ঘরে টাচ পেন বা স্টাইলাস বানানোর পদ্ধতি

সর্বশেষ আপডেট:

স্মার্টফোনের অনস্ক্রিন কিবোর্ডের সাহায্যে আমি খুব বেশি দ্রুত টাইপ করতে পারি না। তাই দ্রুত টাইপ করার পদ্ধতি খুঁজছিলাম। তখন জিবোর্ড (Gboard)-এর Handwriting অপশন সম্পর্কে জানতে পারি। এ অপশনের সাহায্যে স্ক্রিনে কিছু লিখলে তা টাইপ হয়ে যায়। কিন্তু শুধু আঙ্গুল ব্যবহার করে স্ক্রিনে লিখাটা সুবিধাজনক মনে হলো না। কলমের মতো কিছু ব্যবহার করা যায় কিনা খুঁজতে থাকলাম। টাচপেন বানানোর বেশ কয়েকটা পদ্ধতি পেলাম। পদ্ধতিগুলো সহজ হলেও আমার মনমতো হচ্ছিল না। ঠিক মতো কাজ করছিল না। শেষে মনের মতো একটা পেলাম। এটা কিভাবে বানিয়েছি তা শেয়ার করার জন্যই আজকের পোস্ট।

যা যা লাগবে।

  • একটি কটন বাড
  • ফাঁপা টিউব বিশিষ্ট কলম
  • ফয়েল পেপার
  • সুতা

ফাঁপা টিউব বিশিষ্ট কলমের মাঝের কালির টিউবটা ফেলে দিতে হবে। কটন বাডের একদিকের তুলা ফেলে দিতে হবে। এই কটন বাডটি কলমের বাইরের টিউবের মাঝে ঢুকিয়ে দিতে হবে। এখন অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। শেষে হালকা পানি দিয়ে ডিজিয়ে নিতে হবে৷

এখন এটিকে টাচপেন হিসেবে ব্যবহার করা যাবে। তবে আঙ্গুল সব সময় অ্যালুমিনিয়ামের ফয়েল স্পর্শ করে রাখতে হবে। আর কটন বাডের তুলাযুক্ত মাথাটা শুকিয়ে গেলে তা আবার ভিজিয়ে নিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।