রমজান মাসে করণীয় ও বর্জনীয় আমলসমূহ
করণীয় আমলসমূহ:
রমজান মাসে রোজা রাখা, তারাবীর নামাজ আদায় করা ইত্যাদি সহ আরো অনেক আমল করার শ্রেষ্ঠ সময়। কেননা এ সময় আমলের সওয়াব অনেক গুণে বাড়িয়ে দেয়া হয়।
- চাঁদ দেখে রোজা শুরু করা।
- কৃতজ্ঞতা আদায় করা।
- দিনের বেলা রোজা রাখা।
- সেহেরী খাওয়া।
- ইফতারির আগে দোয়া করা।
- অবিলম্বে ইফতারি করা।
- অপরকে ইফতার করানো।
- তারাবীর নামাজ আদায় করা।
- শেষ দশকে ইতিকাফ করা।
- শেষ দশকের বিজোড় রাত্রিতে শবে কদরের তালাশ করা।
- কুরআন তেলাওয়াত করা।
- যাকাত আদায় করা।
- সাদাকাতুল ফিতর আদায় করা।
- ফরজের পাশাপাশি বেশি বেশি নফল আমল করা।
বর্জনীয় কাজসমূহ:
রমজান মাসে করণীয় আমলসমূহের বিপরীত না করাটাই শ্রেয়। যেমন, ইফতারির সময় হওয়ার সাথে সাথেই ইফতারি শুরু করা উচিত। এর বিপরীত, অর্থাৎ বিলম্বে ইফতারি করা বর্জন করতে হবে।
একইভাবে যে কোনো ধরনের পাপ ও মন্দ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে নিচের কাজগুলো পরিত্যাজ্য:
- মিথ্যা কথা বলা।
- গীবত / পরনিন্দা করা।
- খেলাধুলা, গল্পগুজব ইত্যাদি অহেতুক কাজ করা।
- অযথা/অলসতায় সময় নষ্ট করা।
- ধূমপান করা।
- রান্নাবান্না ইত্যাদিতে অতিরিক্ত সময় ব্যয় করা।
- রোজাবস্থায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।