ইংরজি কঠিন বানানসমূহ (English spelling)

সর্বশেষ আপডেট:

ইংরেজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর বানানের (Spelling) সাথে উচ্চারণের ভিন্নতা পরিলক্ষিত হয়। এ ধরনের শব্দগুলো লিখার সময় বানানে ভুল হবার সম্ভাবনা বেশি থেকে। তাই এগুলোর বানান মুখস্থ করে রাখা যেতে পারে।

  1. asthma (অ্যাস্‌মা, US অ্যাজ্‌মা) – হাঁপানি।
  2. Cache (ক্যাশ) – (কম্পিউটিং-এ ব্যবহৃত) সংরক্ষিত অস্থায়ী তথ্য বা ডাটা (কিন্তু Cash অর্থ নগদ অর্থ)
  3. campaign
  4. Champagne (শ্যাম্পেইন) – ফরাসি মদবিশেষ।
  5. coffee (কফি) – কফি।
  6. Colonel (কানল্) – সেনাবাহিনীর কর্নেল।
  7. column
  8. Commission, Commissioner (দুটো m)
  9. Committee (কমিটি) – কমিটি, সমিতি।
  10. Coup (কূ) – অভ্যুত্থান।
  11. Czar, Tzar (জার) – রাশিয়ার জার (সম্রাট)।
  12. four, fourteen কিন্তু forty (u নেই)
  13. Lieutenant (লেফ্‌টেন্যান্ট) – ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার।
  14. Machine (Ch = শ)
  15. miscellaneous
  16. Pronounce, কিন্তু Pronunciation (n-এর পর o নেই)।
  17. Queue (কিউ) – সারি, লাইন।
  18. receipt
  19. Salmon (স্যামন) – স্যামন মাছ।
  20. tariff (ট্যারিফ) – ভাড়া, মূল্য তালিকা; আমদানি-রপ্তানি শুল্ক।
  21. Tsunami (সুনামি) – সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভুমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্‌গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।