একই বানান কিন্তু ভিন্ন অর্থবিশিষ্ট বাংলা শব্দসমূহ

সর্বশেষ আপডেট:

একটি শব্দের বিভিন্ন রকম আর্থ থাকতে পারে। যেসব শব্দের বানান একই, কিন্তু অর্থ ভিন্ন – এরকম শব্দগুলোর তালিকা করতে হলে সম্ভবত পুরো অভিধানটিই (Dictionary) তুলে দিতে হবে। তাই এখানে শুধু সেসব শব্দ আনা হয়েছে যাদের মূল শব্দ আলাদা হওয়ায় অর্থও ভিন্ন হয়ে থাকে এবং ব্যবহারগত কারণে বানান একই হয়ে যায়।

আসল (খাঁটি, সত্য) – আসল মানুষ চেনা দায়।
আসল (আসা > আসলো) – সে আমাদের বাড়িতে আসল (আসলো)।

খুলি (খোলা > খুলি) – ব্যাগটি খুলি।
খুলি (করোটি, মাথার হাড়) – ২২টি হাড় দিয়ে মাথার খুলি গঠিত।

খেলে (খেলা > খেলে) – মাথায় বুদ্ধি খেলে গেলো।
খেলে (খাওয়া > খাইলে > খেলে) – ভাত খেলে শক্তি বাড়ে।

জেলার (জেলা + র) – মুক্তাগাছার জমিদারবাড়ি ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত দর্শনীয় স্থান।
জেলার (Jailer) – কারাগারের প্রধানকে জেলার বলে।

জেলে (ধীবর) – জেলে মাছ ধরে।
জেলে (Jail) – পুলিশ আসামিকে জেলে পুরলো।

দিন (দিবস) – তোমার জন্ম কোন্ দিন?
দিন (দেওয়া > দিন) – দৌড় দিন।

বনে (বন + এ) – বনে বাঘ থাকে।
বনে (বনা > বনে) – তার কথায় আমি থ বনে গেলাম।

বাড়িতে (বাড়ি + তে) – সে কি বাড়িতে আছে?
বাড়িতে (বাড়া বা বৃদ্ধি পাওয়ার সাধু রূপ) – বন্যার পানি বাড়িতে থাকিল।

বেড়াতে (বেড়া + তে) – বেড়াতে ঘুণে ধরেছে।
বেড়াতে (বেড়ানো) – চলো বেড়াতে যাই।

হলে (হইলে) – বড়ো হতে হলে ছোটো হও আগে।
হলে (Hall + এ) – হলে প্রচুর দর্শক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।