৃত, ইতিবৃত্ত, উচ্ছৃঙ্খল, উৎকৃষ্ট, উৎসৃষ্ট, উদাহৃত, উদ্‌বৃত্ত, উপকৃত, উপবৃত্ত, উপসংহৃত, উপসৃষ্ট, উপহৃত, উপাহৃত, ঋতানৃত, একীকৃত, কর্তৃপক্ষ, কর্তৃবর্গ, কষ্টেসৃষ্টে, কৃকলাস, কৃতকর্মা, কৃতকার্য, কৃততীর্থ, কৃতদার, কৃতদাস, কৃতদাসী, কৃতাঞ্জলি, কৃত্তিবাস, ক্ষিতিভৃৎ, ক্ষুধানিবৃত্তি, গর্ভগৃহ, গৃহযুদ্ধ, গৃহিণীপনা, ঘৃতকুমারী, চক্রবৃদ্ধি, চমৎকৃত, চিরসুহৃৎ, চুচুকৃতি, জীবন্মৃত, ঝংকৃত, ঝংকৃতি, তনুভৃৎ, তমসাবৃত, তরলীকৃত, তিরস্কৃত, দীর্ঘাকৃতি, দুষ্কৃতকারী, দূরীকৃত, ধিক্কৃত, নদীমাতৃক, নমস্কৃত, নলাকৃতি, নিঃসৃত, নিঃস্পৃহ, নিস্পৃহতা, নৃশংস, পথিকৃৎ, পরভৃত, পরভৃৎ, পরিপৃক্ত, পরিবৃত, পরিভৃতি, পরিষ্কৃত, পরিহৃত, পুরস্কৃত, পৃষোদর, পৃষ্ঠপোষক, প্রকৃতিস্থ, প্রতিকৃতি, প্রতিসৃত, প্রত্যাবৃত্ত, প্রত্যাহৃত, প্রত্যুপকৃত, প্রবৃদ্ধকোণ, প্রাকৃতিক, বলদৃপ্ত, বশীকৃত, বহিষ্কৃত, বিজৃম্ভণ, বিশৃঙ্খল, বিশৃঙ্খলা, বৃংহণ, বৃংহিত, বৃদ্ধস্য, বৃদ্ধাঙ্গুলি, বৃন্দাবন, বৃষস্কন্ধ, বৃষ্টিপাত, বৃহত্তম, বৃহত্তর, বৃহদন্ত্র, বৃহদায়তন, বৃহন্নলা, বৃহস্পতি, ব্যবহৃত, মনস্তৃপ্তি, মনোবৃত্তি, মাতৃভাষা, মাতৃভূমি, মৃৎপাত্র, মৃদঙ্গার, মৃদমদ, শশভৃৎ, শশশৃঙ্গ, শেষকৃত্য, শ্রোতৃবর্গ, শ্রোতৃমণ্ডলী, সংগৃহীত, সংঘৃষ্ট, সংপৃক্ত, সংবৃত, সংবৃতি, সংবৃত্ত, সংবৃত্তি, সংসৃত, সংসৃতি, সংসৃষ্ট, সংসৃষ্টি, সংস্কৃত, সংস্কৃতি, সংস্পৃষ্ট, সংহৃত, সংহৃতি, সংহৃষ্ট, সৎকৃত, সৎকৃতি, সদবৃত্তি, সমাদৃত, সমাহৃত, সরীসৃপ, সর্বাদৃত, সহৃদয়, সাংস্কৃতিক, স্বয়ংকৃত, হলভৃৎ, হুংকৃত, হুংকৃতি, হৃৎপতি, হৃৎপদ্ম, হৃৎপিণ্ড, হৃৎশূল, হৃতসম্মান, হৃদযন্ত্র

৪.৬.২ দুইটি ঋ-কার

কৃতকৃত্য, কৃত্যাকৃত্য, কৃপাদৃষ্টি, গৃহভৃত্য, দৃষ্টিকৃপণ, পিতৃকৃত্য, পিতৃগৃহ, পৃথককৃত, সৃবৃষ্টি, হৃদয়বৃত্তি

৪.৭। এ-কার (ে) দিয়ে শব্দ তৈরি:

৪.৭.১ একটি এ-কার

দুই অক্ষর শেষেরটি কারহীন: কেউ, কেশ, কেস, কেহ, খেত, খেদ, খেল, গেট, গেল, ঘেউ, চেক, জেট, জের, জেল, ঠেস, ডেক, ঢেউ, ঢের, তেজ, তেল, দেব, দেশ, দেহ, পেশ, বেশ, মেঘ

দুই অক্ষর প্রথমটা কারহীন: আগে, তবে, থলে

বিবিধ: আলেম, কেতন, কেবল, কেমন, কেমনতর, কেশর, খয়ের, খসখসে, খেচর, খেদমত, গবেষক, দেবর

৪.৭.২ দুটি এ-কার

দুই অক্ষর: খেটে, চেয়ে, ছেলে, জেলে, থেকে, বেঁটে, বেটে, বেদে, বেনে, বেলে, মেঝে, মেয়ে

তিন অক্ষর: গেজেট

৪.৭.৩ তিনটি এ-কার

তিন অক্ষর: বেড়েছে

অন্যান্য: এলেবেলে, ঘষেমেজে, ছেলেবেলা

৪.৭.৪ চারটি এ-কার

চার অক্ষর: ছেলেমেয়ে, তেড়েমেরে

৪.৮। ঐ-কার (ৈ) দ্বারা শব্দ তৈরি:

এক অক্ষর: কৈ, নৈ

দুই অক্ষর: ক্লৈব্য, চৈত, চৈতি, চৈত্ত, চৈত্র, চৈন, জৈন, জৈব, জ্যৈষ্ঠ, তৈক্ষ্ণ্য, তৈরি, তৈল, তৈষী, দৈত্য, দৈন, দৈন্য, দৈব, দৈর্ঘ্য, দ্বৈত, দ্বৈধ, দ্বৈপ, ধৈর্য, নৈশ, পৈছা, পৈত্ত, বৈণ, বৈদ্য, বৈধ, বৈর, বৈরী, বৈশ্য, বৈশ্যা, ভৈক্ষ, ভৈক্ষ্য, ভৈমী, মাভৈ, মৈত্র, মৈত্রী, লৈঙ্গ, শনৈ, শৈত্য, শৈব, শৈল, শৈলী, শ্বৈত্য, সৈন্য, স্তৈন, স্ত্রৈণ, স্থৈর্য, স্বৈর, হৈম

তিন অক্ষর: অনৈক্য, একৈক, কৈন্দ্রিক, কৈবর্ত, কৈবল্য, কৈলাস, কৈশিক, কৈশোর, ক্ষৈরেয়, গৈরিক, গ্রৈষ্মিক, চৈতন্য, চৈতালি, চৈনিক, জনৈক, তথৈব, তৈজস, তৈয়ার, ত্রৈগুণ্য, ত্রৈবিদ্য, ত্রৈবিধ্য, ত্রৈলঙ্গ, ত্রৈলোক্য, দৈনিক, দৈহিক, দ্বৈরথ, ধৈবত, নৈকট্য, নৈকষ্য, নৈগম, নৈতিক, নৈত্যিক, নৈদাঘ, নৈদান, নৈপুণ্য, নৈবচ, নৈবেদ্য, নৈমিষ, নৈরাজ্য, নৈরাশ, নৈর্ঋত, নৈর্গুণ্য, নৈষধ, নৈষাদ, নৈষ্কর্ম, নৈষ্ঠিক, পৈতৃক, পৈত্তিক, পৈলব, পৈশাচ, পৈশুন, বৈকল্য, বৈকাল, বৈকুণ্ঠ, বৈকৃত, বৈক্লব্য, বৈগুণ্য, বৈচিত্ত্য, বৈচিত্র্য, বৈজাত্য, বৈঠক, বৈড়াল, বৈতস, বৈতান, বৈদগ্ধ্য, বৈদর্ভ, বৈদিক, বৈদুষ্য, বৈদূর্য, বৈদেহ, বৈধব্য, বৈধর্ম্য, বৈধৃতি, বৈধেয়, বৈপিত্র, বৈফল্য, বৈবর্ণ্য, বৈভব, বৈভিন্ন্য, বৈমাত্র, বৈয়াঘ্র, বৈয়াম, বৈরাগ, বৈরাগ্য, বৈরাট, বৈরিতা, বৈরূপ্য, বৈশাখ, বৈশাখী, বৈশালী, বৈশিষ্ট্য, বৈশ্বিক, বৈষম্য, বৈষ্ণব, বৈসাবি, ভৈরব, ভৈষজ, মতৈক্য, মৈথিল, মৈথুন, মৈনাক, রৈখিক, লৈখিক, শৈথিল্য, শৈবাল, শৈল্পিক, শৈশব, সৈকত, সৈনিক, সৈন্ধব, সৈয়দ, সৈরন্ধ্রী, হিতৈষী, হৈমন্ত

চার ও ততোধিক: অনৈচ্ছিক, অর্থনৈতিক, কালবৈশাখি, কূটনৈতিক, কৈফিয়ত, চিরবৈর, জয়ৈষণা, তথৈবচ, তৈজসপত্র, ত্রৈকালিক, ত্রৈবার্ষিক, ত্রৈমাসিক, ত্রৈরাশিক, দৈনন্দিন, দ্বৈবার্ষিক, দ্বৈভাষিক, নৈঃশব্দ্য, নৈঃসঙ্গ্য, নৈমিত্তিক, নৈয়মিক, নৈয়ায়িক, নৈরপেক্ষ্য, নৈরাকার, নৈর্ব্যক্তিক, নৈসর্গিক, পৈতামহ, প্রাগৈতিহাসিক, বৈকর্তন, বৈকল্পিক, বৈচক্ষণ্য, বৈজয়িক, বৈজ্ঞানিক, বৈতনিক, বৈতরণি, বৈদান্তিক, বৈদেশিক, বৈদ্যুতিক, বৈনতেয়, বৈপরীত্য, বৈপ্লবিক, বৈবস্বত, বৈবাহিক, বৈমনস্য, বৈমানিক, বৈয়ক্তিক, বৈয়াকরণ, বৈলক্ষণ্য, বৈশেষিক, বৈশ্বানর, বৈশ্রবণ, বৈষয়িক, বৈসাদৃশ্য, বৈহাসিক, ভোগৈশ্বর্য, মতানৈক্য, রাজনৈতিক, রাজৈশ্বর্য, ষড়ৈশ্বর্য, সুখৈশ্বর্য, সৈনাপত্য, সৈমন্তিক, হিতৈষণা, হিমশৈল, হৈমবত, হৈয়ঙ্গবীন

৪.৯। ও-কার (ো) যোগে শব্দ:

৪.৯.১ একটি ও-কার

দুই অক্ষর শেষেরটা কারহীন: কোচ, কোট, কোণ, কোপ, কোল, কোষ, খোদ, খোপ, খোল, খোশ, গোদ, গোর, গোল, ঘোল, ঘোষ, চোখ, চোট, চোর, জোট, জোড়, জোর, ঝোপ, ঝোল, টোপ, টোল, ডোম, ঢোক, ঢোল, তোপ, দোল, দোষ, বোল, ভোট, মোট

দুই অক্ষর প্রথমটা কারহীন: আরো, আলো

চন্দ্রবিন্দু: খোঁজ, জোঁক, ঝোঁক, ঠোঁট

অন্যান্য: কোটর, কোমর, কোমল, খরগোশ, খোঁজখবর, খোকন, খোলক, খোলস, খোশখবর, গোচর, গোপন, গোবর, গোলক, গোশত, গোসল, ঘোটক, ঘোড়া, ঘোলা, ঘোষক, ঘোষণা, তোরণ, তোশক, দোযখ, দোলন, দোসর, দোহন

৪.৯.২ দুটি ও-কার

দিত্ব: টোটো

দুই অক্ষর: কোনো, ছোটো, জোলো, ঝোড়ো, টোটো, বোরো

৪.১০। ঔ-কার (ৌ) দিয়ে শব্দ গঠন:

এক অক্ষর: চৌ, মৌ

দুই অক্ষর শেষেরটা কারহীন: কৌচ, কৌটা, গৌড়, গৌণ, গৌর, ডৌল, তৌল, দৌড়, ধৌত, পৌত্র, পৌর, পৌষ, প্রৌঢ়, ফৌজ, ভৌত, ভৌম, মৌন, মৌল, যৌগ, যৌথ, যৌন, লৌহ, শৌচ, সৌধ, সৌর

অন্যান্য দুই অক্ষর: কৌটা, গৌরী, চৌকা, চৌকি, চৌঠা, চৌরি, তৌজি, দৌত্য, নৌকা, পৌনে, মৌজা, মৌরি, সৌচি

যুক্তবর্ণ: ক্ষৌম, ক্ষৌর, চৌদ্দ, চৌর্য, বৌদ্ধ, মৌর্য, রৌদ্র, রৌপ্য, শৌদ্র, শৌর্য, শৌল্ক, সৌম্য

তিন অক্ষর: কৌতুক, কৌঁসুলি, কৌটিল্য, কৌণিক, কৌতুক, কৌলীন্য, কৌশল, কৌশিক, গৌতম, গৌরব, চৌকশ, চৌকাঠ, চৌচালা, চৌচির, চৌতলা, চৌত্রিশ, চৌধুরি, চৌবাচ্চা, চৌমাথা, চৌম্বক, চৌরাশি, চৌরাস্তা, চৌষট্টি, চৌহদ্দি, চৌহান, জলৌকা, জৌলুস, তৌফিক, দৌরাত্ম্য, দৌলত, দৌহিত্র, নৌপথ, নৌযান, পৌঁছানো, পৌরুষ, পৌষ্টিক, বিধৌত, ভৌতিক, ভৌমিক, মৌখিক, মৌচাক, মৌটুসি, মৌমাছি, মৌলবি, মৌলিক, মৌসুম, যৌক্তিক, যৌগিক, যৌতুক, যৌবন, লৌকিক, শৌকর, শৌখিন, সুডৌল, সৌকর্য, সৌগত, সৌগন্ধ্য, সৌজন্য, সৌন্দর্য, সৌপ্তিক, সৌভাগ্য, সৌরভ, সৌহার্দ, সৌহৃদ্য

চার ও ততোধিক: কৌতূহল, চৌকিদার, জৌনপুরি, নৌবহর, পৌত্তলিক, পৌনঃপুনিক, পৌরসভা, ভৌগোলিক, সৌরজগৎ

প্রথম অক্ষর ঔ-কার বিহীন: আদৌ, জলৌকা, আটকৌড়ে, আটপৌরে, উপঢৌকন, পানকৌড়ি, প্রকৌশল, বদৌলত, বিধৌত, মহৌষধ, সার্বভৌম

বাংলা কারচিহ্ন এবং কার যোগে শব্দ গঠন” বিষয়ে একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।