রংপুর বিভাগ হলো বাংলাদেশের ৭ম বিভাগ। এ বিভাগটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
রংপুর বিভাগের ইতিহাস:
রংপুর বিভাগ গঠনের আগে এ অঞ্চলসমূহ পূর্বে রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী তাঁর সভাপতিত্বে ২৫ জানুয়ারি ২০১০ ইং তারিখে অনুষ্ঠিত নিকার সভায় রাজশাহী বিভাগকে বিভক্ত করে বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের ৮টি জেলা (রংপুর, দিনাজপুর, নীলফামারী , গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাও, কুড়িগ্রাম ও পঞ্চগড়) নিয়ে রংপুর বিভাগ সৃজন করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ৯ মার্চ ২০১০ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে উক্ত ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয়।
রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহ:
রংপুর বিভাগে ৮টি জেলা ও ৫৮টি উপজেলা রয়েছে। এগুলো নিচের টেবিলে দেয়া হলো।
জেলা | উপজেলা |
---|---|
কুড়িগ্রাম | উলিপুর, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, রৌমারী, চিলমারী = মোট ৯টি |
রংপুর | মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, গংগাচড়া, কাউনিয়া, রংপুর সদর = মোট ৮টি |
লালমনিরহাট | পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ = মোট ৫টি |
গাইবান্ধা | গোবিন্দগঞ্জ, সাঘাটা, পলাশবাড়ী, গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি = মোট ৭টি |
দিনাজপুর | কাহারোল, খানসামা, বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরামপুর, ঘোড়াঘাট, দিনাজপুর সদর, নবাবগঞ্জ, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরল, পার্বতীপুর, হাকিমপুর = মোট ১৩টি |
পঞ্চগড় | পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ, বোদা = মোট ৫টি |
ঠাকুরগাঁও | ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল, বালয়িাডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ = মোট ৫টি |
নীলফামারী | ডিমলা, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী সদর, ডোমার = মোট ৬টি |
রংপুর বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়:
রংপুর বিভাগে ৩টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো:-
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুকৃবি), কুড়িগ্রাম