সবারই ২০ পর্যন্ত নামতা জানা থাকা দরকার। কেননা, আমি ১২ পর্যন্ত নামতাগুলো শিখেছিলাম। এর পরেরগুলো ফাঁকিবাজি কিংবা অলসতা করে, যেটাই হোক না কেনো, আর শিখিনি। এতে পরবর্তীতে শিক্ষাজীবনে গণিত সমাধান করতে ও চাকরির পরীক্ষায় অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছিলাম।
১ (এক) এর নামতা:
১ × ১ = ১ এক একে এক ১ × ২ = ২ দুই একে দুই ১ × ৩ = ৩ তিন একে তিন ১ × ৪ = ৪ চার একে চার ১ × ৫ = ৫ পাঁচ একে পাঁচ ১ × ৬ = ৬ ছয় একে ছয় ১ × ৭ = ৭ সাত একে সাত ১ × ৮ = ৮ আট একে আট ১ × ৯ = ৯ নয় একে নয় ১ × ১০ = ১০ দশ একে দশ
২ (দুই) এর নামতা:
২ × ১ = ২ দুই একে দুই ২ × ২ = ৪ দুই দুগুণে চার ২ × ৩ = ৬ তিন দুগুণে ছয় ২ × ৪ = ৮ চার দুগুণে আট ২ × ৫ = ১০ পাঁচ দুগুণে দশ ২ × ৬ = ১২ ছয় দুগুণে বারো ২ × ৭ = ১৪ সাত দুগুণে চৌদ্দ ২ × ৮ = ১৬ আট দুগুণে ষোলো ২ × ৯ = ১৮ নয় দুগুণে আঠারো ২ × ১০ = ২০ দশ দুগুণে বিশ
৩ (তিন) এর নামতা:
৩ × ১ = ৩ তিন একে তিন ৩ × ২ = ৬ তিন দুগুণে ছয় ৩ × ৩ = ৯ তিন তিরিকে নয় ৩ × ৪ = ১২ তিন চারা বারো ৩ × ৫ = ১৫ তিন পাঁচা পনেরো ৩ × ৬ = ১৮ তিন ছয়ে আঠারো ৩ × ৭ = ২১ তিন সাতা একুশ ৩ × ৮ = ২৪ তিন আটা চব্বিশ ৩ × ৯ = ২৭ তিন নং সাতাশ ৩ × ১০ = ৩০ তিন দশে ত্রিশ
৪ (চার) এর নামতা:
৪ × ১ = ৪ চার একে চার ৪ × ২ = ৮ চার দুগুণে আট ৪ × ৩ = ১২ তিন চারা বারো ৪ × ৪ = ১৬ চারা চারা ষোলো ৪ × ৫ = ২০ চার পাঁচা বিশ/কুড়ি ৪ × ৬ = ২৪ চার ছয়ে চব্বিশ ৪ × ৭ = ২৮ চার সাতা আটাশ ৪ × ৮ = ৩২ চার আটা বত্রিশ ৪ × ৯ = ৩৬ চার নং ছত্রিশ ৪ × ১০ = ৪০ চার দশে চল্লিশ
৫ (পাঁচ) এর নামতা:
৫ × ১ = ৫ পাঁচ একে পাঁচ ৫ × ২ = ১০ পাঁচ দুগুণে দশ ৫ × ৩ = ১৫ তিন পাঁচা পনেরো ৫ × ৪ = ২০ চার পাঁচা বিশ/কুড়ি ৫ × ৫ = ২৫ পাঁচ পাঁচা পঁচিশ ৫ × ৬ = ৩০ পাঁচ ছয়ে ত্রিশ ৫ × ৭ = ৩৫ পাঁচ সাতা পঁয়ত্রিশ ৫ × ৮ = ৪০ পাঁচ আটা চল্লিশ ৫ × ৯ = ৪৫ পাঁচ নং পঁয়তাল্লিশ ৫ × ১০ = ৫০ পাঁচ দশে পঞ্চাশ
৬ (ছয়) এর নামতা:
৬ × ১ = ৬ ছয় একে ছয় ৬ × ২ = ১২ ছয় দুগুণে বারো ৬ × ৩ = ১৮ তিন ছয়ে আঠারো ৬ × ৪ = ২৪ চার ছয়ে চব্বিশ ৬ × ৫ = ৩০ পাঁচ ছয়ে ত্রিশ ৬ × ৬ = ৩৬ ছয়ে ছয়ে ছত্রিশ ৬ × ৭ = ৪২ ছয় সাতা বিয়াল্লিশ ৬ × ৮ = ৪৮ ছয় আটা আটচল্লিশ ৬ × ৯ = ৫৪ ছয় নং চুয়ান্ন ৬ × ১০ = ৬০ ছয় দশে ষাট
৭ (সাত) এর নামতা:
৭ × ১ = ৭ সাত একে সাত ৭ × ২ = ১৪ সাত দুগুণে চৌদ্দ ৭ × ৩ = ২১ তিন সাতা একুশ ৭ × ৪ = ২৮ চার সাতা আটাশ ৭ × ৫ = ৩৫ পাঁচ সাতা পঁয়ত্রিশ ৭ × ৬ = ৪২ ছয় সাতা বিয়াল্লিশ ৭ × ৭ = ৪৯ সাত সাতা উনপঞ্চাশ ৭ × ৮ = ৫৬ সাত আটা ছাপ্পান্ন ৭ × ৯ = ৬৩ সাত নং তেষট্টি ৭ × ১০ = ৭০ সাত দশে সত্তর
৮ (আট) এর নামতা:
৮ × ১ = ৮ আট একে আট ৮ × ২ = ১৬ আট দুগুণে ষোলো ৮ × ৩ = ২৪ তিন আটা চব্বিশ ৮ × ৪ = ৩২ চার আটা বত্রিশ ৮ × ৫ = ৪০ পাঁচ আটা চল্লিশ ৮ × ৬ = ৪৮ ছয় আটা আটচল্লিশ ৮ × ৭ = ৫৬ সাত আটা ছাপ্পান্ন ৮ × ৮ = ৬৪ আট আটা চৌষট্টি ৮ × ৯ = ৭২ আট নং বাহাত্তর ৮ × ১০ = ৮০ আট দশে আশি
৯ (নয়) এর নামতা:
৯ × ১ = ৯ নয় একে নয় ৯ × ২ = ১৮ নয় দুগুণে আঠারো ৯ × ৩ = ২৭ তিন নং সাতাশ ৯ × ৪ = ৩৬ চার নং ছত্রিশ ৯ × ৫ = ৪৫ পাঁচ নং পঁয়তাল্লিশ ৯ × ৬ = ৫৪ ছয় নং চুয়ান্ন ৯ × ৭ = ৬৩ সাত নং তেষট্টি ৯ × ৮ = ৭২ আট নং বাহাত্তর ৯ × ৯ = ৮১ নং নং একাশি ৯ × ১০ = ৯০ নয় দশে নব্বই
১০ (দশ) এর নামতা:
১০ × ১ = ১০ দশ একে দশ ১০ × ২ = ২০ দশ দুগুণে বিশ ১০ × ৩ = ৩০ তিন দশে ত্রিশ ১০ × ৪ = ৪০ চার দশে চল্লিশ ১০ × ৫ = ৫০ পাঁচ দশে পঞ্চাশ ১০ × ৬ = ৬০ ছয় দশে ষাট ১০ × ৭ = ৭০ সাত দশে সত্তর ১০ × ৮ = ৮০ আট দশে আশি ১০ × ৯ = ৯০ নয় দশে নব্বই ১০ × ১০ = ১০০ দশ দশে একশ
১১ (এগারো) এর নামতা:
১১ × ১ = ১১ এগারো একে এগারো ১১ × ২ = ২২ এগারো দুগুণে বাইশ ১১ × ৩ = ৩৩ তিন এগারোং তেত্রিশ ১১ × ৪ = ৪৪ চার এগারোং চুয়াল্লিশ ১১ × ৫ = ৫৫ পাঁচ এগারোং পঞ্চান্ন ১১ × ৬ = ৬৬ ছয় এগারোং ছেষট্টি ১১ × ৭ = ৭৭ সাত এগারোং সাতাত্তর ১১ × ৮ = ৮৮ আট এগারোং আটাশি ১১ × ৯ = ৯৯ নয় এগারোং নিরানব্বই ১১ × ১০ = ১১০ দশ এগারোং একশ দশ
১২ (বারো) এর নামতা:
১২ × ১ = ১২ বারো একে বারো ১২ × ২ = ২৪ বারো দুগুণে চব্বিশ ১২ × ৩ = ৩৬ তিন বারং ছত্রিশ ১২ × ৪ = ৪৮ চার বারং আটচল্লিশ ১২ × ৫ = ৬০ পাঁচ বারং ষাট ১২ × ৬ = ৭২ ছয় বারং বাহাত্তর ১২ × ৭ = ৮৪ সাত বারং চুরাশি ১২ × ৮ = ৯৬ আট বারং ছিয়ানব্বই ১২ × ৯ = ১০৮ নয় বারং একশ আট ১২ × ১০ = ১২০ দশ বারং একশ বিশ
১৩ (তেরো) এর নামতা:
১৩ × ১ = ১৩ তেরো একে তেরো ১৩ × ২ = ২৬ তেরো দুগুণে ছাব্বিশ ১৩ × ৩ = ৩৯ তিন তেরং উনচল্লিশ ১৩ × ৪ = ৫২ চার তেরং বাহান্ন ১৩ × ৫ = ৬৫ পাঁচ তেরং পঁয়ষট্টি ১৩ × ৬ = ৭৮ ছয় তেরং আটাত্তর ১৩ × ৭ = ৯১ সাত তেরং একানব্বই ১৩ × ৮ = ১০৪ আট তেরং একশ চার ১৩ × ৯ = ১১৭ নয় তেরং একশ সতেরো ১৩ × ১০ = ১৩০ দশ তেরং একশ ত্রিশ
১৪ (চৌদ্দ) এর নামতা:
১৪ × ১ = ১৪ চৌদ্দ একে চৌদ্দ ১৪ × ২ = ২৮ চৌদ্দ দুগুণে আটাশ ১৪ × ৩ = ৪২ তিন চৌদ্দং বিয়াল্লিশ ১৪ × ৪ = ৫৬ চার চৌদ্দং ছাপ্পান্ন ১৪ × ৫ = ৭০ পাঁচ চৌদ্দং সত্তর ১৪ × ৬ = ৮৪ ছয় চৌদ্দং চুরাশি ১৪ × ৭ = ৯৮ সাত চৌদ্দং আটানব্বই ১৪ × ৮ = ১১২ আট চৌদ্দং একশ বারো ১৪ × ৯ = ১২৬ নয় চৌদ্দং একশ ছাব্বিশ ১৪ × ১০ = ১৪০ দশ চৌদ্দং একশ চল্লিশ
১৫ (পনেরো) এর নামতা:
১৫ × ১ = ১৫ পনেরো একে পনেরো ১৫ × ২ = ৩০ পনেরো দুগুণে ত্রিশ ১৫ × ৩ = ৪৫ তিন পনেরোং পঁয়তাল্লিশ ১৫ × ৪ = ৬০ চার পনেরোং ষাট ১৫ × ৫ = ৭৫ পাঁচ পনেরোং পঁচাত্তর ১৫ × ৬ = ৯০ ছয় পনেরোং নব্বই ১৫ × ৭ = ১০৫ সাত পনেরোং একশ পাঁচ ১৫ × ৮ = ১২০ আট পনেরোং একশ বিশ ১৫ × ৯ = ১৩৫ নয় পনেরোং একশ পঁয়ত্রিশ ১৫ × ১০ = ১৫০ দশ পনেরোং একশ পঞ্চাশ
১৬ (ষোলো) এর নামতা:
১৬ × ১ = ১৬ ষোলো একে ষোলো ১৬ × ২ = ৩২ ষোলো দুগুণে বত্রিশ ১৬ × ৩ = ৪৮ তিন ষোলোং আটচল্লিশ ১৬ × ৪ = ৬৪ চার ষোলোং চৌষট্টি ১৬ × ৫ = ৮০ পাঁচ ষোলোং আশি ১৬ × ৬ = ৯৬ ছয় ষোলোং ছিয়ানব্বই ১৬ × ৭ = ১১২ সাত ষোলোং একশ বারো ১৬ × ৮ = ১২৮ আট ষোলোং একশ আটাশ ১৬ × ৯ = ১৪৪ নয় ষোলোং একশ চুয়াল্লিশ ১৬ × ১০ = ১৬০ দশ ষোলোং একশ ষাট
১৭ (সতেরো) এর নামতা:
১৭ × ১ = ১৭ সতেরো একে সতেরো ১৭ × ২ = ৩৪ সতেরো দুগুণে চৌত্রিশ ১৭ × ৩ = ৫১ তিন সতেরোং একান্ন ১৭ × ৪ = ৬৮ চার সতেরোং আটষট্টি ১৭ × ৫ = ৮৫ পাঁচ সতেরোং পঁচাশি ১৭ × ৬ = ১০২ ছয় সতেরোং একশ দুই ১৭ × ৭ = ১১৯ সাত সতেরোং একশ উনিশ ১৭ × ৮ = ১৩৬ আট সতেরোং একশ ছত্রিশ ১৭ × ৯ = ১৫৩ নয় সতেরোং একশ তিপ্পান্ন ১৭ × ১০ = ১৭০ দশ সতেরোং একশ সত্তর
১৮ (আঠারো) এর নামতা:
১৮ × ১ = ১৮ আঠারো একে আঠারো ১৮ × ২ = ৩৬ আঠারো দুগুণে ছত্রিশ ১৮ × ৩ = ৫৪ তিন আঠারোং চুয়ান্ন ১৮ × ৪ = ৭২ চার আঠারোং বাহাত্তর ১৮ × ৫ = ৯০ পাঁচ আঠারোং নব্বই ১৮ × ৬ = ১০৮ ছয় আঠারোং একশ আট ১৮ × ৭ = ১২৬ সাত আঠারোং একশ ছাব্বিশ ১৮ × ৮ = ১৪৪ আট আঠারোং একশ চুয়াল্লিশ ১৮ × ৯ = ১৬২ নয় আঠারোং একশ বাষট্টি ১৮ × ১০ = ১৮০ দশ আঠারোং একশ আশি
১৯ (উনিশ) এর নামতা:
১৯ × ১ = ১৯ উনিশ একে উনিশ ১৯ × ২ = ৩৮ উনিশ দুগুণে আটত্রিশ ১৯ × ৩ = ৫৭ তিন উনিশে সাতান্ন ১৯ × ৪ = ৭৬ চার উনিশে ছিয়াত্তর ১৯ × ৫ = ৯৫ পাঁচ উনিশে পাঁচানব্বই ১৯ × ৬ = ১১৪ ছয় উনিশে একশ চৌদ্দ ১৯ × ৭ = ১৩৩ সাত উনিশে একশ তেত্রিশ ১৯ × ৮ = ১৫২ আট উনিশে একশ বাহান্ন ১৯ × ৯ = ১৭১ নয় উনিশে একশ একাত্তর ১৯ × ১০ = ১৯০ দশ উনিশে একশ নব্বই
২০ (বিশ) এর নামতা:
২০ × ১ = ২০ বিশ একে বিশ ২০ × ২ = ৪০ বিশ দুগুণে চল্লিশ ২০ × ৩ = ৬০ তিন বিশে ষাট ২০ × ৪ = ৮০ চার বিশে আশি ২০ × ৫ = ১০০ পাঁচ বিশে একশ ২০ × ৬ = ১২০ ছয় বিশে একশ বিশ ২০ × ৭ = ১৪০ সাত বিশে একশ চল্লিশ ২০ × ৮ = ১৬০ আট বিশে একশ ষাট ২০ × ৯ = ১৮০ নয় বিশে একশ আশি ২০ × ১০ = ২০০ দশ বিশে দুইশ
শেয়ার, কমেন্ট, মেইল বা প্রিন্ট করুন
নামতা গুলো খুব সুন্দর আকারে সাজানো আছে। অনেক অনেক ধন্যবাদ।