สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
ফাতিমা-মারইয়ামের জন্যে কিছু ছড়াগান – ইকবির

ফাতিমা-মারইয়ামের জন্যে কিছু ছড়াগান

সর্বশেষ আপডেট:

আমার দুটি জান্নাত, ফাতিমা আর মারইয়ামকে মাঝে মাঝে ছড়া শুনাই। তাদের কয়েকটি –

ঘুম আয় ঘুম।
ফাতিমার ঘুম,
এসে পড় তুই।
ফাতিমা যে—
ঘু–মা–বে।

কুকুর ডাকে ঘেউ-ঘেউ।
বিড়াল ডাকে ম্যাও-ম্যাও।
গরু ডাকে হাম্—বা।
ছাগল ডাকে ব্যা—ব্যা।
শিয়াল ডাকে হুক্কা হুয়া হুয়া হুয়া।
বাবু ডাকে ওয়া ওয়া ওয়া।

পান খাইয়া মুখ লাল করিলা ওগো ফাতিমা। (২ বার)
ফাতিমাগো ফাতিমাগো ফাতিমাগো মা।
(এটার গল্প লাল মুখের রহস্য এই নিবন্ধে)

রেলগাড়ি ঝনাঝন
ছুটে চলে অবিরল।
গ্রাম-শহর পেরিয়ে
যায় দূরে হারিয়ে।

Twinkle twinkle little star… এর বঙ্গানুবাদ:
মিটিমিটি তারা জ্বলে রাতের ঐ আকাশে,
ভেবে অবাক হই! তুমি কোন্ আবেশে?
ধরণীর থেকে দূরে বহুদূরে…
হীরার মতো জ্বলজ্বল করে যে।

এক যে ছিলো বাঘ,
দিতো হালুম ডাক।
তর্জন মর্জন গর্জন করে,
বনময় ঘুরেফিরে
করতো হাঁকডাক।
(জানুয়ারি ২০২৩)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।