- CPU-এর Power Button চার সেকেন্ড চেপে ধরে রাখলে কম্পিউটার বন্ধ (Shut down) হয়ে যাবে। তবে এভাবে বন্ধ না করাই উচিৎ। কোন কারণে কম্পিউটার হ্যাং (Hang) হয়ে গেলে এভাবে বন্ধ করা যায়।
- কোন প্রোগ্রামের টাইটেল বারের সর্ববামে যে আইকন থাকে তাতে ডাবল ক্লিক করলে প্রোগ্রামটি বন্ধ (Close) হয়ে যাবে।
- কোন লেখাতে একবার ক্লিক করলে কার্সর স্থান নেবে। ডাবল ক্লিক করলে একটি শব্দ সিলেক্ট হবে। আর তাড়াতাড়ি তিনবার ক্লিক করলে পুরো লাইন/প্যারা (অর্থাৎ যতটুকুর মধ্যে Enter ↵ দেয়া হয়নি) সিলেক্ট হবে।
- সরাসরি ডেস্কটপে যাওয়া-আসা করা
টাস্ক বারের সর্বডানে একটি Button আছে। এতে ক্লিক করে সরাসরি ডেস্কটপে যাওয়া যাবে। অনেক প্রোগ্রাম একসঙ্গে চালু থাকলে এ পদ্ধতিতে প্রোগ্রামগুলো মিনিমাইজ করা ছাড়াই সরাসরি ডেস্কটপে যাওয়া যায়। ঐ বোতামে পুনরায় ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। এক্ষেত্রে কিবোর্ড শর্টকাট Windows Key + D ব্যবহার করা যায়। - টাইটেল বারে মাউস পয়েন্টার নিয়ে ঝাঁকালে ঐ প্রোগ্রামটি বাদে বাকি সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। অর্থাৎ ডেস্কটপের উপর শুধু ঐ প্রোগ্রামটি দেখা যাবে।
- টাইটেল বারে মাউস পয়েন্টার নিয়ে Hold and Drag করে কম্পিউটারের স্ক্রিনের বাম বা ডান Corner-এ/ধারে ছেড়ে দিলে, মাঝখান থেকে স্ক্রিনের অর্ধেক অংশ নিবে। এভাবে দুটি প্রোগ্রাম/উইন্ডো পাশাপাশি রাখা যায়। তবে কিছু কিছু প্রোগ্রাম (যেমন MS Word) শুধু Restore Down অবস্থায় কাজ করে।
- Alt + F4 একসাথে চাপলে, বর্তমানে যে প্রোগ্রামে অবস্থান করছেন তা বন্ধ হয়ে যাবে। যেমন- আপনি যদি বর্তমানে উইন্ডোজ (Windows)-এ কোনো ব্রাউজার থেকে এ নিবন্ধটি দেখে থাকেন, এ অবস্থায় Alt + F4 চাপলে আপনার ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে। অথবা বন্ধ হওয়ার আগে Alert Box দেখাবে।
- ডেস্কটপে থাকা অবস্থায় Alt + F4 একসাথে চাপলে, “Shut Down Windows” উইন্ডোটি দেখাবে। সেখান থেকে মাউস অথবা কী-বোর্ডের Arrow বোতামগুলোর সাহায্যে কাঙ্ক্ষিত অপশনটি সিলেক্ট করে Shut Down, Restart ইত্যাদি করা যায়।
উইন্ডোজ সম্পর্কিত টিপ্স

মাইক্রোসফট উইন্ডোজ
সর্বশেষ আপডেট:
Very necessary. Thanks a lot. Waiting for next materials…
আপনাকেও ধন্যবাদ।