মোবাইল ফোনের প্রয়োজনীয় কিছু USSD কোড

সর্বশেষ আপডেট:

বর্তমানে বাংলাদেশে যেকোনো মোবাইল অপারেটরের সিমের ক্ষেত্রে *121# USSD কোডটি ডায়াল করে প্রয়োজনীয় অনেক তথ্য ও সেবা একসাথে পাওয়া সম্ভব। অবশ্য অন্যান্য USSD কোডগুলোও জানা থাকা ভালো। কেননা *121# এর ক্ষেত্রে ধাপ ধরে এগুনো, কোন্ ধাপে কাঙ্ক্ষিত সেবাটি রয়েছে, সেটা খুঁজতে খুঁজতেই বেশ কিছুটা সময় চলে যায়। অনেক সময় সেশন শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে শুরু করতে হয়।

আপনার নামে নিবন্ধিত সিমের সংখ্যা:

আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে নিবন্ধিত সিমের সংখ্যা এবং নাম্বার জানতে:
জাতীয় পরিচয়পত্রের শেষের চারটি ডিজিট লিখে 16001 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
অথবা ডায়াল করতে হবে *16001# (বিনামূল্যে)

হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা:

সরকারি নির্দেশনায় ১ জুলাই ২০২১-এর পর থেকে অবৈধভাবে আমদানিকৃত সকল হ্যান্ডসেট নিষিদ্ধ করা হয়েছে। ক্রয়কৃত মোবাইল সেটটি বৈধ কিনা তা জানতে KYD<space>IMEI নম্বর লিখে 16002 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এই সার্ভিসটি ফ্রি, অর্থাৎ টাকা কাটবে না।

আর মোবাইল ফোনের IMEI (International Mobile Equipment Identity) নাম্বার জানতে *#06# ডায়াল করতে হবে।

মোবাইলে আর্থিক লেনদেন সেবা (MFS):

  • উপায় (Upay): *268#
  • এমক্যাশ (mCash): *259#
  • ওকে ওয়ালেট (OK Wallet): *269#
  • নগদ (Nagad): *167#
  • বিকাশ (bKash): *247#
  • মাইক্যাশ (MYCash): *225#
  • রকেট (Rocket): *322#
  • শিওরক্যাশ (SureCash): *495#

মোবাইল নাম্বার চেক করা:

  • এয়ারটেল (016): *2#
  • গ্রামীণফোন (017, 013): *2#
  • টেলিটক (015): *551#, অথবা W লিখে 321 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। (চার্জ ফ্রি)
  • বাংলালিংক (019, 014): *511#
  • রবি (018): *2# অথবা *140*2*4#

ব্যালেন্স বা টাকা চেক করা:

  • এয়ারটেল (016): *1# অথবা *778#
  • গ্রামীণফোন (017, 013): *566#
  • টেলিটক (015): *152#
  • বাংলালিংক (019, 014): *124# অথবা *121*1#
  • রবি (018): *1# অথবা *222#

ইন্টারনেট ব্যালেন্স চেক করা:

  • এয়ারটেল (016): *3# অথবা *8444*88#
  • গ্রামীণফোন (017, 013): *121*1*2#, *121*1*4#
  • টেলিটক (015): *152# (ফিরতি মেসেজে ইন্টারনেট ব্যালেন্স জানিয়ে দেবে)
  • বাংলালিংক (019, 014): *5000*500#, *124*50#, *121*1#, *222*3#
  • রবি (018): *3#

ইমার্জেন্সি ব্যালেন্স পেতে:

  • এয়ারটেল (016): *141#
  • গ্রামীণফোন (017, 013): *9#, *121*1*3#, *1010*1#
  • টেলিটক (015): *1122#, *1122*50# (৳৫০ পেতে), *1122*30# (৳৩০ পেতে), *1122*10# (৳১০ পেতে)
  • বাংলালিংক (019, 014): *121*5#, *875#, *874#, *874*10# (৳১০ পেতে)
  • রবি (018): *123*007#

প্রমোশনাল এসএমএস বন্ধ করা, Do Not Disturb (DND) সেবা চালু করা:

  • এয়ারটেল (016): *7# ডায়াল করে 2 সিলেক্ট/রিপ্লাই করতে হবে
  • গ্রামীণফোন (017, 013): *121*1101#
  • টেলিটক (015): *155*1#
  • বাংলালিংক (019, 014): *121*8*6# ডায়াল করে 2 সিলেক্ট/রিপ্লাই করতে হবে, অথবা OFF লিখে 6121 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।
  • রবি (018): *7# ডায়াল করে 2 সিলেক্ট/রিপ্লাই করতে হবে

প্রমোশনাল এসএমএস পুনরায় চালু করা, Do Not Disturb (DND) সেবা বন্ধ করা:

  • এয়ারটেল (016): *7# ডায়াল করে 1 সিলেক্ট/রিপ্লাই করতে হবে
  • গ্রামীণফোন (017, 013): *121*1102#
  • টেলিটক (015):
  • বাংলালিংক (019, 014): *121*8*6# ডায়াল করে 1 সিলেক্ট/রিপ্লাই করতে হবে, অথবা ON লিখে 6121 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।
  • রবি (018): *7# ডায়াল করে 1 সিলেক্ট/রিপ্লাই করতে হবে

এয়ারটেল (016):

সকল সেবা*121#বিস্তারিত
ব্যালেন্স জানতে*1# অথবা *778#
মোবাইল নাম্বার জানতে*2#বিস্তারিত
ডাটা / ইন্টারনেট ব্যালেন্স জানতে*3# অথবা *8444*88#বিস্তারিত
ইমার্জেন্সি ব্যালেন্স বা ডাটা পেতে*141#বিস্তারিত
এয়ারটেল মিনিট লোন*141*300#
মিনিট ব্যালেন্স জানতে*778*0#
*778*29#
এয়ারটেল টং-এর বিশেষ অফার জানতে*888#লিংক
বান্ডেল অফার*0#লিংক
প্রমোশনাল এসএমএস বন্ধ কিংবা পুনরায় চালু করতে
Do Not Disturb (DND) সেবা চালু কিংবা বন্ধ করতে
*7#লিংক

গ্রামীণফোন (017, 013):

সকল সেবা*121#
ব্যালেন্স জানতে*566#
মোবাইল নাম্বার জানতে*2#
*111*8#
ডাটা / ইন্টারনেট ব্যালেন্স জানতে*121*1*2#
*121*1*4#
ইমার্জেন্সি ব্যালেন্স পেতে*9#
*121*1*3#
*1010*1#
বিস্তারিত
ইমার্জেন্সি ডাটা পেতে*1010#
ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে*121*1*2#বিস্তারিত
প্রমোশনাল এসএমএস বন্ধ করতে
Do Not Disturb (DND) সেবা চালু করতে
*121*1101#লিংক
প্রমোশনাল এসএমএস চালু করতে
Do Not Disturb (DND) সেবা বন্ধ করতে
*121*1102#

টেলিটক (015):

সকল সেবা*121#
ব্যালেন্স জানতে*152#
মোবাইল নাম্বার জানতে*551# (সব জায়গায় কাজ করে না।)
W লিখে 321 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। (চার্জ ফ্রি)
মোবাইল নাম্বার, প্যাকেজ ও ট্যারিফ জানতেP লিখে 154 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।সূত্র: টেলিটক এফএকিউ
ডাটা / ইন্টারনেট ব্যালেন্স জানতে*152# (ফিরতি মেসেজে ইন্টারনেট ব্যালেন্স জানিয়ে দেবে)
ইমার্জেন্সি ব্যালেন্স পেতে*1122#
ইমার্জেন্সি ব্যালেন্স (৫০ টাকা পেতে)*1122*50#
ইমার্জেন্সি ব্যালেন্স (৩০ টাকা পেতে)*1122*30#
ইমার্জেন্সি ব্যালেন্স (১০ টাকা পেতে)*1122*10#
ইন্টারনেট সেটিংস পেতেSET লিখে 738 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। (চার্জ ফ্রি)বিস্তারিত
প্রমোশনাল এসএমএস বন্ধ করতে
Do Not Disturb (DND) সেবা চালু করতে
*155*1#
বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা যাচাই করতে*155*টেলিটক নম্বর#

* ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্র ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।

বাংলালিংক (019, 014):

সকল সেবা*121#
ব্যালেন্স জানতে*124# অথবা *121*1#
মোবাইল নাম্বার জানতে*511#
ডাটা / ইন্টারনেট ব্যালেন্স জানতে*5000*500#, *124*50#, *121*1#, *222*3#
ইমার্জেন্সি ব্যালেন্স পেতে*121*5#
*875#
*874#
*874*10# (১০ টাকা পেতে, চার্জ ফ্রি)
বিস্তারিত
ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে*874*0#বিস্তারিত
ইন্টারনেট কিনতে*5000#
ইমার্জেন্সি ইন্টারনেট*875#বিস্তারিত
অফারসমূহ জানতে*888#
প্রমোশনাল এসএমএস বন্ধ করতে
Do Not Disturb (DND) সেবা চালু করতে
*121*8*6#, অথবা OFF লিখে 6121 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।লিংক
প্রমোশনাল এসএমএস চালু করতে
Do Not Disturb (DND) সেবা বন্ধ করতে
ON লিখে 6121 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।

রবি (018):

সকল সেবা*123#
ব্যালেন্স জানতে*1# অথবা *222#
মোবাইল নাম্বার জানতে*2# অথবা *140*2*4#
ডাটা / ইন্টারনেট ব্যালেন্স জানতে*3#
ডাটা / ইন্টারনেট প্যাক কিনতে*4#
ডাটা / ইন্টারনেট সেটিংস পেতে*123*3*1#
ইমার্জেন্সি ব্যালেন্স বা ডাটা পেতে*123*007#
ভয়েস বান্ডেল কিনতে*0#
বিভাগীয় (Segmented) অফার সম্পর্কে জানতে (বিনামূল্যে)।*999#লিংক
মোবাইল নম্বরটি বন্ধ সিম অফারের জন্য প্রযোজ্য কিনা জানতে*8050#লিংক
প্রমোশনাল এসএমএস বন্ধ কিংবা পুনরায় চালু করতে
Do Not Disturb (DND) সেবা চালু কিংবা বন্ধ করতে
*7#লিংক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।