গুলিয়ে-ফেলা বাংলা শব্দসমূহ

সর্বশেষ আপডেট:

বিভিন্ন শব্দকে আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। বিশেষ করে একই রকম উচ্চারণবিশিষ্ট শব্দ হলে তো কথাই নেই। এ ধরনের শব্দগুলোর একটি তালিকা বাংলায় প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দসমূহ নিবন্ধে দেয়া হয়েছে।

এছাড়া আরও বিভিন্ন ধরনের বিভ্রান্তি বা কনফিউশন তৈরি হতে পারে। এগুলোর একটি তালিকা নিচে দেয়া হলো।

১। ও না ও-কার ( ো ) – কোনটি হবে?

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে “অধিকন্তু” অর্থে ব্যবহৃত ‘ও’ প্রত্যয় শব্দের সঙ্গে কার-চিহ্ন রূপে যুক্ত না হয়ে পূর্ণ রূপে শব্দের পরে যুক্ত হবে। যেমন: আজও, আমারও, আরও, কালও, তোমারও ইত্যাদি।

২। চন্দ্রবিন্দু যুক্ত সর্বনাম

তার – সাধারণভাবে সকল নামপুরুষে ব্যবহৃত।

তাঁর – সম্মানসূচক বুঝাতে। এইরকম, তাঁদের, যাঁর ইত্যাদি।

৩। আবিষ্কার বনাম উদ্ভাবন

আবিষ্কার – অজ্ঞাত ও অপ্রকাশিত কোনো বিষয়/বস্তু খুঁজে পাওয়া, উদ্ভাবন করা। আবিষ্কৃত জিনিস ইতোপূর্বে বিদ্যামান থাকতে পারে, নাও থাকতে পারে।

উদ্ভাবন – (আগে ছিলো না এমন কিছু) আবিষ্কার করা, invent

৪। আমন্ত্রণ বনাম নিমন্ত্রণ

আমন্ত্রণ – আহ্বান

নিমন্ত্রণ – ভোজের আহ্বান, দাওয়াত। ভোজনের উদ্দেশ্যে যে আমন্ত্রণ জানানো হয়।

৫। কখন ‘কি’ এবং কখন ‘কী’ হবে?

কি – শুধু হ্যাঁ বা না ব্যবহার করে উত্তর দেয়া যায় এমন প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণ: তোমার নাম কি মুহাম্মাদ? (উত্তর: হ্যাঁ/না)। যুদ্ধে ইউক্রেন কি ড্রোন ব্যবহার করছে? ইউক্রেন ড্রোন ব্যবহার করছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।

কী – অন্য যেকোনো ধরনের প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত। উদাহরণ: তোমার নাম কী? (উত্তর: আব্দুল্লাহ, মুহাম্মাদ… ইত্যাদি)। যুদ্ধে ইউক্রেন কী ড্রোন ব্যবহার করছে? (কী একটু টেনে উচ্চারিত হবে) ইউক্রেন কী ধরনের ড্রোন ব্যবহার করছে তা জানতে চাওয়া হয়েছে।

৬। ছেলেমেয়ে বনাম মেয়েছেলে

ছেলেমেয়ে – ১। বালকবালিকা; ২। সন্তানসন্ততি

মেয়েছেলে – মহিলা।

৭। ছোটোলোক ও বড়োলোক

ছোটলোক বলতে ‘ছোট মানুষ’ বা শিশুদের বোঝায় না। ‘নীচ প্রকৃতির লোক’ বোঝায়। আবার ছোটলোক শব্দটি বড়লোক শব্দের বিপরীত নয়। কেননা ছোটলোক বলতে ‘গরীব ব্যক্তি’ বোঝায় না।
বড়লোক বলতে ‘বড় মানুষ’ বোঝায় না। ‘ধনী ব্যক্তি’ বোঝায়।

৮। তন্দ্রা ও নিদ্রার পার্থক্য কী?

তন্দ্রা – ঘুমের আবেশ বা ঘোর, ঘুমঘুম ভাব

নিদ্রা – ঘুম

৯। পরীক্ষা ও নিরীক্ষার পার্থক্য কী?

নিরীক্ষা: নিরীক্ষা (Audit) হলো কোনো কাজকর্ম বা ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা।

পরীক্ষা: পরীক্ষা (Exam) হলো কোনো ব্যক্তি, বস্তু, পরিবেশ ইত্যাদির অবস্থা বা যোগ্যতা যাচাই করা। (CA Feb-20 p-92)

১০। নিঃশ্বাস ও প্রঃশ্বাসের পার্থক্য কী?

নিঃশ্বাস – ফুসফুস থেকে নির্গত বায়ু। (৭৫১, ৩২৭)

প্রঃশ্বাস – ফুসফুসে গৃহীত বায়ু। (৮৯৫, ৩৮৪)

১১। বিভ্রম বনাম বিভ্রাট

বিভ্রম – ভুল, সংশয়, বিভ্রান্তি

বিভ্রাট – ১। সংকট, বিপদ; ২। ঝামেলা, গোলযোগ; ৩। দুর্ঘটনা

১২। মৃগ-এর বহু অর্থ

মৃগ – হরিণ
মৃগরাজ – সিংহ
মৃগাঙ্ক – চাঁদ
মৃগেন্দ্র – সিংহ
শাখামৃগ – বানর

১৩। সপত্নী বনাম সপত্নীক

সপত্নী – সতিন

সপত্নীক – সস্ত্রীক

১৪। স্বার্থ বনাম সার্থক

সার্থক – সফল (ব-ফলা নেই)
স্বার্থ – নিজ প্রয়োজনের বিবেচনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।