বাংলা বর্ণমালায় বর্ণ বা অক্ষরের সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
স্বরবর্ণ (১১টি):
- অ
- আ
- ই
- ঈ
- উ
- ঊ
- ঋ
- এ
- ঐ
- ও
- ঔ
ব্যঞ্জনবর্ণ (৩৯টি):
- ক
- খ
- গ
- ঘ
- ঙ
- চ
- ছ
- জ
- ঝ
- ঞ
- ট
- ঠ
- ড
- ঢ
- ণ
- ত
- থ
- দ
- ধ
- ন
- প
- ফ
- ব
- ভ
- ম
- য
- র
- ল
- শ
- ষ
- স
- হ
- ড়
- ঢ়
- য়
- ৎ
- ং
- ঃ
- ঁ
বাংলা বর্ণসমূহের মাত্রাভিত্তিক বিভাজন:
মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
বর্ণের মাত্রা | সংখ্যা | স্বরবর্ণ | ব্যঞ্জনবর্ণ |
মাত্রাহীন বর্ণ | ১০টি | ৪টি (এ, ঐ, ও, ঔ) | ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) |
অর্ধমাত্রার বর্ণ | ৮টি | ১টি (ঋ) | ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ) |
পূর্ণমাত্রার বর্ণ | ৩২টি | ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) | ২৬টি |
বাংলা বর্ণগুলোর আকৃতি ভিত্তিক বিভাজন:
আকৃতির উপর ভিত্তি করে বাংলা বর্ণসমূহকে নিচের মতো করে ভাগ করা যায়।
মূল বর্ণ | অন্যান্য বর্ণসমূহ |
ত | ত, অ, আ |
হ | হ, ই, থ, ঈ |
ড | ড, উ, ঊ, জ, ড়, ঙ, ভ |
ঢ | ঢ, ট, ঢ় |
এ | এ, ঐ, ঞ |
ও | ও, ঔ |
ব | ব, ক, র, ঝ, ঋ, ধ |
চ | চ, ছ |
ণ | ণ, ন |
য | য, য়, ষ, ফ, ম, স |
খ, ঘ | |
গ, প | |
অন্যান্য | ঠ, দ, ল, শ, ৎ, ং, ঃ, ঁ |
বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন:
শব্দ চয়নের ক্ষেত্রে নিচের বিষয়গুলো বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
- শিশুদের জন্য সহজে উচ্চারণযোগ্য। এক বা দুই অক্ষর (Syllable)।
- যে বর্ণ দিয়ে শব্দ গঠিত হবে, সে বর্ণে যেনো কার, ফলা বা চন্দ্রবিন্দু না থাকে।
- যুক্তবর্ণ বা যুক্তাক্ষর নেই এ রকম শব্দ।
- সচরাচর ব্যবহৃত শব্দ। যেমন – আম।
অ দিয়ে কয়েকটি শব্দ
অজগর, অজু, অটল, অতিথি, অমর, অলস, অহি
আ দিয়ে কয়েকটি শব্দ
আইন, আখ, আগুন, আজান, আটা, আঠা, আতর, আতা, আদব, আদর, আদা, আপন, আপেল, আম, আমন, আমল, আরব, আরশ, আলনা, আলু, আলো, আশা, আশি, আসন, আসর, আসল, আয়ু
ই দিয়ে শব্দ তৈরি
ইগল, ইট, ইতি, ইমারত, ইলিশ, ইশারা, ইসলাম
ঈ দিয়ে শব্দ তৈরি
ঈগল (অপ্রমিত), ঈদ (অপ্রমিত)
উ দিয়ে শব্দসমূহ
উট, উঠান, উষা, উৎসব
ঊ দিয়ে শব্দসমূহ
ঊরু, ঊষর
ঊষা (অপ্রমিত)
ঋ স্বরবর্ণযুক্ত শব্দসমূহ
ঋজু, ঋণ, ঋতু, ঋষি
এ দিয়ে শব্দ গঠন
এক, একক, একতা, এলাকা
ঐ দিয়ে শব্দ গঠন
ঐক্য, ঐতিহ্য, ঐরাবত, ঐশী
ও দিয়ে শব্দ গঠন
ওজন, ওজর, ওজু, ওঝা, ওল, ওষুধ, ওয়াদা, ওল, ওহি
ঔ দিয়ে শব্দ গঠন
ঔরস, ঔষধ
ক দিয়ে শব্দ তৈরি
কই, কচু, কণা, কথা, কদম, কদর, কনুই, কপাল, কফি, কবর, কবি, কবুতর, কমলা, করমচা, কলম, কলস, কলা, কলি, কসম, কসাই, কাগজ, কাজল, কাতল, কাপড়, কাফন
খ দিয়ে শব্দ তৈরি
খই, খইল, খড়, খনি, খবর, খরচ, খরগোশ, খসড়া
গ দিয়ে শব্দ তৈরি
গগন, গজ, গজল, গজা, গণিত, গদি, গম, গরম, গরু (গোরু), গলা, গয়না/গহনা, গাজর
ঘ দিয়ে শব্দ তৈরি
ঘটি, ঘড়ি, ঘর
ঙ যুক্ত শব্দসূহ
নোঙর, ব্যাঙ, লাঙল, হাঙর
চ দিয়ে কয়েকটি শব্দ
চক, চড়ুই, চশমা
ছ দিয়ে কয়েকটি শব্দ
ছক, ছড়া, ছড়ি, ছতর, ছন, ছবি, ছয়
জ দিয়ে কয়েকটি শব্দ তৈরি
জগ, জজ, জনক, জবা, জমি, জয়, জল
ঝ দিয়ে কয়েকটি শব্দ তৈরি
ঝগড়া, ঝরনা, ঝলক, ঝড়
ঞ যুক্ত শব্দসমূহ
মিঞ (বিড়ালের ডাক), মিঞা, বড়োমিঞা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘মিঞা’ শব্দটি না থাকলেও ‘বড়োমিঞা’ শব্দটি রয়েছে (পৃষ্ঠা ৯১৩)
ট দ্বারা শব্দ গঠন
টগর, টফি, টব, টমটম, টমেটো, টহল
ঠ দ্বারা শব্দ গঠন
ঠক, ঠগ, কাঠ, পাঠ, শঠ
ড দ্বারা শব্দ তৈরি
ডগা, ডজন, ডর, ডলার, ডাব
ঢ যুক্ত শব্দ সমূহ
অঢেল, ঢং, ঢল, ঢাকা, ঢেউ, ঢেকুর, ঢোল, ধনাঢ্য, বর্ণাঢ্য
ণ দিয়ে শব্দ তৈরি
ঋণ, কিরণ, কৃপণ, কোণ, গুণ, ঘুণ, চরণ, তরুণ, তৃণ, তোরণ, দূষণ, পণ, মসৃণ, লবণ, শণ, হরিণ
ত দিয়ে শব্দের উদাহরণ
তবলা, তরকারি, তরমুজ, তরুণ
থ দিয়ে শব্দের উদাহরণ
থলে, পথ
দ দিয়ে শব্দের উদাহরণ
দই, দর, দরদ, দল, দশ, দড়ি, দয়া
ধ দিয়ে শব্দ গঠন
ধন, ধনিয়া, ধনুক, ধরণি
ন দিয়ে শব্দ গঠন
নকল, নখ, নগদ, নগর, নদী, নফল, নবী (প্রমিত নবি), নরক, নরম, নল, নয়ন
প দ্বারা শব্দ
পকেট, পটল, পণ, পতাকা, পথ, পদক, পরশ, পলক, পলি, পলাশ, পশম, পড়া
ফ দ্বারা শব্দ
ফকির, ফজর, ফজল, ফটক, ফণা, ফরজ, ফড়িং, ফল, ফলক, ফসল
ব দ্বারা শব্দ
বই, বউ, বক, বকুল, বছর, বট, বটি, বন, বর, বয়স, বরই, বরফ, বল, বলদ, বলাকা, বংশ
ভ দিয়ে কিছু শব্দ
ভক্তি, ভবন, ভরসা, ভয়, ভর
ম দিয়ে কিছু শব্দ
মই, মগ, মগজ, মটর, মণি, মন, মরু, মলম, মলা, মশা, মশক, মসজিদ, মহল, মহৎ, মহিষ, ময়না, ময়ূর
য দ্বারা শব্দ গঠন
যব, যম, যমুনা
র দ্বারা শব্দ গঠন
রকেট, রগ, রজনী, রণ, রতন, রব, রবি, রশি, রসুন, রহম, রং
ল দ্বারা শব্দ গঠন
লতা, লবণ
শ দ্বারা শব্দ তৈরি
শখ, শজারু, শণ, শতক, শপথ, শরৎ, শলা, শসা, শসা, শহর
ষ দ্বারা শব্দ তৈরি
ষড়ঋতু, মহিষ
স দ্বারা শব্দ তৈরি
সই, সকল, সতেজ, সদয়, সদর, সন, সনদ, সফর, সফল, সবল, সবুজ, সভা, সময়, সমর, সরল, সরস, সরু, সহজ, সড়ক, সৎ, সংঘ
হ অক্ষরের শব্দ
হক, হকি, হজ, হজম, হরফ, হরিণ, হল হলুদ
ড় অক্ষরের শব্দসমূহ
অড়হর, অনড়, অসাড়, আঁচড়, আঁতুড়, আইড়, আগড়, আছাড়, আড়, আড়ং, আড়চোখ, আড়ত, আড়মোড়া, আড়ম্বর, আড়ষ্ট, আলোড়ন, আস্তাকুঁড়, উজাড়, উড়শ, ওড়না, কড়ই, কড়চা, কড়তা, কাপড়, কামড়, কুঁড়, কুড়, কুড়মুড়, কোঁচড়, কোঁড়, ক্রোড়, খড়, খড়ম, খিড়কি, খেলোয়াড়, খোঁয়াড়, গড়, গড়ন, গাড়ল, গুড়, গৌড়, ঘাড়, ঘূর্ণিঝড়, চড়, চড়ক, চাঙড়, চাপড়, ছাড়, ছাড়পত্র, জড়, জড়জগৎ, জড়তা, জাড়কাঁটা, জাবড়, জোগাড়, জোড়, জোড়সংখ্যা, ঝড়, ঝাড়, ঝাড়ন, ঝোপঝাড়, ঢ্যাঁড়শ, তড়কা, তুখোড়, থাপ্পড়, থুড়থুড়ে, থোড়, দাঁড়কাক, দেড়, দৌড়, ধড়, নড়চড়, নড়নচড়ন, নড়বড়, নড়বড়ে, নাছোড়, নাছোড়বান্দা, নিপীড়ন, নিবিড়, নীড়, পড়শি, পাঁড়, পাঁপড়, পাকড়, পাকুড়, পাড়, পাপড়, পাহাড়, পীড়ক, পীড়ন, পোকামাকড়, পোড়, ফোঁড়, ফোড়ন, বড়দা, বড়দি, বড়শি, বনবাদাড়, বাঁওড়, বাগাড়ম্বর, বাড়ই, বাড়তি, বাদুড়, বিজোড়, বিড়বিড়, বিড়ম্বন, বিতাড়ন, বেজোড়, বেড়, বেধড়ক, ভাঁড়, ভাগাড়, ভিড়, ভোঁদড়, মড়ক, মাকড়, মাকড়সা, মুড়কি, মোচড়, মোড়ক, মোড়ল, লেজুড়, লেজুড়বৃত্তি, শঙ্খচূড়, শড়কা, শিকড়, শুঁড়, শেকড়, ষড়, ষড়ঋতু, ষড়ভুজ, ষড়যন্ত্র, ষাঁড়, ষোড়শ, সড়ক, সড়কি, সাবাড়, সুড়ঙ্গ, সুড়সুড়, হড়কা, হাওড়, হাড়, হাড়গিলা, হাড়গিলে, হুড়কা, হুড়কি, হুড়কো, হুল্লোড়, হোঁদড়, হোড়
ঢ় অক্ষরের কয়েরকটি শব্দ
আষাঢ়, গাঢ়, গূঢ়, দৃঢ়, প্রৌঢ়, মূঢ়
য় বর্ণের শব্দ
অক্ষয়, অছিয়ত, অতিশয়, অনুনয়, অন্বয়, অপচয়, অবয়ব, অভিনয়, আদায়, আধেয়, আনয়ন, আমাশয়, আয়, আয়তন, আয়ত্ত, আয়না, আলয়, আশয়, আশ্রয়, উদয়, উপায়, উভয়, এশীয়, কয়, কয়লা, কায়দা, কিশলয়, ক্রয়, ক্ষয়, গয়না, গায়ক, চয়ন, ছয়, জয়, জলাশয়, জলীয়, জাতীয়, জায়গা, জায়ফল, টয়লেট, তনয়, তন্ময়, তৃতীয়, দলীয়, দায়, দায়রা, দেশীয়, নবায়ন, নবুয়ত, নমনীয়, নয়, নয়ন, নায়ক, নিয়ত, নিয়তি, নিয়ন, নিয়ম, ন্যায়, পয়সা, পরিচয়, পানীয়, পায়রা, প্রলয়, প্রায়, প্রিয়, ফায়দা, বনায়ন, বয়কট, বয়লার, বয়স, বলয়, বায়না, বিজেয়, বিদায়, বিধায়, বিনয়, বিষয়, ব্যয়, ভয়, ভায়রা, ভূয়সী, ময়দা, ময়দান, ময়না, ময়লা, মহাশয়, মহোদয়, মেয়র, রসায়ন, রায়, রেয়ন, লয়, শয়তান, শয়ন, শরিয়ত, শিয়র, শ্রেয়, সংশয়, সঞ্চয়, সঞ্জয়, সদয়, সমবায়, সময়, সয়লাব, সহায়, সহায়ক, সায়, সায়, সৈয়দ, স্বীয়, হয়রান, হৃদয়
ৎ যুক্ত শব্দের উদাহরণ
অর্থাৎ, ঈষৎ, উৎকট, উৎকণ্ঠা, উৎকর্ণ, উৎকর্ষ, উৎকোচ, উৎখাত, উৎপন্ন, উৎপল, উৎপাটন, উৎপাত, উৎপাদ, উৎপাদক, উৎপাদন, উৎপীড়ন, উৎস, উৎসব, উৎসর্গ, উৎসাহ, উৎসাহী, কদাচিৎ, কিয়ৎ, কুৎসা, কুৎসিত, ক্বচিৎ, গৎ, চমৎকার, চলৎ, চিকিৎসা, চিৎ, চিৎকার, ছলাৎ, জগৎ, তড়িৎ, তৎকাল, তৎপর, তৎপরতা, তৎসম, তাবৎ, তৃণবৎ, দৈবাৎ, নাৎসি, পথিকৃৎ, পরভৃৎ, পশ্চাৎ, পিৎজা, ফুৎকার, বৎস, বৎসর, বৎসল, বিবৎসা, বীভৎস, বীরুৎ, বৃহৎ, ভর্ৎসনা, মৎস্য, মহৎ, মৃৎ, যকৃৎ, শরৎ, সংবিৎ, সৎ, সৎকার, সোৎসাহ, হঠাৎ, হৃৎ
ং দিয়ে শব্দ তৈরি
অংশ, আংটা, আংটি, আড়ং, ইংরেজি, ইংলিশ, এবং, কংস, কিংবা, কুংফু, গং, গাং, ঘুংনি, চিংড়ি, চেকিং, চোং, জং, জংকার, জংলি, জংশন, ঝংকার, টং, ঢং, তাং, দংশন, দংশা, ধ্বংস, নং, নৃশংস, নোংরা, পাংশু, পালং, পুটিং, পুডিং, ফড়িং, বংশ, বংশী, বরং, বাংলা, বাংলো, বিংশ, বেডিং, ব্যাং, ব্যাং, ভয়ংকর, ভাংতি, ভেংচি, ভ্রংশ, মাংস, মিটিং, রং, রংধনু, রংবাজ, রংমহল, রাং, রাংতা, রেলিং, লং, লংকা, লজিং, লেংটি, ল্যাং, শংকর, শিং, সং, সংকট, সংকর, সংকলন, সংকেত, সংকোচ, সংগঠন, সংগত, সংগীত, সংঘ, সংঘটন, সংঘাত, সংবরণ, সংবাদ, সংবিৎ, সংযত, সংযম, সংযমী, সংযোগ, সংলাপ, সংশয়, সংসদ, সংসার, সংহতি, সংহার, সাং, সাংসদ, সারেং, সিংহ, সিলিং, স্বয়ং, হংস, হিংসা
ঃ যুক্ত কয়েকটি শব্দ
অতঃপর, অধঃপতন, অন্তঃকরণ, অন্তঃকলহ, অন্তঃকোণ, অন্তঃপুর, অন্তঃসত্তা, অন্তঃসত্ত্বা, অন্তঃসারশূন্য, অন্তঃস্থ, ইতঃপূর্বে, দুঃখ, দুঃশাসন, দুঃসময়, দুঃসহ, দুঃসাধ্য, দুঃসাহস, দুঃসাহসিক, দুঃসাহসী, দুঃস্থ, দুঃস্বপ্ন, নিঃশব্দ, নিঃশর্ত, নিঃশেষ, নিঃশ্বাস, নিঃসংকোচ, নিঃসঙ্গ, নিঃসন্তান, নিঃসম্বল, নিঃসহায়, নিঃসৃত, নিঃস্ব, নিঃস্বার্থ, পয়ঃপ্রণালি, পুনঃপ্রচার, পুনঃপ্রবেশ, পৌনঃপুনিক, প্রাতঃকাল, প্রাতঃস্মরণীয়, বয়ঃপ্রাপ্ত, বয়ঃসন্ধি, বহিঃপ্রকাশ, বহিঃশক্তি, বহিঃশত্রু, বহিঃশুল্ক, বহিঃস্থ, বহিঃস্থিত, মনঃকল্প, মনঃকষ্ট, মনঃক্ষুণ্ন, মনঃপীড়া, শিরঃকোণ, শিরঃপীড়া, স্বতঃপ্রণোদিত, স্বতঃপ্রবৃত্ত, স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্রোতঃস্বিনী
ঁ যুক্ত কয়েকটি শব্দের উদাহরণ
আঁক, আঁকা, আঁখি, আঁচ, আঁচড়, আঁচল, আঁচিল, আঁজল, আঁজলা, আঁট, আঁটি, আঁত, আঁতুড়, আঁধার, আঁশ, ইঁদুর, উঁকি, উঁচু, কাঁকর, কাঁখ, কাঁচা, কাঁচি, কাঁটা, কাঁথা, কাঁদা, কাঁধ, কাঁপন, কাঁপা, কাঁসর, কাঁসা, কুঁচ, কুঁজ, কুঁজো, কুঁড়া, কুঁড়ি, কেঁচো, কোঁচ, খাঁচা, খাঁজ, খাঁটি, খাঁড়ি, খুঁজা, খুঁটি, খুঁড়া, খোঁচা, খোঁজা, খোঁটা, খোঁড়া, খোঁপা, গঁদ, গাঁ, গাঁট, গাঁথা, গাঁদা, গিঁট, গুঁড়া, গুঁড়ি, গুঁতা, গোঁ, গোঁজা, গোঁড়া, গোঁফ, ঘাঁটা, ঘাঁটি, ঘুঁটি, চাঁছা, চাঁটা, চাঁদ, চাঁদা, ছাঁকনি, ছাঁচ, ছাঁট, ছাঁটা, ছাঁদ, ছিঁড়া, ছুঁচ, ছুঁচা, ছুঁচো, ছেঁড়া, ছোঁয়া, জাঁক, জাঁতা, জুঁই, জোঁক, ঝাঁক, ঝাঁকি, ঝাঁজ, ঝাঁজরি, ঝাঁঝ, ঝাঁটা, ঝাঁপ, ঝাঁপি, ঝিঁঝি, ঝুঁকা, ঝুঁকি, ঝুঁটি, ঝোঁক, ঝোঁকা, টাঁক, ঠাঁই, ঠুঁটো, ঠেঁটি, ডাঁটা, ঢেঁকি, ঢোঁড়া, তাঁত, তাঁতি, তাঁবু, তুঁত, থোঁতা, দাঁড়, দাঁড়া, দাঁড়ি, দাঁত, ধাঁচ, ধাঁধা, ধোঁকা, ধোঁয়া, পঁচিশ, পাঁক, পাঁচ, পাঁজর, পাঁজা, পাঁজি, পাঁঠা, পাঁড়, পাঁপড়, পাঁপর, পিঁড়ি, পুঁই, পুঁজ, পুঁজি, পুঁটি, পুঁতা, পেঁপে, পোঁতা, পৌঁছা, প্যাঁচা, ফাঁক, ফাঁকা, ফাঁকি, ফাঁড়া, ফাঁড়ি, ফাঁদ, ফাঁপর, ফাঁপা, ফাঁস, ফাঁসি, ফুঁ, ফুঁকা, বাঁওড়, বাঁক, বাঁকা, বাঁচা, বাঁজা, বাঁটা, বাঁদর, বাঁধ, বাঁধন, বাঁশ, বাঁশি, বিঁধা, বুঁদ, বেঁটে, বোঁটা, ভাঁজ, ভাঁজা, ভাঁটা, ভাঁড়, ভুঁড়ি, ভেঁপু, ভোঁতা, ভোঁদড়, রাঁধা, শাঁখ, শাঁখা, শাঁস, শুঁড়, শোঁকা, ষাঁড়, সাঁকো, সাঁঝ, সাঁটা, সাঁতার, সিঁড়ি, সিঁথি, সিঁধ, সুঁই, সেঁকা, হাঁটা, হাঁটু, হাঁড়ি, হাঁস, হুঁকা, হুঁশ, হেঁট, হোঁচট, হ্যাঁ
হা হা