সাহরি ও ইফতারির সময়সূচি: রমজান ১৪৪৪ হিজরি, ২০২৩ খ্রিস্টাব্দ

সর্বশেষ আপডেট:

চাঁদ দেখা না যাওয়ায় ২৪ মার্চ, শুক্রবার থেকে এ বছরের রোযা রাখা শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের সাহরি ও ইফতারির সময়সূচি নিচে দেয়া হলো। এ সময়সূচি ঢাকা জেলার জন্য প্রযোজ্য। অন্যান্য জেলার ক্ষেত্রে এই লিংকের টেবিল অনুসারে সময়/মিনিট যোগ-বিয়োগ করতে হবে।

সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আযান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারির সময় নির্ধারণ করা হয়েছে।

রমজানমার্চ/এপ্রিলবারসাহরির শেষ সময়ফজর শুরুইফতারির সময়
০১২৪ মার্চশুক্র৪:৩৯৪:৪৫৬:১৪
০২২৫ মার্চশনি৪:৩৮৪:৪৪৬:১৫
০৩২৬ মার্চরবি৪:৩৬৪:৪২৬:১৫
০৪২৭ মার্চসোম৪:৩৫৪:৪১৬:১৬
০৫২৮ মার্চমঙ্গল৪:৩৪৪:৪০৬:১৬
০৬২৯ মার্চবুধ৪:৩৩৪:৩৯৬:১৭
০৭৩০ মার্চবৃহস্পতি৪:৩১৪:৩৭৬:১৭
০৮৩১ মার্চশুক্র৪:৩০৪:৩৬৬:১৮
০৯০১ এপ্রিলশনি৪:২৯৪:৩৫৬:১৮
১০০২ এপ্রিলরবি৪:২৮৪:৩৪৬:১৯
১১০৩ এপ্রিলসোম৪:২৭৪:৩৩৬:১৯
১২০৪ এপ্রিলমঙ্গল৪:২৬৪:৩২৬:১৯
১৩০৫ এপ্রিলবুধ৪:২৪৪:৩০৬:২০
১৪০৬ এপ্রিলবৃহস্পতি৪:২৪৪:৩০৬:২০
১৫০৭ এপ্রিলশুক্র৪:২৩৪:২৯৬:২১
১৬০৮ এপ্রিলশনি৪:২২৪:২৮৬:২১
১৭০৯ এপ্রিলরবি৪:২১৪:২৭৬:২১
১৮১০ এপ্রিলসোম৪:২০৪:২৬৬:২২
১৯১১ এপ্রিলমঙ্গল৪:১৯৪:২৫৬:২২
২০১২ এপ্রিলবুধ৪:১৮৪:২৪৬:২৩
২১১৩ এপ্রিলবৃহস্পতি৪:১৭৪:২৩৬:২৩
২২১৪ এপ্রিলশুক্র৪:১৫৪:২১৬:২৩
২৩১৫ এপ্রিলশনি৪:১৪৪:২০৬:২৪
২৪১৬ এপ্রিলরবি৪:১৩৪:১৯৬:২৪
২৫১৭ এপ্রিলসোম৪:১২৪:১৮৬:২৪
২৬১৮ এপ্রিলমঙ্গল৪:১১৪:১৭৬:২৫
২৭১৯ এপ্রিলবুধ৪:১০৪:১৬৬:২৫
২৮২০ এপ্রিলবৃহস্পতি৪:০৯৪:১৫৬:২৬
২৯২১ এপ্রিলশুক্র৪:০৮৪:১৪৬:২৬
৩০২২ এপ্রিলশনি৪:০৭৪:১৩৬:২৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।