ব্রাউজারের শর্টকাটসমূহ

সর্বশেষ আপডেট:

আমরা ওয়েবসাইট ব্রাউজ করার জন্যে বিভিন্ন ধরনের ব্রাউজার (Browser) ব্যবহার করে থাকি। যেমন-

  1. মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)
  2. গুগল ক্রোম (Google Chrome)
  3. মাইক্রোসফট এজ (Microsoft Edge)
  4. ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
  5. অপেরা (Opera)
  6. সাফারি (Safari)

এসব ব্রাউজারের কিছু শর্টকাট রয়েছে যা জেনে প্রয়োগ করলে আরো স্বচ্ছন্দে, দ্রুত ও সহজে ওয়েব ব্রাউজিং করা যায়। এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু কিবোর্ড শর্টকাট ও মাউস শর্টকাট দেয়া হল।

কিবোর্ড শর্টকাটসমূহ:

যা করতে চানWindows OS-এ শর্টকাটমন্তব্য
নতুন ট্যাব খুলতেCtrl + T 
বর্তমান ট্যাব বন্ধ (Close) করতেCtrl + W
অথবা
Ctrl + F4
 
বন্ধকৃত ট্যাব পুনরায় খুলতেCtrl + Shift + T 
চালুকৃত (Open) ট্যাবসমূহের মধ্যে আসা-যাওয়া (Move) করতেCtrl + Tabডানদিকে Move করবে
Ctrl + Shift + Tabবামদিকে Move করবে
নতুন উইন্ডো খুলতেCtrl + N 
উইন্ডো বন্ধ করতে/ ব্রাউজার বন্ধ (Exit) করতেCtrl + Shift + W
অথবা
Alt + F4
IE, Edge-এ প্রথমটা কাজ করে না।
বন্ধকৃত উইন্ডো পুনরায় খুলতেCtrl + Shift + NIE, Edge-এ কাজ করে না।
বর্তমান পৃষ্ঠাটি Reload করতে (ব্রাউজারের Scroll Position পরিবর্তন হবে না)F5 
বর্তমান পৃষ্ঠাটি নতুন করে Load করতে (Cache মুছে যাবে এবং সবকিছু নতুন করে Load হবে)Ctrl + F5 
Page Loading বন্ধ করতেEsc 
Full Screen Mode-এ যাওয়া-আসা (Toggle) করতেF11 
ডট কম (.com) এড্রেস সম্পূর্ণ করতে। যেমন- Address Bar-এ iqbir লিখে Ctrl + Enter চাপলে iqbir.com-এ চলে যাবে।Ctrl + Enter 
যখন Menu Bar অপ্রদর্শিত (Hidden) থাকে, তখন মেনুবার Show/Hide করতেAltফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার-এর জন্য প্রযোজ্য।
Scroll Position এক Screen করে নিচে নামতেSpacebar
অথবা
PageDown
 
Scroll Position এক Screen করে উপরে উঠতেShift + Spacebar
অথবা
PageUp
 
পৃষ্ঠার শেষে যেতেEnd
অথবা
Ctrl +
দ্বিতীয়টা ফায়ারফক্স-এর জন্য প্রযোজ্য।
পৃষ্ঠার শুরুতে ফিরে আসতেHome
অথবা
Ctrl +
দ্বিতীয়টা ফায়ারফক্স-এর জন্য প্রযোজ্য।
ওয়েবপেজ বড় করে দেখতে (Zoom In)Ctrl + + 
ওয়েবপেজ ছোট করে দেখতে (Zoom Out)Ctrl + - 
ওয়েবপেজ স্বাভাবিক ‌আকারে দেখতে (Zoom Reset)Ctrl + IE-এর ক্ষেত্রে Number Pad-এর কাজ করে না।
বর্তমান পৃষ্ঠাটি প্রিন্ট করতেCtrl + P 
ব্রাউজার বন্ধ (Exit) করতেCtrl + Shift + W
অথবা
Alt + F4
IE, Edge-এ প্রথমটা কাজ করে না।

মাউস শর্টকাটসমূহ:

Ctrl + ClickCtrl চেপে ধরে কোনো লিংকের (Link) উপর ক্লিক করলে লিংকটি নতুন ট্যাবে খুলবে।
নতুন ট্যাবে লিংক খোলাকোনো লিংকের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের হুইল বাটনে চাপলে ঐ লিংটি নতুন ট্যাবে খুলবে।
ট্যাব বন্ধ (Close) করাকোনো ট্যাবের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের হুইল বাটনে চাপলে ঐ ট্যাবটি বন্ধ হয়ে যাবে।
অটো স্ক্রল (Auto Scroll)কোনো ওয়েব পেজের ফাঁকা জায়গায় মাউসের হুইল বাটনে চাপলে উপরে-নিচে তীর চিহ্ন সম্বলিত একটি আইকন আসবে। এখন মাউস পয়েন্টার নিচের দিকে একটু নামালে ওয়েব পেজটির শেষ পর্যন্ত নিচের দিকে Automatically নামতে থাকবে। একইভাবে মাউস পয়েন্টার উপরের দিকে একটু উঠালে ওয়েব পেজটির উপর পর্যন্ত Automatically ‌উঠতে থাকবে। স্ক্রল (Scroll)-এর গতি মাউস পয়েন্টারের গতির সাথে সম্পর্কিত।

Reference: Keyboard shortcuts – Perform common Firefox tasks quickly

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।