কোনো ওয়েবসাইট চালু করতে ডোমেইন ও হোস্টিং – এ দুটো বিষয় মাথায় রাখতে হয়। ইতোপূর্বে একটি নিবন্ধে আমরা ডোমেইন সম্পর্কে আলোচনা করেছি। এ নিবন্ধে হোস্টিং সম্পর্ক আলোচনা করা হবে, ইনশা-আল্লহ্।
ওয়েব হোস্টিং কি?
কোনো ওয়েবসাইট প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ফাইলের দরকার পড়ে। যেমন, HTML, PHP, CSS, Javascript ইত্যাদি। এছাড়াও ছবি, অডিও ও ভিডিও সংক্রান্ত বিভিন্ন ফাইল রয়েছে। এ সকল ফাইল এমন একটি কম্পিউটার বা সার্ভারে রাখার প্রয়োজন যেটি সবসময় চালু থাকবে এবং সার্বক্ষণিক ইন্টারনেটের যাথে যুক্ত থাকবে। এর ফলে যখনই কোনো ব্যক্তি উক্ত ওয়েবসাইটের ডোমেইন নামটি ব্রাউজারে এন্ট্রি করবে, সাথে সাথে সার্ভার থেকে সংশ্লিষ্ট পেজটি ব্রাউজারে সরবরাহ করা হবে।
ওয়েবসাইটের ফাইলগুলোকে সার্ভারে জমা করে রাখার এই সার্ভিসটি ওয়েব হোস্টিং নামে পরিচিত।
ওয়েব হোস্টিং ক্রয়ে লক্ষ্যণীয় বিষয়:
- স্টোরেজ টাইপ: HDD, SSD ইত্যাদি বিভিন্ন ধরনের স্টোরেজ রয়েছে। HDD’র তুলনায় SSD দ্রুত কাজ করে। তাই যতটা সম্ভব SSD মেমোরির হোস্টিং ব্যবহার করতে হবে।
- স্টোরেজ লিমিট: সব ফাইল মিলিয়ে সর্বমোট কতটুকু মেমোরি ব্যবহার করা যাবে।
- ব্যান্ডউইথ: ভিজিট, ভিডিও দেখা, ডাউনলোড ইত্যাদি মিলিয়ে ভিজিটরগণ সম্মিলিতভাবে মাসে কতটুকু ডাটা ব্যবহার করতে পারবে।
- Addon Domain: একই স্টোরেজ শেয়ার করে সর্বোচ্চ কতগুলো ওয়েবসাইট হোস্টিং করা যাবে।
- SSL: এটি থাকলে নিরাপদভাবে ব্রাউজ করা যাবে। অর্থাৎ https প্রটোকল ব্যবহার করে ব্রাউজ করা যাবে।
- দাম: সব কনফিগারেশন মিলিয়ে দাম অবশ্যই যথাযথ হতে হবে।