বাংলায় প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দসমূহ

সর্বশেষ আপডেট:

কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ প্রায় একই, কিন্ত বানান ভিন্ন। তাই এসব শব্দ লিখতে গিয়ে অনেক সময় বানান ভুল হয়ে যায়। বাংলা ব্যাকরণে এদেরকে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ (Homophone) বলা হয়। এ ধরনের কিছু শব্দ নিচে দেয়া হলো।

অকৃতদার – অবিবাহিত
অকৃতাদর – অনাদৃত, উপেক্ষিত
অঘ্রাণ – ঘ্রাণহীন
অঘ্রান – অগ্রহায়ণ
আঘ্রাণ – গন্ধ-গ্রহণ, গন্ধ
অচল – স্থির, অপ্রচলিত, পর্বত
উচল – উঁচু, উচ্চ
অছি – অসিয়তকারী, সম্পত্তির তত্ত্বাবধায়ক, trustee
অসি – তলোয়ার
ঐশী – ঐশ (ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক)-এর স্ত্রী-লিঙ্গ
অজগর
অজাগর
অটল – স্থির
অতল – গভীর
অণু – অতি সূক্ষ্ম কণা
অনু – পেছনের দিক
অণুবাদ
অনুবাদ
অণ্ড – ডিম
অন্ধ – দৃষ্টিহীন
অতসী – তিসি
আতশি – অগ্নিময়, আগ্নেয়
অদক্ষ – অপটু, অনিপুণ
অধ্যক্ষ – প্রিন্সিপাল
অধীন
ওদিন
অন
ওয়ান
অনাবৃতি – আবরণহীনতা
অনাবৃত্তি – অনভ্যাস
অনিল – বাতাস
অনীল – যা নীল নয়
আনীল – নীলাভ
অনুদিত – উদিত হয়নি এমন, অপ্রকাশিত
অনূদিত – অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত
অন্ত – মৃত্যু
অন্ত্য – শেষ
অন্তঃ – মধ্যে
অন্তঃসত্তা – আত্মা
অন্তঃসত্ত্বা – গর্ভবতী
অন্ন – ভাত
অন্য – অপর, ভিন্ন
অন্যত – অন্যভাবে
অন্যত্ব – ভিন্নতা
অন্যত্র – অন্য স্থানে
অন্যভৃত – কোকিল, পরভৃত
অন্যভৃৎ – কাক, পরভৃৎ
অন্যান্য – অপরাপর
অন্যোন্য – পরস্পর
অপত্য – সন্তান
অপথ্য – কুপথ্য
অপর – অন্য
উপর, ওপর – ঊর্ধ্বদিক
উপুড় – অধোমুখী, নিম্নমুখী
অপার – অগাধ
ওপার – অন্য পার, বিপরীত কূল
অবদান – মহৎ বা প্রশংসনীয় কীর্তি
অবধান – প্রণিধান, মনোযোগ সহকারে শ্রবণ
অবদ্ধ – মুক্ত
অবদ্য – অকথ্য
অবধ্য – বধের অযোগ্য
অবন্ধ্য – বন্ধ্যা নয় এমন
অবশ – অসাড়
অবস – সূর্য, রাজা
অবাধ – বাধাহীন
আবাদ – কৃষিকর্ম, চাষ
অবিকৃত – বিকৃতিহীন, বিশুদ্ধ
অবিক্রীত – বিক্রি হয়নি এমন
অবিজ্ঞ – মূর্খ
অভিজ্ঞ – বিজ্ঞ, জ্ঞানী
অবিদ্বান – অপণ্ডিত
অবিধান – অশাস্ত্রীয় ব্যবস্থা
অভিধান – শব্দকোষ, dictionary
অবিনয় – বিনয়ের অভাব
অভিনয় – নাট্য প্রদর্শন, ভান, অনুকরণ
অবিমিশ্র – খাঁটি, নির্ভেজাল
অবিমৃশ্য – অবিবেচক, অসহনশীল
অবিরত – বিরামহীন
অভিরত – অত্যন্ত অনুরক্ত
অবিরাম – বিরামহীন
অভিরাম – সুন্দর
অবিহিত – শাস্ত্রবিরুদ্ধ
অভিহিত – নামবিশিষ্ট
অবীর
আবির – সুগন্ধি রঞ্জক দ্রব্য
আভীর – গোয়ালা জাতিবিশেষ
অবেদন – অনুভূতিলোপ, anaesthesia
আবেদন – দরখাস্ত
অব্যবহার
অভ্যবহার
অভি – সম্মুখ/সমীপ (উপসর্গ)
অভী – ভয়হীন, নির্ভীক
অমত – অসম্মতি
অমত্ত – মত্ততাশূন্য
অমর্ত – অমৃত, সুধা
অমর্ত্য – স্বর্গীয়
অমর – মৃত্যুহীন
অমরা – গর্ভফুল, placenta
অমরা – গর্ভফুল, placenta
উমরা, ওমরা – অভিজাতবর্গ, আমিরগণ
উমরাহ, ওমরাহ – কাবা জিয়ারত
অযুগ্ম – বিজোড়
অযোগ্য – অনুপযুক্ত
অযোদ্ধা – যুদ্ধবিদ্যায় অপারদর্শী ব্যক্তি
অযোধ্যা – উত্তর ভারতের নগরবিশেষ
অর্ঘ – মূল্য
অর্ঘ্য – পূজার উপকরণ
অশন – ভোজন, আহার
অসন – ক্ষেপণ
আসন –
অশ্ব – ঘোড়া
অশ্ম – পাথর
অষ্ট – ৮ সংখ্যা
অস্ত – গ্রহনক্ষত্রের ডুব
অস্ত্র – হাতিয়ার
আস্ত – পুরো
অসংগত – অযৌক্তিক
অসংঘট – অঘটনীয়
অসার – বাজে, অপদার্থ
অসাড় – সাড়হীন, চেতনা নেই এমন
অশূর – যে বীর নয়
অসুর – দানব/দৈত্য
অংশ – ভাগ
অংস – কাঁধ, স্কন্ধ
আগর – গন্ধকাষ্ঠবিশেষ
আগড় – অর্গল, খিল
আঘাট – ব্যবহারের অযোগ্য ঘাট
আঘাত – প্রহার
আঘ্রাত – ঘ্রাণ নেওয়া বা শোঁকা হয়েছে এমন
আচার – মুখরোচক খাদ্যবস্তুবিশেষ
আছাড় – হঠাৎ পতন
আচ্ছন্ন – আচ্ছাদিত
আচ্ছিন্ন – খণ্ডিত
আসন্ন – নিকটবর্তী
আছর
আসর
আছার
আষাঢ় – বাংলা মাসের নাম
আসার – প্রবল বর্ষণ
আজিব
আজীব
আট – অষ্ট, ৮ সংখ্যা
আঁট – দৃঢ়
আঁত – নাড়ি
আটা – গমের গুঁড়া
আঁটা – সংকুলান হওয়া
আতা – ফলবিশেষ
আত্ত – বশীভূত (আয়ত্ত > আত্ত)
আত্ম – স্বয়ং, নিজ
আত্মহত্যা – আত্মহনন
আত্মহন্তা – আত্মহত্যাকারী
আদা – একপ্রকার মসলা, আদ্রক
আধা – অর্ধেক
আদাড় – আবর্জনা ফেলার স্থান, আস্তাকুঁড়
আধার – পাত্র
আঁধার – অন্ধকার
আদান – গ্রহণ
আধান – বৈদ্যুতিক চার্জ
আদি – প্রথম, মূল
আধি – দুশ্চিন্তা, উৎকণ্ঠা
আঁধি – আকাশ অন্ধকার করে আসে এমন ধূলিঝড়
আপণ – দোকান
আপন – নিজ
আপাত – প্রতীয়মান
আপাতত – এখন
আবছা – অস্পষ্ট
আবছায়া – ছায়ামূর্তি, আলোছায়া
আবরণ – আচ্ছাদন
আভরণ – অলংকার, গহনা
আবাস – বাসস্থান
আভাষ – ভূমিকা, মুখবন্ধ
আভাস – ইঙ্গিত
আবাসন
আভাষণ
আমরা
আমড়া
আশ – আহার, আশা।
আঁশ – তন্তু, মাছের শল্ক
আশা – বাসনা, প্রত্যাশা
আসা – আগমন করা
আর – এবং, অথবা, এরপর
আড় – প্রস্থ, আড়াল
আলু
আলো
আশি – ৮০ সংখ্যা
আশী – সাপের দাঁত
আসি – আগমন
আসক্তি – অনুরাগ
আসত্তি – নৈকট্য
আয়ত – বিস্তৃত, প্রসারিত
আয়ত্ত – অধিকার, অধীন
আয়স – লোহা
আয়াস – বিলাস, প্রচেষ্টা
আয়েশ – বিলাস, আরাম
আঁতেল – পণ্ডিত
এঁটেল – এক প্রকার মাটি
ইন্দ্রজালিক – জাদুবিদ্যা সম্বন্ধীয়
ঐন্দ্রজালিক – জাদুবিদ্যা সম্বন্ধীয়
ইন্দ্রজালিক = ঐন্দ্রজালিক
ইহা – এই
ঈহা – ইচ্ছা, চেষ্টা
উকুন – একপ্রকার ক্ষুদ্র পরজীবী কীট
একুন – মোট
একোন – এক কম এমন
উঠান, উঠোন – আঙিনা
উঠানো – উত্তোলন করা
উদ্ধত – দুর্বিনীত, উগ্র
উদ্যত – উন্মুখ, উদ্যমশীল
উপধান – বালিশ, প্রণয়
উপাদান – উপকরণ
উপাধান – বালিশ
উপধি – ছল, চাতুরি
উপাধি – খেতাব
উপল – পাথর, শিলা
উৎপল – পদ্ম
উড়ি – অকর্ষিত জমিতে বাতাসে উড়েপড়া ধান থেকে উৎপন্ন ধানের চারা বা তার ফসর, নীবার, উড়িধান
ঊঢ়ি – বিবাহ, পরিণয়
উড়ো – উড়তে পারে এমন
উরু – প্রশস্ত, বিশাল
ঊরু – মানবদেহের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত অংশ, উরুত
উহ্য – বহনীয়
ঊহ্য – অনুক্ত, অব্যক্ত
একই রকম (একজাতীয়)
একরকম (কোনোমতে, একরকম বেঁচে আছি)
একত্ব – একতা
একত্র – সমবেত, মিলিত
একবারে
একেবারে
একা – একলা
এক্কা – এক ঘোড়ায় টানা দু-চাকার গাড়ি
ওজন – মাপ
ওজোন – তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গঠিত অণু, ozone
ওষধি – যে গাছ একবার ফল দিয়েই মারা যায়
ঔষধি – যে গাছ থেকে ওষুধ তৈরি হয়
ওষ্ঠ – ঠোঁট
ওষ্ঠ্য, ঔষ্ঠ্য – ওষ্ঠজাত
কই – মাছবিশেষ, কোথায়
কয় – কত
কচড়া – মোটা দড়ি, কাছি
কচলা – রগড়ানো
কড়চা – রোজনামচা
কণ্ঠ – গলার স্বর
কণ্ঠ্য – কণ্ঠজাত
কণা – অণু, খণ্ড
কন্না – ঘরের কাজ
কন্যা – মেয়ে, তনয়া
কান্না – ক্রন্দন
কন্দ – যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নিচে থাকে
কন্ধ – কাঁধ, স্কন্ধ
কপট – ছলপূর্ণ
কপোত – কবুতর
কপাল – ললাট
কপোল – গাল
কবরী – খোঁপা
করবী – ফুলবিশেষ
কম – অল্প
ক্রম – পরম্পরা
কমল – পদ্ম
কলম – লেখনী
করজ
কর্জ
কর্ষণ – চাষ
কষণ – কষ্টিপাথরে ঘষে পরীক্ষণ
কষন – চামড়ায় কষ প্রয়োগ
করা – কাজ করা
কড়া – কঠোর
করি – আমি করি
কড়ি – অর্থ
কলপিত
কল্পিত
কশ – ওষ্ঠাধরের দুই কোণ, সৃক্কণী
কষ – গাছের রস, কষ্টিপাথর
কশা – চাবুক
কষা – কষ দেয়া, কষ্টিপাথরে ঘষে সোনা যাচাই করা
কাক – এক প্রকার পাখি, বায়স, পরভৃৎ
কাঁক – কোমর, বগল
কাচা – আছাড় দিয়ে কাপড় ধোয়া
কাঁচা – অপক্ব
কাজি
কাঁজি
কাটা – কর্তন করা
কাঁটা – মাছের হাড়
কাতা – নারকেলের ছোবড়ার তৈরি দড়ি
কালি – কলঙ্ক, লেখার জন্য ব্যবহৃত কালো তরল পদার্থ
কালী – শিবপত্নী
কাশি – শ্বাসনালির প্রদাহজনিত রোগবিশেষ
কাশী – তীর্থস্থানবিশেষ, বেনারস, বারাণসী
কিশতি – নৌকা
কিস্তি – নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিশোধযোগ্য ঋণের অংশ, installment
কীটঘ্ন – কীটনাশক
কৃতঘ্ন – উপকারীর অপকার করে এমন
কুচ – স্তন
কুঁচ – এক ধরনের ফল
কুড় – স্তূপ, গাদা, কুষ্ঠরোগ
কুঁড় – গর্ত, জলাশয়, স্তূপ, গাদা
কুড়া – ঝাঁট দেওয়া
কুঁড়া – ধানের খোসা
কুঁড়ি – মুকুল
কুড়ি – বিশ (সংখ্যা)
কুজন – মন্দ লোক
কূজন – পাখির ডাক, কাকলি
কুল – বংশ
কূল – নদীর তীর
কৃতঘ্ন – অকৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না এমন, উপকারীর অপকার করে এমন
কৃতজ্ঞ – অকৃতঘ্ন, উপকারীর উপকার স্বীকার করে এমন
কৃত্ত – খণ্ডিত, কর্তিত
কৃত্য – করণীয়, কর্তব্য
কৃত্যা – ছলনা
কৃশ – রোগা, শীর্ণ
কৃষ্য – চাষের উপযোগী
কোণ – কোনা
কোন – কোন্‌টি
ক্বণ – বীণা প্রভৃতি বাদ্যযন্ত্রের ঝংকার, নিক্বণ
কোন্দল
কোন্ দল?
ক্ষমার্য –
ক্ষমার্হ – ক্ষমার যোগ্য
ক্ষর – ক্ষরণ, নিঃসরণ
খড় – বিচালি
ক্ষিপ্ত – খ্যাপা
ক্ষিপ্র – দ্রুত
ক্ষুধা – খাওয়ার প্রবৃত্তি
খুদা, খোদা – খনন করা
খোদা – বিধাতা, ঈশ্বর
ক্ষুর – ক্ষৌরকর্ম করার ধারালো অস্ত্রবিশেষ
খুর –
-খোর –
ক্ষোভ – আন্দোলন
খুব – অতিশয়
খুঁট – ধুতি বা শাড়ির প্রান্তভাগ
খুঁত – দোষ, ত্রুটি
খুদ – চালের ভাঙা অংশ
খোদ – স্বয়ং, নিজ
গজব
গুজব
গর্ব –
গর্ভ –
গড় – গণিতে মধ্যম মান
গর – বিষ
গোর – কবর
গোঁড় – নাভির স্ফীত মাংসপিণ্ড
ঘর – গৃহ
ঘোর – মোহ, ঘন
ঘোড় – ঘোড়াসংক্রান্ত
গড়ি – গঠন করি
ঘড়ি – সময় নিরূপক যন্ত্র
গা – শরীর, দেহ
গাঁ – গ্রাম
ঘা – প্রহার, ক্ষত
গাই – গাভি, গান করি
ঘাই – আঘাত, গুঁতো
গাওয়া
ঘাওয়া (ঘাওয়া ঘি)
গাছ
ঘাস
গাথা
গাঁথা
গাদা – রাশি, স্তূপ
গাধা – গর্দভ
গাঁদা – ফুলবিশেষ
গাম –
ঘাম –
গাঢ় – ঘন, গভীর, নিবিড়
গারো – একটি পর্বতের নাম, একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম
ঘাড় – গ্রীবা, গর্দান
গুণ – স্বভাব, গুণন
গুন – চটের থলি
ঘুণ – কাঠ ধ্বংসকারী পোকা
গুম – গায়েব, নিখোঁজ
ঘুম – তন্দ্রা, নিদ্রা
গুড় – আখ, খেজুর ইত্যাদির তৈরি মিষ্ট খাদ্যবস্তু, মিঠাই
গূঢ় – গুপ্ত, দুর্বোধ্য
গুড়া – নৌকার দুইপাশে বসার তক্তা, নৌকার আড়কাঠ
গুঁড়া – চূর্ণ, কণা, Powder
গোঁড়া – অন্ধবিশ্বাসী, একগুঁয়ে
গোড়া – মূল, ভিত্তি
গোরা – গৌরবর্ণ, ফরসা, শেতাঙ্গ
ঘুরা, ঘোরা – পাক খাওয়া, ভ্রমণ করা
ঘোড়া – চতুষ্পদ জন্তুবিশেষ, অশ্ব
গুঁড়ি – গাছের কাণ্ড
গুড়ি – হামাগুড়ি
ঘুড়ি – আকাশে ওড়ানোর খেলনাবিশেষ, ঘোটকী
গুঁতা – কনুই, লাঠি, শিং প্রভৃতির ধাক্কা বা আঘাত
গোটা – আস্ত
ঘটা – সংঘটিত হওয়া
গোমেদ
গোমেধ
গোল – বৃত্ত, গোলমাল, goal
ঘোল – মাঠা
গোলা – ধান রাখার বড়ো আধারবিশেষ, কামানের গোলা
ঘোলা – কর্দমাক্ত
গৌড় – বাংলার প্রাচীন জনপদের নাম
গৌর – উজ্জ্বল বর্ণযুক্ত, সুন্দর
চড় – থাপ্পড়, চপোটাঘাত
চর – দ্বীপ, গোয়েন্দা
চোর – যে চুরি করে
চড়ক – চৈত্রসংক্রান্তিতে উদ্‌যাপিত পর্ববিশেষ
চরক – আয়ুর্বেদ শাস্ত্রকার, গোয়েন্দা, দূত
চড়া – আরোহণ করা, বৃদ্ধি পাওয়া
চরা – বিচরণ করা, যথেচ্ছ ঘুরে বেড়ানো
চাই – দাবি করি, দৃষ্টিপাত করি
চাঁই – ঢেলা
চিত্ত –
চিত্র –
চিন – জানাশোনা
চীন – চীনদেশ
চুড়ি – হাতে পরিধেয় গহনাবিশেষ
চুরি – চৌর্য
চৈত্ত – চিত্তসংক্রান্ত
চৈত্ত্য – স্মরণ, স্মৃতি
চৈত্য – বেদি
ছক – নকশা, পরিকল্পনা
শখ – আগ্রহ, ঝোঁক
ছক্কা –
সক্কা –
ছত্র –
সত্র –
ছদ্ম – ছলনা
সদ্ম – আবাস
সদ্য – এইমাত্র
ছন, শণ – তৃণবিশেষ
শুন – কুকুর
শোন – (তুই-বাচক) শ্রবণ কর্
শ্বন –
সন – সাল
ছড়া –
শরা –
সরা –
ছড়ানো
সরানো
ছা –
শ্বা –
ছাঁদ – ধরন, আদল, ভঙ্গি
ছাদ – ঘরের চাল
সাধ –
স্বাদ –
ছাঁট – ধরন (চুলের ছাঁট)
ষাট – ৬০ সংখ্যা
সাত – ৭ সংখ্যা
ছাতা – ছত্র
ছাঁটা – কেটে ছোটো করা
সাঁটা – এঁটে দেয়া
সাতা –
ছাড় – মূল্যহ্রাস, discount
ছার – অসার
ষাঁড় – বৃষ, ষণ্ড
সার – fertilizer
ছাল – বাকল, খোসা
শাল – বৃক্ষবিশেষ, শাল গাছ
সাল – বছর
ছিন্ন –
স্বিন্ন –
ছুট – দৌড়
ছোট, ছোটো – ক্ষুদ্র
সুত (উচ্চারণ শুতো) – পুত্র
সূত (উচ্চারণ শুতো) – জাত, সারথি
ছুটা, ছোটা – দৌড়ানো
ছুতা – অজুহাত
সুতা – তন্তু
সোঁটা –
সোঁতা –
ছুটি – অবকাশ
সুতি – কার্পাস সুতোর তৈরি
সূতি – জন্ম, প্রসব
ছেদ –
স্বেদ –
ছেদন –
স্বেদন –
ছেদবিন্দু –
স্বেদবিন্দু –
ছোবল –
শবল –
সবল –
ছোরা –
শোরা –
সূরা –
সুরা –
ছোলানো –
শুলানো –
ছ্যাকা –
সেঁকা –
জনপথ
জলপথ
জপ – মনে মনে বা অনুচ্চস্বরে বারবার আবৃত্তি
ঝোপ – ঝাড় বা জঙ্গল
জবান
যবন
জলসা – আসর, বৈঠক, মজলিস
ঝলসা – আগুনে সেঁকে নেওয়া
জড় – অচেতন
জর – স্বর্ণ
জ্বর – দেহের তাপমাত্রা বৃদ্ধি
ঝড় – তুফান
জড়া – জট
জরা – বার্ধক্য
ঝরা – ঝরে পড়া, খসে পড়া
ঝোরা – ঝরনা
জড়ো – স্তূপীকৃত, সংগৃহীত
ঝরো ঝরো – অবিরাম বৃষ্টির শব্দ
ঝোড়ো – ঝড় সম্বন্ধীয়
জাঁক – আড়ম্বর, ঘটা
ঝাঁক – (পাখি, পতঙ্গ, মাছ ইত্যাদির) দল
জাউ – মাড়সহকারে রাঁধা নরম ভাত
ঝাউ – সাগর বা নদীর তীরে জাত বৃক্ষবিশেষ
জাত –
যাত –
জাঁতা –
যা-তা –
যাতা –
জাতি – প্রকার, শ্রেণি
যাঁতি –
জান – জীবন
যান – বাহন
জাম –
যাম –
জারা – জীর্ণ করা, শোধন করা
ঝাড়া – ঝেড়ে পরিষ্কার করা
যারা – যাহারা
যাঁরা – যাঁহারা (শ্রদ্ধা ও সম্মান সূচক)
জাল – নকল, ফাঁদ
জ্বাল – আগুনের আঁচ
ঝাল – কটু স্বাদযুক্ত
জিভ – জিহ্বা
জীব – প্রাণী
জুটি – জুড়ি, দোসর
জ্যোতি – দীপ্তি
যতি –
যুতি –
জুতা – পাদুকা
জোটা – জোগাড় হওয়া
জোতা – যুক্ত করা
জুড়ি – যুগ্ম, সমকক্ষ
জুরি – নির্ণায়ক সভা, jury
ঝুড়ি – বাঁশ বা বেতের তৈরি পাত্রবিশেষ
ঝুরি – গাছের শাখাপ্রশাখা থেকে ঝুলে আসা শিকড়সদৃশ জটা
জোড় – জোড়া, সংযোগ
জোর – ক্ষমতা, শক্তি
জোঁক – জলৌকা, রক্তপায়ী জলকীটবিশেষ
ঝোঁক – প্রবণতা, আগ্রহ
টাক –
টাঁক –
তাক –
টাকা –
টাঁকা –
তাকা –
টান –
তান –
টিকা –
টীকা –
ডর –
দড় –
দর –
ধর –
ডলাডলি –
ঢলাঢলি –
দলাদলি –
ডাক – চিঠিপত্র, বুলি
ঢাক – ঢোলজাতীয় বাদ্যযন্ত্র
ডাকা – আহ্বান করা
ঢাকা – আবৃত করা
ডাঙা –
দাঙ্গা –
ডাব –
দাব –
ডাল – গাছের শাখা, কলাইজাতীয় শস্য
ঢাল – বর্ম
ডোল –
ঢোল –
ঢল – জলস্ফীতি
দল – জোট
ঢলক –
দলক –
ঢলা –
দলা –
ঢিল –
দিল –
ঢের –
দেড় –
তট –
তৎ –
তড়িৎ – বিদ্যুৎ
ত্বরিত – দ্রুত, শীঘ্র
তাদৃশ – সেইরকম, তদ্রূপ
ত্বাদৃশ – তোমার মতো
তাড়া –
তারা –
তাঁরা –
তির – বাণ, শর
তীর – কূল, পাড়
তুর্য –
তূর্য –
তুষ –
তুস –
তৃষ্ণা –
ত্রিশ না –
তোরা – তুই-এর বহুবচন
ত্বরা – দ্রুততা
দর – দাম, মূল্য
ধর – ধরবার অনুজ্ঞা
ধড় – মস্তকহীন সমগ্র দেহ
দড়ি –
দরি –
ধরি –
দরিয়া
ধরিয়া = ধরে
দাদা
ধাঁধা
দান – প্রদান
ধান –
দামি
ধামি
দার – পত্নী
দ্বার – দরজা
দাঁড় – নৌকার বৈঠা
ধার –
দাশ –
দাস –
দাড়ি –
দাঁড়ি –
দিদি –
দিধি –
দিন – দিবস, দিবা
দীন – দরিদ্র
দ্বীন –
দিননাথ –
দীননাথ –
দীপ – প্রদীপ
দ্বিপ – হাতি
দ্বীপ – জলবেষ্টিত স্থান
দীপ্ত –
দৃপ্ত –
দু’কান –
দোকান –
দুআ, দুয়া, দোয়া –
ধুয়া –
ধোয়া –
ধোঁয়া –
দুইশ তিন –
দুই সতিন –
দুকুল –
দুকূল –
দুল না
দোলনা
দূত –
দ্যূত –
দূষণ –
দোষণ –
দেশ – রাজ্য
দ্বেষ – হিংসা
দোসর –
ধূসর –
দ্বারা –
ধারা –
ধনি
ধনী –
ধ্বনি –
ধরা – ১। পৃথিবী; ২। ধারণ করা
ধড়া – ১। কটিবসন; ২। ধুতি
ধুম –
ধূম –
নকল –
নকুল –
নন্দিত –
নিন্দিত –
নাড়ী – শিরা
নারি – পারি না
নারী – মহিলা
নিবীত –
নিবৃত –
নিবৃত্ত –
নির্বৃত্ত –
নিভৃত –
নিষ্ঠাবান – নিষ্ঠা আছে এমন
নিষ্ঠীবন – থুতু
নীড় – পাখির বাসা
নীর – পানি
পদ্ম
পদ্য
পরপর
পড়পড়
পরভৃত – কোকিল, অন্যভৃত
পরভৃৎ – কাক, অন্যভৃৎ
পরশ্ব
পরস্ব
পরামর্শ
পরামর্ষ
পরুষ
পুরুষ
পলল –
পল্বল –
পাকস্থলী
পাকস্থালী
পাজি
পাঁজি
পাট
পাত
পাটা
পাতা
পাণি – হাত
পানি – জল
প্রাণী – জীব
পাপড়
পাঁপড়
পার – পেরোনো, অতিক্রম করা (সেতু পার)
পাড় – তীর, কূল
পারি – সমর্থ বা সক্ষম
পাড়ি – পারাপার
পিঠ – পৃষ্ঠ
পীঠ – প্রতিষ্ঠান
পুছা
পুঁছা
পুণ্য
পূর্ণ
পুতা
পুঁতা
পুতি
পুঁতি
পূর্বাভাষ
পূর্বাভাস
পোচ
পোঁচ
পোটলা
পোঁটলা
প্যাড়া
প্যাঁড়া
প্রচ্ছন্ন – অব্যক্ত, লুক্কয়িত
প্রসন্ন – সন্তুষ্ট, তৃপ্ত, প্রফুল্ল
প্রতিভাষ
প্রতিভাস
প্রতিষ্ঠাপন
প্রতিস্থাপন
প্রতিসরণ
প্রতিসারণ
প্রত্যহ
প্রত্যূহ
প্রদান –
প্রধান –
প্রপঞ্চিত –
প্রবঞ্চিত –
প্রবৃত্তি –
প্রভৃতি –
প্রসক্তি –
প্রসত্তি –
প্রশস্ততা –
প্রশস্যতা –
ফজর –
ফরজ –
ফান্ড –
ফান্দ –
ফাড়া –
ফাঁড়া –
ফুক –
ফুঁক –
ফুকা –
ফুঁকা –
ফুপা –
ফুঁপা –
ফোটা –
ফোঁটা –
ফোড়া –
ফোঁড়া –
বই –
ভয় –
বউল –
বোল –
ভোল –
বক্তব্য –
ভোক্তব্য –
বগল
ভগোল
ভূগোল
বঙ্গ –
ভঙ্গ –
বজ্র –
বর্জ্য –
বড্ড –
বদ্ধ –
বধ্য –
বন্দন
বন্ধন
বন্দুক
বন্ধুক
বর –
বড় –
ভর –
বরণ
ভরণ
ভরন
বরাঙ্গনা
বারঙ্গনা
বীরঙ্গনা
বর্ষমাণ
বর্ষমান
বর্ষা –
বর্শা –
ভরসা –
বলি – ১। যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণিহত্যা; ২। বিসর্জন
বলী – বলবান
বশ
বস
ভস
বশংগত
বংশগত
বড়ি
ভরি
বহুবিদ
বহুবিধ
বাগুরা
বাগুড়া
বাঘ
ভাগ
বাঙ্গি
ভাঙ্গি
বাছ
বাস
বাঁশ
ভাস –
বাছন
বাসন –
ভাষণ –
ভাসন –
বাছা –
বাসা
ভাষা
ভাসা –
বাছুর –
ভাসুর –
বাজা
বাঁজা
বাজি
বাজী
বাটা
ভাটা
বাণী – কথা
বানি – গয়না তৈরির মজুরি
বাদর
বাঁদর
বাদ্য –
বাধ্য –
বাধন –
বাঁধন –
বাধা –
বাঁধা –
বারা –
বাড়া –
ভারা –
ভাড়া –
বারি –
বাড়ি –
ভারি –
ভারী –
বাল্ব
ভালভ
বিকৃত –
বিক্রীত –
বিক্রীড়িত –
বিগ্ন –
বিঘ্ন –
বিচি – বীজ, আঁটি
বীচি – ১। ঢেউ; ২। কিরণ
বিজিত –
বিজেতা –
বিদায় –
বিধায় –
বিদ্যমান –
ভিদ্যমান –
বিনা – ব্যতীত
বীণা – বাদ্যযন্ত্রবিশেষ
বিবাদি
বিবাদী
বিমা –
ভীমা –
বিল –
ভিল –
বিশ
বিষ
বৃষ
বিশেষত
বিশেষত্ব
বিশ্বায়ন
বিস্মায়ন
বিষাদ –
বিস্বাদ –
বিস্কুট –
ব্যাসকূট –
বিস্মিত
বিস্মৃত
বিহারি
বিহারী
বুদ্ধিজীবী
বৃদ্ধিজীবী
বুড়ি –
ভুড়ি –
ভূরি –
বেটে
বেঁটে
বেদ্য
বেধ্য
বেলা –
ভেলা –
বেশি
-বেশী
বেড়া –
ভেড়া –
বেড়ানো –
ভেড়ানো –
বৈচিত্ত্য
বৈচিত্র্য
বোতল –
ভূতল –
বোড়া
বোঢ়া
ব্রহ্মত্ব –
ব্রহ্মত্র –
ভগবৎ
ভাগবত
ভগীরথ
ভাগীরথী
ভজন – আরাধনা
ভোজন – আহার
ভবন
ভুবন
ভাই –
ভায় –
ভাগফল
ভাগ্যফল
ভাবি
ভাবী
ভিশন – Vision
ভীষণ –
ভূ – পৃথিবী
ভূধর – পর্বত
ভূততত্ত্ব –
ভূতত্ত্ব –
ভূপতিত –
ভূপাতিত –
ভূমধ্য –
ভ্রুমধ্য –
ভূর্লোক –
ভূলোক –
ভৃত –
-ভৃৎ –
মঞ্জরি –
মঞ্জুরি
মণ –
মন –
মধুকরী –
মাধুকরী –
মরা –
মড়া –
মরু –
মেরু –
মরুদ্বিপ
মরুদ্বীপ
মরুকরণ –
মেরূকরণ –
মসুরি
মসূরী
মহদাশয়
মহদাশ্রয়
মহামাত্য
মহামাত্র
মহিষ
মহীশ
মাহিষ –
মাহিষ্য –
মহেশ –
মাহেশ –
মড়ক – মহামারি
মোড়ক – আচ্ছাদন
ময়ূর –
মায়ূর –
মাগি –
মাঘী –
মাছ –
মাষ –
মাস –
মাঠা –
মাথা –
মানস
মানুষ
মানসিক –
মানুষিক –
মার –
মাড় –
মারা –
মাড়া –
মিছা –
মিশা –
মিছামিছি –
মিশামিশি –
মিলন –
মীলন –
মিলিত –
মীলিত –
মুক্তা –
মোক্তা –
মুর –
মোর –
মুড়া –
মোরা –
মোড়া –
মুষা –
মুসা –
মুলা –
মূলা –
মূষ –
মোচ
মোষ –
মেষ –
মেস –
মোগল –
মোঙ্গল –
রণশয্যা –
রণসজ্জা –
রশনা –
রসনা –
রসাভাষ –
রসাভাস –
রসাল –
রাসালো –
রাশ
রাস
হ্রাস
রাড় –
রাঢ় –
রাঁধা – রান্না করা
রাধা – রাধিকা
রুজ –
রোজ –
রুদ্ধ –
রুদ্র –
রুপা –
রোপা –
রুপি –
রূপী –
রুম –
রোম –
রূপণ –
রোপণ –
রেজিস্টার –
রেজিস্ট্রার –
রেত –
রেতঃ –
রেশ –
রেষ –
রেস –
রোদ –
রোধ –
লক্ষ
লক্ষ্য
লক্ষণ –
লক্ষ্মণ –
লাঙল –
লাঙুল –
লাঠি –
লাথি –
লাঠালাঠি –
লাথালাথি –
লালিত –
লালিত্য –
লাশ
লাস
লুটা –
লোটা –
লেবেল –
লেভেল –
লেশ –
লেস –
শকল – মাছের আঁশ
সকল – সমস্ত
শক্ত –
সক্ত –
শক্তি –
সক্তি –
শয্যা –
সজ্জা –
শঠ –
ষট –
সট –
সৎ –
শত – ১০০ সংখ্যা
ষত্ব –
সত্য – প্রকৃত, বাস্তব
সত্ত্ব – সত্তা
স্বত – স্বয়ং, নিজে
স্বত্ব – অধিকার, মালিকানা
শতপথ
শপথ
শপ্ত –
সপ্ত –
শফর –
সফর –
শব – মৃতদেহ, লাশ
সব – সকল
শবর –
সবর –
শব্দবেধী –
শব্দভেদী –
শম –
সম –
শমন –
সমন –
শমি –
শমী –
শর –
সর –
স্বর –
শরণ – আশ্রয়
সরণ – চলন, গমন, রাস্তা
স্মরণ – স্মৃতি, কল্পনা
শর্করা –
সড় করা –
শলভ –
সলভ –
শশ –
সস –
শশা –
স্বসা –
শসন –
শোষণ –
শ্বসন –
শাসন –
শংকর
সংকর
শাদি –
সাদি –
শান –
শ্বান –
শান্ত –
সান্ত –
শাবান –
সাবান –
শারি –
শাড়ি –
শাঁস –
শ্বাস –
শিউলি –
সিউলি –
শিকড় – গাছের মূল
শীকর – জলকণা
শিখর –
শিকার – বধ, মৃগয়া
স্বীকার – সম্মতিদান
শিক্ষণ –
শিখন –
শিক্ষা –
শিখা –
শিটা –
সিটা –
সিতা –
সীতা –
শিরিস –
শিরীষ –
শিষ –
শিস –
শিয়া –
স্বীয়া –
শুই –
সুঁই –
শুক –
শূক –
শোক –
সুখ –
শুকর –
শোকর –
সুকর –
শুচি –
সূচি –
শুচিস্মিতা –
সুস্মিতা –
শুদ্ধ –
সুদ্ধ –
শুনা –
শোনা –
সূনা –
সোনা –
শুরা –
সুরা –
শুঁড় –
সুর –
সূর –
শোচনা –
সূচনা –
শোচনীয় –
সূচনীয় –
শোণ –
শোন –
শ্যোন –
শোধা –
সুধা –
শোর –
সুর –
শ্ব –
স্ব –
শ্বশ্রূ – শাশুড়ি
শ্মশ্রু – দাড়িগোঁফ
শ্বেতদ্বিপ –
শ্বেতদ্বীপ –
শ্রবণ –
স্রবণ –
শ্রাদ্ধ –
সাধ্য –
শ্রাবণ –
স্রাবণ –
শ্রুত –
স্রুত –
স্রোত –
শ্রুতি –
স্রুতি –
ষণ্নাস –
সন্যাস –
ষণ্মুখ –
সন্মুখ –
ষোড়শ –
সরস –
সখী –
সুখী –
সজোড় –
সজোর –
সটীক –
সঠিক –
সনির্বন্ধ
সন্নিবদ্ধ –
সন্নিবন্ধ –
সপত্নী – সতিন
সপত্নীক – সস্ত্রীক
সবাই
সভায়
সমাবৃত –
সমাবৃত্ত –
সরণি –
সারণি –
সরূপ –
স্বরূপ –
সর্বজনীন – সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য অনুষ্ঠিত
সার্বজনীন – সকলের মধ্যে প্রবীণ
সলিল –
সলীল –
সহিত –
স্বহিত –
সংবিৎ
সংবীত –
সংবৃত –
সংবৃত্ত –
সংবৃতি –
সংবৃত্তি –
সংযত –
সংযাত –
সংশয় –
সংশ্রয় –
সাক্ষর –
স্বাক্ষর –
সাদা রং –
সাধারণ –
সাম্য –
সৌম্য –
সারা –
সাড়া –
সার্থ –
স্বার্থ –
সিটি –
সিতি –
স্মৃতি
সুকৃতি –
সুকৃতী –
সুগঠিত –
সুঘটিত –
সুতি –
সূতি –
সুদি –
সুঁদি –
সুদিন –
সুদীন –
সুপঠ –
সুপথ –
সুপ্ত – অব্যক্ত, প্রচ্ছন্ন
সুষুপ্ত – গভীর নিদ্রায় মগ্ন
সুবাস –
সুভাষ –
সুভাস –
সুবাসিত –
সুভাষিত –
সুরট –
সুরত –
সুষম –
সুসম –
সুস্ত –
সুস্থ –
সেঁউতি –
সেঁওতি –
স্কন্দ –
স্কন্ধ –
স্তম্ব –
স্তম্ভ –
স্থিরচিত্ত –
স্থিরচিত্র –
স্মার্ট –
স্মার্ত –
হাঁড়া –
হারা –
হাট –
হাত –
হাতকড়া –
হাত করা –
হাত ধরা –
হাতে ধরা –
হাস –
হাঁস –
হিংস্য –
হিংস্র –
শেয়ার, কমেন্ট, মেইল বা প্রিন্ট করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।