খুলনা বিভাগ

সর্বশেষ আপডেট:

পাকিস্তান শাসনামলে সৃষ্ট বাংলাদেশের একমাত্র বিভাগ হলো খুলনা। এটি বাংলাদেশের চতুর্থ বিভাগ।

খুলনা বিভাগের ইতিহাস:

১৯৬০ সালে রাজশাহী বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা নিয়ে খুলনা বিভাগ গঠন করা হয়। ১৯৬০ সালের ০১ অক্টোবর প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে জনাব এম মঞ্জুর-ই-ইলাহি যোগদান করেন। যতদূর জানা যায় বয়রায় বিভাগীয় কমিশনারের সেক্রেটারিয়েট স্থাপিত না হওয়া পর্যন্ত খুলনা সার্কিট হাউজের দক্ষিণ পাশে অবস্থিত খুলনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কুমুদ রঞ্জন ঘোষের বাড়িতে বিভাগীয় অফিসের কার্যক্রম পরিচালিত হতো। ১৯৮৪ সালে খুলনা বিভাগের জেলার সংখ্যা ছিল ১৬টি। পরবর্তীতে ১৯৯৩ সালে খুলনা বিভাগ হতে ৬টি জেলা যথাক্রমে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও বরগুনা কর্তন করে বরিশাল বিভাগ গঠন করা হয়। ফলে খুলনা বিভাগে জেলার সংখ্যা দাঁড়ায় ১০টি।

খুলনা বিভাগের জেলা ও উপজেলাসমূহ:

খুলনা বিভাগে ১০টি জেলা ও ৫৯টি উপজেলা রয়েছে। এগুলো নিচের টেবিলে দেয়া হলো।

জেলাউপজেলা
খুলনাকয়রা, ডুমুরিয়া, তেরখাদা, দাকোপ, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, বটিয়াঘাটা, রূপসা = মোট ৯টি
বাগেরহাটকচুয়া, চিতলমারী, ফকিরহাট, বাগেরহাট সদর, মোংলা, মোড়েলগঞ্জ, মোল্লাহাট, রামপাল, শরণখোলা = মোট ৯টি
সাতক্ষীরাসাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, শ্যামনগর, কালীগঞ্জ = মোট ৭টি
যশোরযশোর সদর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর, শার্শা = মোট ৮টি
নড়াইলকালিয়া, নড়াইল সদর, লোহাগড়া = মোট ৩টি
মাগুরামাগুরা সদর, মোহাম্মদপুর, শালিখা, শ্রীপুর = মোট ৪টি
ঝিনাইদহকালীগঞ্জ, কোটচাঁদপুর, ঝিনাইদহ সদর, মহেশপুর, শৈলকুপা, হরিণাকুন্ডু = মোট ৬টি
কুষ্টিয়াকুমারখালী, কুষ্টিয়া সদর, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর = মোট ৬টি
চুয়াডাঙ্গাআলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুড়হুদা = মোট ৪টি
মেহেরপুরগাংনী, মেহেরপুর সদর, মুজিবনগর = মোট ৩টি

খুলনা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়:

খুলনা বিভাগে ৬টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো:-

  1. ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া
  2. খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা
  3. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা
  4. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), যশোর
  5. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি), খুলনা
  6. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (শেহামেবি), খুলনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।