শব্দভিত্তিক বাগধারা

সর্বশেষ আপডেট:

আকাশ:

  1. আকাশ ভেঙে পড়া – ভীষণ বিপদে পড়া
  2. আকাশের চাঁদ

আগুন:

  1. তুষের আগুন – দগ্ধকারী দুঃখ
  2. ছাই চাপা আগুন

কপাল, ললাট:

  1. ললাটের লিখন / কপালের লিখন
  2. আট কপালে
  3. ইঁদুর কপালে
  4. কপাল পোড়া
  5. খণ্ড কপালে – দুর্ভাগ্য
  6. কপাল ফেরা – সৌভাগ্য লাভ
  7. কপাল পোড়া
  8. কপাল ফাঁটা

কাক:

  1. কাকভূশণ্ডী – বয়োবৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তি। সম্পূর্ণ ভেজা
  2. তীর্থের কাক – প্রতীক্ষারত
  3. ভূশণ্ডির কাক – দীর্ঘজীবী
  4. ঝড়ো কাক
  5. কাকনিদ্রা

কান, কর্ণ:

  1. কান ভাঙানো
  2. কান ভারি করা
  3. কানে তোলা
  4. কানে তুলো দেয়া
  5. কান পাতলা
  6. কান কাটা
  7. কানে খাটো
  8. কানে লাগা
  9. কান খাড়া করা
  10. চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন
  11. দু’কান কাটা

কাঁটা:

  1. কাঁটার জ্বালা – অসহ্য দুঃখ
  2. কাঁটা ঘায়ে নুনের ছিটা – ব্যথার উপর ব্যথা দেয়া
  3. গায়ে কাঁটা দেয়া

কুমির:

  1. ঘরের ঢেঁকি কুমির – বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
  2. খাল কেটে কুমির আনা
  3. টাকার কুমির

গরু, ষাঁড়, বলদ:

  1. গরু খোঁজা
  2. ধর্মের ষাঁড়
  3. গোকুলের ষাঁড়
  4. গো-মূর্খ – জড়বুদ্ধি
  5. গোবর গণেশ – মূর্খ
  6. কলুর বলদ – একটানা খাটুনি
  7. চিনির বলদ – ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
  8. ক-অক্ষর গোমাংস
  9. গরু মেরে জুতা দান
  10. গোবৈদ্য
  11. গোবরে পদ্মফুল
  12. ষণ্ডা মার্কা
  13. ষাঁড়ের গোবর

গা (শরীর):

  1. গায়ে কাঁটা দেওয়া
  2. গায়ে হাত তোলা
  3. গা ঢাকা দেয়া
  4. গাঁ করা
  5. গায়ে ফুঁ দিয়ে বেড়ানো
  6. গায়ে পড়া

ঘোড়া:

  1. গরিবের ঘোড়া রোগ
  2. ঘোড়ার ঘাস কাটা
  3. ঘোড়া রোগ
  4. ঘোড়ার ডিম
  5. ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
  6. রাজঘোটক

চাঁদ:

  1. লগন চাঁদ
  2. অমাবস্যার চাঁদ
  3. আকাশের চাঁদ
  4. ঈদের চাঁদ – অতি কাঙ্খিত বস্তু
  5. চাঁদের হাট
  6. নদের চাঁদ

চোখ, চক্ষু:

  • চক্ষুলজ্জা
  • চশমখোর
  • চোখ টাটানো
  • চোখে ধুলো দেওয়া
  • চোখের বালি – শত্রু, চক্ষুশূল
  • চোখের মণি – অত্যন্ত প্রিয় বস্তু
  • চোখ পাকানো – ক্রুদ্ধ হওয়া
  • চক্ষুদান করা – চুরি করা
  • চোখ কপালে তোলা – বিস্মিত হওয়া
  • চক্ষু চড়কগাছ – বিস্ময়ে চোখ বড় হওয়া
  • চোখে সরষে ফুল দেখা
  • চোখ কপালে তোলা
  • চোখের মাথা খাওয়া
  • চোখের নেশা
  • চোখের পর্দা / চোখের চামড়া
  • চক্ষের পুতলি
  • চক্ষু চড়কগাছ
  • চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন
  • বাঘের চোখ

ঢেঁকি:

  1. চাল না চুলো, ঢেঁকি না কুলো – নিতান্ত নিঃস্ব
  2. বুদ্ধির ঢেঁকি – নিরেট মূর্খ
  3. ঘরের ঢেঁকি কুমির – বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
  4. ঢেঁকির কচকচি

দশা:

  1. ত্রিশঙ্কু দশা
  2. নবমীর দশা
  3. রাহুর দশা – দুঃসময়
  4. শনির দশা – দুঃসময়

দাঁত:

  1. দেঁতো হাসি
  2. করাতের দাঁত

পায়রা:

  1. সুখের পায়রা
  2. লঙ্কা পায়রা

পুতুল:

  1. কাঠের পুতুল – নির্জীব, অসার
  2. চিনির পুতুল – শ্রমকাতুরে
  3. ননীর পুতুল – শ্রমবিমুখ

বাঘ:

  1. কাগুজে বাঘ
  2. রায় বাঘিনী
  3. জলে কুমির ডাঙায় বাঘ
  4. তুলসী বনের বাঘ
  5. বাঘের মাসি
  6. বাঘের আড়ি – নাছোড়বান্দা, দুশমনি
  7. বাঘের দুধ / বাঘের চোখ
  8. বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া
  9. যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়

বিড়াল:

  1. বিড়াল তপস্বী
  2. ভিজে বিড়াল – ভণ্ড
  3. বিদুরের খুদ
  4. বিড়ালের আড়াই পা
  5. বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া

ব্যাঙ:

  1. ব্যাঙের সর্দি
  2. ব্যাঙের আধুলি
  3. কুনো ব্যাঙ – সীমিত জ্ঞান
  4. কূপমণ্ডুক – ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন

মুখ:

  1. দু মুখো সাপ – দুজনকে দুরকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
  2. মুখে দুধের গন্ধ
  3. মেনি মুখো
  4. পঞ্চমুখ
  5. মুখে ফুলচন্দন পড়া
  6. মুখচোরা

মেঘ:

  1. বিনা মেঘে বজ্রপাত – আকস্মিক বিপদ
  2. মেঘ না চাইতেই জল
  3. মেঘে মেঘে বেলা হওয়া

লেজ:

  1. শুয়ে শুয়ে লেজ নাড়া
  2. লেজে গোবরে করা
  3. লেজে পা পড়া

সাপ:

  1. সাপের ছুঁচো গেলা
  2. সাপের ছুঁচো পা দেখা
  3. সাপের পাঁচ পা দেখা
  4. অহিনকুল সম্বন্ধ
  5. সাপে-নেউলে – শত্রুভাবাপন্ন
  6. দু মুখো সাপ – দুজনকে দুরকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
  7. কেঁচো খুড়তে সাপ
  8. সাপও মরে লাঠিও না ভাঙে

সেপাই:

  1. তালপাতার সেপাই – ক্ষীণজীবী
  2. নামকাটা সেপাই – কর্মচ্যুত ব্যক্তি

হাত:

  1. হাতটান – চুরির অভ্যাস
  2. ডান হাতের ব্যাপার – খাওয়া
  3. বাম হাতের ব্যাপার – ঘুষ গ্রহণ
  4. কাঁচা হাত
  5. ছেলের হাতের মোয়া
  6. হাত দিয়ে হাতি ঠেলা
  7. হাত ধুয়ে বসা
  8. হাত ভারি
  9. হাতের পাঁচ
  10. হাত চালানো
  11. হাত কামড়ানো
  12. হাত জোড়া থাকা
  13. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা

হাড়:

  1. হাড় হাভাতে
  2. হাড় জুড়ানো
  3. হাড়ে বাতাস লাগা
  4. হাড়ে হাড়ে চেনা
  5. হাড়ে দুর্বা গজানো
শেয়ার, কমেন্ট, মেইল বা প্রিন্ট করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।