ময়মনসিংহ বিভাগ হলো বাংলাদেশের ৮ম ও সর্বশেষ বিভাগ। এ বিভাগটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগের ইতিহাস:
ময়মনসিংহ বিভাগ গঠনের আগে এ অঞ্চলসমূহ পূর্বে ঢাকা বিভাগের অন্তর্গত ছিলো। ২০১৫ সালের ১২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।
ময়মনসিংহ বিভাগের জেলা ও উপজেলাসমূহ:
ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা ও ৩৫টি উপজেলা রয়েছে। এগুলো নিচের টেবিলে দেয়া হলো।
জেলা | উপজেলা |
---|---|
ময়মনসিংহ | ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গফরগাঁও, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া = মোট ১৩টি |
জামালপুর | জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ = মোট ৭টি |
নেত্রকোণা | নেত্রকোণা সদর, পূর্বধলা, দুর্গাপুর, বারহাট্টা, আটপাড়া, মদন, কেন্দুয়া, মোহনগঞ্জ, কলমাকান্দা ও খালিয়াজুরী = মোট ১০টি |
শেরপুর | শেরপুর সদর, নকলা, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী = মোট ৫টি |
ময়মনসিংহ বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়:
ময়মনসিংহ বিভাগে ৪টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো:-
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), ময়মনসিংহ
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি), নেত্রকোণা
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি), জামালপুর