আগের পর্বে আমরা ফন্ট নির্বাচন ও ফন্টের আকার পরিবর্তন সম্পর্কে জেনেছিলাম। এই নিবন্ধে আমরা টেক্সট ফরম্যাটিং সংক্রান্ত অন্যান্য কাজ যেমন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্ট্রাইক-থ্রু, হাইলাইট করা, টেক্সটের রং পরিবর্তন করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।
মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের সকল পর্ব এখানে দেখুন।
টেক্সট বোল্ড (Bold) বা মোটা করা:
কাঙ্ক্ষিত টেক্সট সিলেক্ট করার পর নিচের যে কোনো উপায়ে তা বোল্ড বা মোটা করা যায়।
- ফন্ট গ্রুপের B আইকনে (১ নং আইকন) ক্লিক করলে টেক্সট মোটা হয়ে যাবে।
- ফন্ট ডায়ালগ-বক্সে Font style হিসেবে Bold সিলেক্ট করে ওকে করতে হবে।
- কিবোর্ড শর্টকাট Ctrl + B প্রয়োগ করে।
টেক্সট ইটালিক (Italic) বা বাঁকা করা:
যতোটুকু টেক্সট বাঁকা করতে চাই ততোটুকু সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্টকৃত টেক্সট বাঁকা করতে –
- ফন্ট গ্রুপের I আইকনে (২ নং আইকন) ক্লিক করতে হবে।
- ফন্ট ডায়ালগ-বক্সে Font style হিসেবে Italic সিলেক্ট করে ওকে করতে হবে।
- কিবোর্ড শর্টকাট Ctrl + I প্রয়োগ করে।
টেক্সট আন্ডারলাইনড (Underlined) করা এবং আন্ডারলাইনের স্টাইল ও রং পরিবর্তন করা:
টেক্সটের নিচে আড়াআড়ি দাগ বা আন্ডারলাইন দিতে চাইলে –
- ফন্ট গ্রুপের U আইকনে (৩ নং আইকন) ক্লিক করতে হবে। ওয়ার্ডে ডিফল্ট হিসেবে টেক্সটের নিচে আড়াআড়ি একটি দাগ দৃশ্যমান হয় এবং টেক্সটের রংটিই আন্ডারলাইনের রং হিসেবে ব্যবহৃত হয়। আন্ডারলাইনের অন্য কোনো স্টাইল ও রঙের জন্য U আইকনের ডানের নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করে কাঙ্ক্ষিত স্টাইলটি সিলেক্ট করতে হবে।
- ফন্ট ডায়ালগ-বক্সে Underline style হিসেবে None বাদে অন্য যেকোনো একটি সিলেক্ট করে ওকে করতে হবে। আন্ডারলাইনের আলাদা কোনো রং দিতে চাইলে Underline color থেকে সে রংটি বাছাই করতে হবে।
- কিবোর্ড শর্টকাট:
- Ctrl + U: ডিফল্ট আন্ডারলাইনের জন্য।
- Ctrl + Shift + W: সিলেক্টকৃত টেক্সটের শব্দগুলো শুধু আন্ডারলাইন হবে। কিন্তু শব্দগুলোর মাঝের জায়গায় কোনো আন্ডারলাইন হবে না।
- Ctrl + Shift + D: সিলেক্টকৃত টেক্সট ডাবল আন্ডারলাইন হবে।
টেক্সট কেটে দেয়া বা স্ট্রাইকথ্রু (Strikethrough) করা:
সিলেক্টকৃত টেক্সট স্ট্রাইকথ্রু করতে অর্থাৎ টেক্সটের মাঝ বরাবর দাগ/রেখা দিতে চাইলে –
- ফন্ট গ্রুপের
abcআইকনে (৪ নং আইকন) ক্লিক করতে হবে। - ফন্ট ডায়ালগ-বক্সে Effects হিসেবে Strikethrough চেক করে ওকে করতে হবে।
সাবস্ক্রিপ্ট (Subscript) করা:
কোনো টেক্সটকে অন্যান্য টেক্সটের নিচে ছোটো আকারে দেখাতে সাবস্ক্রিপ্ট কমান্ড ব্যবহৃত হয়। যেমন পানির সংকেত H2O লিখতে হলে, প্রথমে H2O টাইপ করে তারপর 2 সিলেক্ট করে নিচের যেকোনো একটি কমান্ড দিলে 2 নিচে সরে গিয়ে H2O হয়ে যাবে। –
- ফন্ট গ্রুপের X2 আইকনে (৫ নং আইকন) ক্লিক করতে হবে।
- ফন্ট ডায়ালগ-বক্সে Effects হিসেবে Subscript চেক করে ওকে করতে হবে।
- কিবোর্ড শর্টকাট Ctrl + = প্রয়োগ করে।
সুপারস্ক্রিপ্ট (Superscript) করা:
কোনো টেক্সটকে অন্যান্য টেক্সটের উপরে ছোটো আকারে দেখাতে সুপারস্ক্রিপ্ট কমান্ড ব্যবহৃত হয়। যেমন a2 লিখতে হলে, প্রথমে a2 টাইপ করে তারপর 2 সিলেক্ট করে নিচের যেকোনো একটি কমান্ড দিলে 2 উপরে সরে গিয়ে a2 হয়ে যাবে। –
- ফন্ট গ্রুপের X2 আইকনে (৬ নং আইকন) ক্লিক করতে হবে।
- ফন্ট ডায়ালগ-বক্সে Effects হিসেবে Superscript চেক করে ওকে করতে হবে।
- কিবোর্ড শর্টকাট Ctrl + Shift + + প্রয়োগ করে।
টেক্সটের রং পরিবর্তন:
Font Color সম্বলিত আইকন (৯ নং আইকন) ব্যবহার করে টেক্সটের রং পরিবর্তন করা যায়। ওয়ার্ড চালু করার পর Font Color কমান্ডের ডিফল্ট রং হিসেবে লাল সিলেক্ট করা থাকে। সেক্ষেত্রে উক্ত আইকনে ক্লিক করলে টেক্সট রং লাল হয়ে যাবে। অন্য কোনো রং-এর জন্য ডানপাশের তীরচিহ্নে ক্লিক করে কাঙ্ক্ষিত রংটি বাছাই করতে হবে।
টেক্সট হাইলাইট করা:
Text Highlight Color সম্বলিত আইকন (৮ নং আইকন) ব্যবহার করে টেক্সটের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করে সংশ্লিষ্ট টেক্সট হাইলাইট করা যায়। ওয়ার্ড চালু করার পর Text Highlight Color কমান্ডের ডিফল্ট রং হিসেবে হলুদ সিলেক্ট করা থাকে। সেক্ষেত্রে উক্ত আইকনে ক্লিক করলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডের রং হলুদ হয়ে যাবে। অন্য কোনো রং-এর জন্য ডানপাশের তীরচিহ্নে ক্লিক করে কাঙ্ক্ষিত রংটি বাছাই করতে হবে।
ইংরেজি টেক্সটের কেস (Case) পরিবর্তন করা:
এটি ইংরেজি টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য। ইংরেজি টেক্সটকে দ্রুত ছোটো হাতের (Smaller Letter) কিংবা বড়ো হাতের (Capital Letter) অক্ষরে পরিবর্তিত করার জন্যে এটি ব্যবহার করা যায়। ড্রপডাউনের প্রতিটি অপশনের নামের মধ্যেই তার কাজ বলে দেয়া আছে।
- Sentence case: সিলেক্টকৃত ইংরেজি টেক্সটের প্রথম শব্দের প্রথম অক্ষরটি শুধু বড়ো হাতের হবে্। বাকি সব ছোটো হাতের হয়ে যাবে।
- lower case: সিলেক্টকৃত ইংরেজি টেক্সগুলো ছোটো হাতের হয়ে যাবে।
- UPPER CASE: সিলেক্টকৃত ইংরেজি টেক্সটগুলো বড়ো হাতের হয়ে যাবে।
- Capitalize Each Word: সিলেক্টকৃত ইংরেজি টেক্সটের প্রতিটি শব্দের প্রথম বর্ণটি বড়ো হাতের হবে। বাকিগুলো ছোটো হাতের হয়ে যাবে।
- tOGGLE cASE: সিলেক্টকৃত ইংরেজি টেক্সটের কেস টুগল করবে। অর্থাৎ বড়ো হাতের অক্ষর ছোটো হাতের হয়ে যাবে এবং ছোটো হাতের অক্ষরগুলো বড়ো হাতের হয়ে যাবে।