বাংলা অঙ্ক, পূরণ ও তারিখবাচক সংখ্যা

সর্বশেষ আপডেট:

সংখ্যাবাচক শব্দ কী?

সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। সংখ্যা গণনার মূল একক ‘এক’। এর উপর ভিত্তি করে দুই, তিন, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি শব্দের সৃষ্টি হয়েছে।

সুতরাং যেসব শব্দ দ্বারা কোনো কিছুর গণনা, পরিমাণ, সমষ্টি বা পর্যায়ক্রমিক অবস্থান ইত্যাদি সম্বন্ধে ধারণা জন্মে, তাদেরকে সংখ্যাবাচক শব্দ বলা হয়। যেমন, দশ টাকা। এখানে ‘দশ’ দ্বারা আমরা বুঝি যে, দশটি এক টাকা নিলে যত হয় তত টাকা।

সংখ্যাবাচক শব্দের প্রকারভেদ:

সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যথা:-

  1. অঙ্কবাচক
  2. পরিমাণ বা গণনাবাচক
  3. ক্রম বা পূরণবাচক
  4. তারিখবাচক

১. অঙ্কবাচক সংখ্যা :

কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে লিখলে তাকে বলে অঙ্কবাচক সংখ্যা। অঙ্কবাচক সংখ্যা হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ইত্যাদি। যেমন- ১০ টাকা, ৫টি আম ইত্যাদি।

২. পরিমাণ বা গণনাবাচক সংখ্যা : 

কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ কথায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন- দশটি টাকা, পাঁচটি আম ইত্যাদি।

পরিমাণ বা গণনাবাচক সংখ্যা হলো- এক,  দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ ইত্যাদি। এছাড়াও রয়েছে,

  • চৌথ, সিকি, পোয়া, এক চতুর্থাংশ = এক এককের চার ভাগের এক ভাগ (অভিধানে চৌথ শব্দ রয়েছে। আর নবম-দশম শ্রেণির বইয়ে চৌথা রয়েছে)
  • তেহাই, এক তৃতীয়াংশ = এক এককের তিনভাগের এক ভাগ
  • অর্ধ বা আধা = এক এককের দুই ভাগের এক ভাগ
  • এক অষ্টমাংশ = এক এককের আট ভাগের এক ভাগ
  • তিন চতুর্থাংশ = এক এককের চার ভাগের তিন ভাগ
  • এক পঞ্চমাংশ = এক এককের পাঁচ ভাগের এক ভাগ
  • এক দশমাংশ = দশ ভাগের এক ভাগ
  • তিন অষ্টমাংশ = আট ভাগের তিন ভাগ
  • সওয়া বা সোয়া = এক ভাগ এবং চার ভাগের এক ভাগ
  • দেড় = এক ও আধা = আধা কম দুই
  • আড়াই = দুই ও আধা = আধা কম তিন
  • সাড়ে = আধা বেশি (যেমন, সাড়ে তিন)

৩. ক্রম বা পূরণবাচক শব্দ :

একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা বলে। যেমন- প্রথম ছাত্র, তৃতীয় বেঞ্চ।

অর্থাৎ, ক্রমবাচক বা পূরণবাচক শব্দগুলো হলো- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ইত্যাদি।

৪. তারিখবাচক শব্দ :

বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়, তাকে তারিখবাচক শব্দ বলে। যেমন- পহেলা বৈশাখ, বাইশে শ্রাবণ ইত্যাদি।

বাংলা তারিখবাচক শব্দের প্রথম চারটি হিন্দি নিয়মে গঠিত হয়েছে। সেগুলো হলো পয়লা, দোসরা, তেসরা, চৌঠা। বাকিগুলো অবশ্য বাংলার নিজস্ব নিয়মেই গঠিত হয়েছে।

সংখ্যাবাচক শব্দের তালিকা:

নিচের টেবিলে বংলা অঙ্ক, পূরক ও তারিখবাচক সংখ্যা দেয়া হলো।

অঙ্ক বা সংখ্যাগণনাবাচক / কথায়পূরণবাচক বা ক্রমবাচকতারিখবাচক
এক১মপ্রথম১লা (পহেলা / পয়লা)
দুই২য়দ্বিতীয়২রা (দোসরা)
তিন৩য়তৃতীয়৩রা (তেসরা)
চার৪র্থচতুর্থ৪ঠা (চৌঠা)
পাঁচ৫মপঞ্চম৫ই (পাঁচই)
ছয়৬ষ্ঠষষ্ঠ৬ই (ছউই)
সাত৭মসপ্তম৭ই (সাতই)
আট৮মঅষ্টম৮ই (আটই)
নয়৯মনবম৯ই (নউই)
১০দশ১০মদশম১০ই (দশই)
১১এগারো / এগার১১শ / ১১তমএকাদশ১১ই (এগারই)
১২বারো / বার১২শ / ১২তমদ্বাদশ১২ই (বারই)
১৩তেরো / তের১৩শ / ১৩তমত্রয়োদশ১৩ই (তেরই)
১৪চৌদ্দ১৪শ / ১৪তমচতুর্দশ১৪ই (চৌদ্দই)
১৫পনেরো / পনের১৫শ / ১৫তমপঞ্চদশ১৫ই (পনেরই)
১৬ষোলো / ষোল১৬শ / ১৬তমষোড়শ১৬ই (ষোলই)
১৭সতেরো / সতের১৭শ / ১৭তমসপ্তদশ১৭ই (সতেরই)
১৮আঠারো / আঠার১৮শ / ১৮তমঅষ্টাদশ১৮ই (আঠারই)
১৯উনিশ / ঊনিশ১৯শ / ১৯তমঊনবিংশ, ঊনবিংশতিতম১৯শে (ঊনিশে)
২০বিশ / কুড়ি২০শ / ২০তমবিংশ, বিংশতিতম২০শে (বিশে)
২১একুশ২১শ / ২১তমএকবিংশ, একবিংশতিতম২১শে (একুশে)
২২বাইশ২২শ / ২২তমদ্বাবিংশ, দ্বাবিংশতিতম২২শে (বাইশে)
২৩তেইশ২৩শ / ২৩তমত্রয়োবিংশ, ত্রয়োবিংশতিতম২৩শে (তেইশে)
২৪চব্বিশ২৪শ / ২৪তমচতুর্বিংশ, চতুর্বিংশতিতম২৪শে (চব্বিশে)
২৫পঁচিশ২৫শ / ২৫তমপঞ্চবিংশ, পঞ্চবিংশতিতম২৫শে (পঁচিশে)
২৬ছাব্বিশ২৬শ / ২৬তমষড়্‌বিংশ, ষড়্‌বিংশতিতম২৬শে (ছাব্বিশে)
২৭সাতাশ২৭শ / ২৭তমসপ্তবিংশ, সপ্তবিংশতিতম২৭শে (সাতাশে)
২৮আটাশ২৮শ / ২৮তমঅষ্টাবিংশ, অষ্টাবিংশতিতম২৮শে (আটাশে)
২৯উনত্রিশ / ঊনত্রিশ২৯শ / ২৯তমঊনত্রিংশ, ঊনত্রিংশত্তম২৯শে (ঊনত্রিশে)
৩০ত্রিশ৩০শ / ৩০তমত্রিংশ, ত্রিংশত্তম৩০শে (ত্রিশে)
৩১একত্রিশ৩১শ / ৩১তমএকত্রিংশ, একত্রিংশত্তম৩১শে (একত্রিশে)
৩২বত্রিশ৩২শ / ৩২তমদ্বাত্রিংশ, দ্বাত্রিংশত্তম
৩৩তেত্রিশ৩৩শ / ৩৩তমত্রয়স্ত্রিংশ, ত্রয়স্ত্রিংশত্তম
৩৪চৌত্রিশ৩৪শ / ৩৪তমচতুস্ত্রিংশ, চতুস্ত্রিংশত্তম
৩৫পঁয়ত্রিশ৩৫শ / ৩৫তমপঞ্চত্রিংশ, পঞ্চত্রিংশত্তম
৩৬ছত্রিশ৩৬শ / ৩৬তমষট্‌ত্রিংশ, ষট্‌ত্রিংশত্তম
৩৭সাঁইত্রিশ৩৭শ / ৩৭তমসপ্তত্রিংশ, সপ্তত্রিংশত্তম
৩৮আটত্রিশ৩৮শ / ৩৮তমঅষ্টাত্রিংশ, অষ্টাত্রিংশত্তম
৩৯উনচল্লিশ / ঊনচল্লিশ৩৯শ / ৩৯তমঊনচত্বারিংশ, ঊনচত্বারিংশত্তম
৪০চল্লিশ৪০শ / ৪০তমচত্বারিংশ, চত্বারিংশত্তম
৪১একচল্লিশ৪১শ / ৪১তমএকচত্বারিংশ, একচত্বারিংশত্তম
৪২বিয়াল্লিশ৪২শ / ৪২তমদ্বিচত্বারিংশ, দ্বিচত্বারিংশত্তম
৪৩তেতাল্লিশ৪৩শ / ৪৩তমত্রিচত্বারিংশ, ত্রিচত্বারিংশত্তম
৪৪চুয়াল্লিশ / চৌচল্লিশ (আঞ্চলিক)৪৪শ / ৪৪তমচতিশ্চত্বারিংশ, চতিশ্চত্বারিংশত্তম
৪৫পঁয়তাল্লিশ৪৫শ / ৪৫তমপঞ্চচত্বারিংশ, পঞ্চচত্বারিংশত্তম
৪৬ছেচল্লিশ / ছিচল্লিশ৪৬শ / ৪৬তমষট্‌চত্বারিংশ, ষট্‌চত্বারিংশত্তম
৪৭সাতচল্লিশ৪৭শ / ৪৭তমসপ্তচত্বারিংশ, সপ্তচত্বারিংশত্তম
৪৮আটচল্লিশ৪৮শ / ৪৮তমঅষ্টচত্বারিংশ, অষ্টচত্বারিংশত্তম
৪৯উনপঞ্চাশ / ঊনপঞ্চাশ৪৯তমঊনপঞ্চাশত্তম
৫০পঞ্চাশ৫০তমপঞ্চাশত্তম
৫১একান্ন৫১তমএকপঞ্চাশত্তম
৫২বাহান্ন / বায়ান্ন৫২তমদ্বাপঞ্চাশত্তম
৫৩তেপ্পান্ন / তিপ্পান্ন৫৩তমত্রিপঞ্চাশত্তম
৫৪চুয়ান্ন৫৪তমচতুঃপঞ্চাশত্তম
৫৫পঞ্চান্ন৫৫তমপঞ্চপঞ্চাশত্তম
৫৬ছাপ্পান্ন৫৬তমষট্‌পঞ্চাশত্তম
৫৭সাতান্ন৫৭তমসপ্তপঞ্চাশত্তম
৫৮আটান্ন৫৮তমঅষ্টপঞ্চাশত্তম
৫৯উনষাট / ঊনষাট৫৯তমঊনষষ্টিতম
৬০ষাট৬০তমষষ্টিতম
৬১একষট্টি৬১তমএকষষ্টিতম
৬২বাষট্টি৬২তমদ্বাষষ্টিতম
৬৩তেষট্টি / তিষট্টি৬৩তমত্রয়ঃষষ্টিতম
৬৪চৌষট্টি৬৪তমচতুঃষষ্টিতম
৬৫পঁয়ষট্টি৬৫তমপঞ্চষষ্টিতম
৬৬ছেষট্টি৬৬তমষট্‌ষষ্টিতম
৬৭সাতষট্টি৬৭তমসপ্তষষ্টিতম
৬৮আটষট্টি৬৮তমঅষ্টষষ্টিতম
৬৯উনসত্তর / ঊনসত্তর৬৯তমঊনসপ্ততিতম
৭০সত্তর৭০তমসপ্ততিতম
৭১একাত্তর৭১তমএকসপ্ততিতম
৭২বাহাত্তর / বায়াত্তর৭২তমদ্বিসপ্ততিতম
৭৩তিয়াত্তর৭৩তমত্রিসপ্ততিতম
৭৪চুয়াত্তর৭৪তমচতুঃসপ্ততিতম
৭৫পঁচাত্তর৭৫তমপঞ্চসপ্ততিতম
৭৬ছিয়াত্তর৭৬তমষট্‌সপ্ততিতম
৭৭সাতাত্তর৭৭তমসপ্তসপ্ততিতম
৭৮আটাত্তর৭৮তমঅষ্টসপ্ততিতম
৭৯উনআশি / ঊনআশি৭৯তমঊনশীতিতম
৮০আশি৮০তমঅশীতিতম
৮১একাশি৮১তমএকাশীতিতম
৮২বিরাশি৮২তমদ্ব্যশীতিতম
৮৩তিরাশি৮৩তমত্র্যশীতিতম
৮৪চুরাশি / চৌরাশি৮৪তমচতুরশীতিতম
৮৫পঁচাশি৮৫তমপঞ্চাশীতিতম
৮৬ছিষাশি৮৬তমষড়শীতিতম
৮৭সাতাশি৮৭তমসপ্তাশীতিতম
৮৮আটাশি৮৮তমঅষ্টাশীতিতম
৮৯উননব্বই / ঊননব্বই৮৯তমঊননবতিতম
৯০নব্বই৯০তমনবতিতম
৯১একানব্বই৯১তমএকনবতিতম
৯২বিরানব্বই৯২তমদ্বিনবতিতম
৯৩তিরানব্বই৯৩তমত্রিনবতিতম
৯৪চুরানব্বই৯৪তমচতুর্নবতিতম
৯৫পঁচানব্বই৯৫তমপঞ্চনবতিতম
৯৬ছিয়ানব্বই৯৬তমষণ্নবতিতম
৯৭সাতানব্বই৯৭তমসপ্তনবতিতম
৯৮আটানব্বই৯৮তমঅষ্টনবতিতম
৯৯নিরানব্বই ৯৯তমনবনবতিতম
১০০একশ১০০তমশততম
১০১একশ এক১০১তমএকাধিক শততম
১০২একশ দুই১০২তমদ্ব্যধিক শততম
১০৩একশ তিন১০৩তমত্র্যধিক শততম
১০৪একশ চার১০৪তমচতুরধিক শততম
১০৫একশ পাঁচ১০৫তমপঞ্চাধিক শততম
১০৬একশ ছয়১০৬তমষড়ধিক শততম
১০৭একশ সাত১০৭তমসপ্তাধিক শততম
১০৮একশ আট১০৮তমঅষ্টাধিক শততম
১০৯একশ নয়১০৯তমনবাধিক শততম
১১০একশ দশ১১০তমদশাধিক শততম
১১৫একশ পনেরো১১৫তমপঞ্চদশাধিক শততম
১২০একশ বিশ১২০তমবিংশাধিক শততম
১৫০‌একশ পঞ্চাশ১৫০তমসার্ধশততম
১৫১‌একশ একান্ন১৫১তমএকাধিক সার্ধশততম
১৫২‌একশ বায়ান্ন১৫২তমদ্ব্যধিক সার্ধশততম
১৫৩‌একশ তিপ্পান্ন১৫৩তমত্র্যধিক সার্ধশততম
১৫৪‌একশ চুয়ান্ন১৫৪তমচতুরধিক সার্ধশততম
১৫৫‌একশ পঞ্চান্ন১৫৫তমপঞ্চাধিক সার্ধশততম
১৫৬‌একশ ছাপ্পান্ন১৫৬তমষড়ধিক সার্ধশততম
১৫৭‌একশ সাতান্ন১৫৭তমসপ্তাধিক সার্ধশততম
১৫৮‌একশ আটান্ন১৫৮তমঅষ্টাধিক সার্ধশততম
১৫৯‌একশ ঊনষাট১৫৯তমনবাধিক সার্ধশততম
১৬০‌একশ ষাট১৬০তমদশাধিক সার্ধশততম
১৬১‌একশ একষট্টি১৬১তমএকাদশাধিক সার্ধশততম
২০০দুইশ২০০তম
১০০০এক হাজার১০০০তমসহস্রতম
১০০১এক হাজার এক১০০১তমএকাধিক সহস্রতম
১০,০০০দশ হাজার
১,০০,০০০এক লক্ষ/ লাখ
১০,০০,০০০দশ লক্ষ/লাখ
১,০০,০০,০০০এক কোটি

নোট:

  • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে (২০১৬) এক কম বুঝাতে দীর্ঘ-ঊ (ঊন) এর বদলে হ্রস্ব-উ (উন) ব্যবহৃত হয়েছে। যেমন, উনিশ, উনত্রিশ, উনচল্লিশ, উনপঞ্চাশ, উনষাট, উনসত্তর, উনআশি, উননব্বই।
  • সাধারণত বর্তমানে তারিখবাচক সংখ্যা লিখতে ১লা, ২রা এভাবে না লিখে শুধু সংখ্যা লিখা হয়। যেমন, ২৫ বৈশাখ, ১১ জ্যৈষ্ঠ, ৭ মার্চ ইত্যাদি।

রেফারেন্স:

  • বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণির বোর্ডের বই), পুনর্মুদ্রণ: ২০১৭, পৃষ্ঠা: ৫৫।
  • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রকাশ: ২০১৬, পরিশিষ্ট খ: সংখ্যা ও পূরক, পৃষ্ঠা: ১৪২৫-১৪২৮।
  • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রকাশ: ২০১৬, পরিশিষ্ট গ: বাংলা তারিখ ও সময়, পৃষ্ঠা: ১৪২৯।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।