এমএস ওয়ার্ড টিউটোরিয়াল: পর্ব-১

মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি

সর্বশেষ আপডেট:

এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান লাভ করবো, ইনশা-আল্লাহ। যেমন, মাইক্রোসফট ওয়ার্ড কী, এর ব্যবহার ইত্যাদি।

মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের সকল পর্ব এখানে দেখুন।

মাইক্রোসফট ওয়ার্ড কী? (What is Microsoft Word):

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হলো একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একে সংক্ষেপে এমএস ওয়ার্ড (MS Word) বলা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন (Microsoft Corporation) এই অ্যাপ্লিকেশনটির নির্মাতা। এর সাহায্যে কম্পোজ/টাইপিং, চিঠিপত্র তৈরি, দলিল-দস্তাবেজ তৈরি, প্রশ্নপত্র তৈরি ইত্যাদি সহ বিভিন্ন অফিসিয়াল কাজ সুন্দর ও সাবলীলভাবে করা যায়। এছাড়াও চার্ট, টেবিল/ছক ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয় করে তোলা যায়।

মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার (Usage of MS Word):

মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে যেসব কাজ করা যায় তা হলো:-

  1. বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি। যেমন-
    1. চিঠিপত্র তৈরি
    2. দলিল-দস্তাবেজ তৈরি
    3. প্রশ্নপত্র তৈরি
    4. আবেদনপত্র তৈরি
    5. ব্যক্তিগত প্রোফাইল বা সিভি (CV) তৈরি
    6. ব্যক্তিগত নোট বা ডায়েরি তৈরি
  2. সাধারণ কিছু ডিজাইন করা
  3. সাধারণ কিছু হিসাব করা
  4. ছবি যুক্ত করে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি
  5. বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোফাইল তৈরি
  6. চার্ট, টেবিল/ছক ও ডায়াগ্রাম তৈরি ও সংযোজন
  7. উপরিউক্ত বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করে প্রিন্ট করা

মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ভার্সন:

এ পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভার্সন বের হয়েছে। তার মধ্যে সাম্প্রতিক কয়েকটি ভার্সন হলো:-

  1. ওয়ার্ড ৩৬৫ (সাবস্ক্রিপশন ভিত্তিক লাইসেন্স)
  2. ওয়ার্ড ২০২১
  3. ওয়ার্ড ২০১৯
  4. ওয়ার্ড ২০১৬
  5. ওয়ার্ড ২০১৩
  6. ওয়ার্ড ২০১০
  7. মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।