ডোমেইন পরিবর্তনে করণীয় সমূহ

সর্বশেষ আপডেট:
  1. Search Console-এ নতুন ডোমেইন/প্রোপার্টি যুক্ত করা।
  2. Search Console-এ নতুন ডোমেইন ভেরিফাই করা।
  3. Search Console-এ নতুন ডোমেইন-এর সাইট-ম্যাপ যোগ করা।
  4. analytics.google.com-এ পুরনো ডোমেইন-এর নাম এডিট করে নতুনটা দেয়া। ফলে পুরনো রেকর্ডগুলো রয়ে যাবে।
  5. পুরনো সাইটকে নতুন সাইটে ৩০১ রিডিরেক্ট করা। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে Simple Redirect প্লাগইনটি ব্যবহার করা যায়। এতে করে সহজে সকল লিংক রিডিরেক্ট হয়ে একই url বিশিষ্ট নতুন ডোমেইনে চলে আসবে।
  6. Search Console-এ পুরনো ডোমেইন-এর রিপ্লেসমেন্ট হিসেবে নতুন ডোমেইন অ্যাকটিভ করা।

Search Console-এ পুরনো ডোমেইন পরিবর্তন করা:

Change of Address tool ব্যবহার করে পুরনো ডোমেইন-এর জায়গায় নতুন ডোমেইন যোগ করা যায়। এতে গুগল সার্চে পুরনো ডোমেইন-এর স্থলে নতুন ডোমেইন-এর url দেখাবে।

গুগল সার্চ কনসোল-এর Change of Address tool
গুগল সার্চ কনসোল-এর Change of Address tool

সরাসরি Change of Address tool লিংকে গিয়ে ডোমেইন পরিবর্তন করা যায়। আবার নিচের ধাপগুলো অনুসরণ করেও তা করা যায়।

  1. Google Search Console-এ লগইন করি।
  2. Search Property থেকে কাঙ্ক্ষিত প্রোপার্টি/ডোমেইন সিলেক্ট করি।
  3. Settings-এ যাই।
  4. Property settings-এর অধীনে Change of address সিলেক্ট করি।
  5. Select new site হিসেবে কাঙ্ক্ষিত নতুন ডোমেইনটি সিলেক্ট করি। এই ডোমেইনটি অবশ্যই আগে ভেরিফাই করে নিতে হবে।
  6. Validate & update বোতামে ক্লিক করি।

এরপর পুরনো সাইটে This site is currently moving to newsite.com এই নটিফিকেশন দেখাবে। আর নতুন সাইটে 1 of your other sites is moving to this site.-এই নটিফিকেশন দেখাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।