এ পর্বে প্যারাগ্রাফ সংক্রান্ত সাধারণ কিছু কাজ যেমন- অ্যালাইনমেন্ট, ইনডেন্ট, হ্যাঙ্গিং, লাইন স্পেস, প্যারাগ্রাফের মার্জিন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে ইনশা-আল্লহ।
মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের সকল পর্ব এখানে দেখুন।
১। অ্যালাইনমেন্ট (Alignment):
প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট চার ধরনের হয়ে থাকে। এগুলো হলো:-
- বাম বিন্যস্ত (Left Aligned): এক্ষেত্রে টেক্সটগুলো বামপাশে এক লাইন বরাবর থাকে। আর ডানপাশে এক লাইন বরাবর থাকে না।
- ডান বিন্যস্ত (Right Aligned): এক্ষেত্রে টেক্সটগুলো ডানপাশে এক লাইন বরাবর থাকে। আর বামপাশে এক লাইন বরাবর থাকে না।
- কেন্দ্র বিন্যস্ত (Centered Aligned): এক্ষেত্রে টেক্সটগুলো পাতার মাঝামাঝি বিন্যস্ত থাকে।
- সমবিন্যস্ত (Justified): এক্ষেত্রে টেক্সটগুলোর শব্দগুলোর মাঝের ফাঁকা জায়গা এমনভাবে কমবেশি হয় যেনো ডানপাশে ও বামপাশে টেক্সট এক লাইন বরাবর থাকে।