কিবোর্ডের ফাংশন কি’সমূহের কাজ

সর্বশেষ আপডেট:

কিবোর্ডের সবার উপরে ফাংশন কি সমূহের অবস্থান। ফাংশন কি মোট ১২টি। এগুলো হলো F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11F12 । নিচে এগুলোর ব্যবহার উল্লেখ করা হলো।

F1 কি-এর ব্যবহার:

  • সাধারণত কোনো প্রোগ্রামের হেল্প মেনু (Help Menu) ওপেন করতে এটি ব্যবহৃত হয়। তাই ‘সহায়তাকারী কি’ হিসেবে বিবেচনা করা হয়।

F2 কি-এর ব্যবহার:

  • সিলেক্টকৃত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করা।
  • Ctrl + F2 : মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা ও প্রিন্ট করা।
  • Alt + Ctrl + F2 : মাইক্রোসফট ওয়ার্ডে (MS Word) নতুন ফাইল ওপেন করতে।

F3 কি-এর ব্যবহার:

  • উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারে (File Explorer) কোনো ফাইল বা ফোল্ডার সার্চ করা।
  • উইন্ডোজ কমান্ডের মাধ্যমে আগের কমান্ডের পুনরাবৃত্তি (Repeat) ঘটানো যায়।

F4 কি-এর ব্যবহার:

  • অ্যাড্রেস বার (Address Bar)-এ কার্সর সরবে।
  • ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায়।
  • Alt + F4 : কোনো প্রোগ্রাম দ্রুত বন্ধ করা। উইন্ডোজ শাট-ডাউন (Shut Down) করা।
  • Ctrl + F4 : বর্তমান বা সক্রিয় ডকুমেন্ট বন্ধ করা। ব্রাউজারের বর্তমান ট্যাব বন্ধ করা।

F5 কি-এর ব্যবহার:

  • রিফ্রেশ (Refresh) করা। যেমন ফাইল এক্সপ্লোরার (File Explorer) ও ইন্টারনেট ব্রাউজার ইত্যাদির বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
  • পাওয়ার পয়েন্টের Slide Show শুরু কিংবা বন্ধ করা।
  • মাইক্রোসফট ওয়ার্ডে (MS Word) Find, Replace, Go To উইন্ডো ওপেন করা যায়।
  • Ctrl + F5 : ক্যাশ (Cache) মুছে গিয়ে ব্রাউজারের বর্তমান পৃষ্ঠাটি সম্পূর্ণ নতুনভাবে লোড হবে।

F6 কি-এর ব্যবহার:

  • স্ক্রিনে বা ডেস্কটপে দৃশ্যমান বিভিন্ন আইটেমের মধ্যে আবর্তন/পরিভ্রমণ করতে।
  • ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা যায় (Ctrl + Shift + F6) এবং Open Wordbook (Ctrl + F6)

F7 কি-এর ব্যবহার:

  • মাইক্রোসফট ওয়ার্ডে বানান পরীক্ষা ও ব্যাকরণগত ভুল নির্ণয় করা।
  • Shift + F7 : ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা যায়।

F8 কি-এর ব্যবহার:

  • নতুনভাবে অপারেটিং সিস্টেম Booting করার সময় এই কি ব্যবহার হয়।
  • Safe Mode-এ উইন্ডোজ চালাতে ব্যবহৃত হয়।
  • Alt + F8 : উইন্ডোজের Sign-in স্ক্রিনে পাসওয়ার্ড দেখতে।

F9 কি-এর ব্যবহার:

  • কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা হয়।

F10 কি-এর ব্যবহার:

  • বিভিন্ন প্রোগ্রামে মেনুবার (Menu Bar) দৃশ্যমান/সিলেক্ট করা।
  • Shift + F10 : সিলেক্টকৃত আইটেমের শর্টকাট মেনু ওপেন করা। অর্থাৎ মাউসের ডান বোতামে ক্লিক করলে যে মেনু ওপেন হয় সেটা আসবে।

F11 কি-এর ব্যবহার:

  • সাধারণত কোনো প্রোগ্রাম পর্দাজুড়ে (Full Screen) প্রদর্শন এবং পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহৃত হয়।

F12 কি-এর ব্যবহার:

  • মাইক্রোসফট ওয়ার্ডে Save As উইন্ডো ওপেন হবে। সেখান থেকে ডকুমেন্টটিকে একই বা ভিন্ন কোনো ফরম্যাটে এবং একই বা ভিন্ন লোকেশনে নতুন করে সেভ করা যায়।
  • অভ্র কিবোর্ডে বাংলা ও ইংরেজি মোডের মধ্যে টুগল (Toggle) করা।
  • ব্রাউজারের ডেভেলপার টুল ওপেন করা।
  • Shift + F12 : মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।
  • Ctrl + Shift + F12 : মাইক্রোসফট ওয়ার্ড ফাইল প্রিন্ট করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।