ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সেসময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়।
রাজশাহী বিভাগের ইতিহাস:
প্রশাসনিক ইউনিট হিসেবে রাজশাহী বিভাগের সৃষ্টি হয় ১৮২৯ খ্রিস্টাব্দে। তখন বিভাগীয় সদর দপ্তর ছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, মালদাহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী – এ আটটি জেলা নিয়ে গঠিত ছিল তদানিন্তন রাজশাহী বিভাগ। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর স্থানান্তরিত হয় জলপাইগুড়িতে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পুনরায় বিভাগীয় সদর দপ্তর রাজশাহীতে স্থানান্তরিত হয়।
ষাটের দশকের শুরুতে খুলনা বিভাগ সৃষ্টি হওয়ার পূর্বে বর্তমান খুলনা বিভাগের জেলাগুলিও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। খুলনা বিভাগ আলাদা হওয়ার পর থেকেই রাজশাহী অঞ্চলের ৮টি (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরাট) এবং রংপুর অঞ্চলের ৮টি (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়) মোট ১৬টি জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তীতে ৯ মার্চ. ২০১০ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর অঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করায় রাজশাহী অঞ্চলের ৮টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ নতুন রূপ লাভ করে।
রাজশাহী জেলা ও উপজেলাসমূহ:
রাজশাহী বিভাগে ৮টি জেলা ও ৬৭টি উপজেলা রয়েছে। এগুলো নিচের টেবিলে দেয়া হলো।
জেলা | উপজেলা |
---|---|
রাজশাহী | পবা, চারঘাট, বাঘা, পুঠিয়া, তানোর, মোহনপুর, দূর্গাপুর, বাগমারা, গোদাগাড়ী = মোট ৯টি |
নাটোর | নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা = মোট ৭টি |
নওগাঁ | নওগাঁ সদর, আত্রাই, রাণীনগর, পত্নীতলা, সাপাহার, পোরশা, মান্দা, মহাদেবপুর, ধামইরহাট, বদলগাছী, নিয়ামতপুর = মোট ১১টি |
চাঁপাইনবাবগঞ্জ | চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল = মোট ৫টি |
বগুড়া | বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, ধুনট, সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা, শিবগঞ্জ, দুপচাচিয়া, কাহালু, আদমদীঘি, নন্দীগ্রাম = মোট ১২টি |
জয়পুরহাট | জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই = মোট ৫টি |
পাবনা | পাবনা সদর, সাঁথিয়া, সুজানগর, বেড়া, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, আটঘড়িয়া = মোট ৯টি |
সিরাজগঞ্জ | সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজিপুর, তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া, কামারখন্দ, বেলকুচি, চৌহালী = মোট ৯টি |
রাজশাহী বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়:
রাজশাহী বিভাগে ৫টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো:-
- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী
- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), পাবনা
- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি), রাজশাহী
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি), সিরাজগঞ্জ