ওয়ার্ডে হোম ট্যাবের পরবর্তী ট্যাব হলো ইনসার্ট (Insert) ট্যাব। এ ট্যাবের অধীনে বিদ্যমান কমান্ডগুলোর সাহায্যে বিভিন্ন অবজেক্ট (Object) যেমন, টেবিল, ছবি, চার্ট, গ্রাফ, লিংক, বুকমার্ক, পেজ নাম্বার, টেক্সট বক্স ইত্যাদি যুক্ত করা যায়। হোম ট্যাবের মতো ইনসার্ট ট্যাবেও কমান্ডগুলো কতগুলো গ্রুপে বিন্যস্ত রয়েছে। নিচে গ্রুপ অনুসারে কমান্ডগুলোর কাজ বর্ণনা করা হলো।
মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের সকল পর্ব এখানে দেখুন।
পেজেস গ্রুপ (Pages):
- Cover Page: ডকুমেন্টের শুরুতে কভার পেজ তৈরি করতে।
- Page Break: কার্সরের অবস্থানে একটি পেজ ব্রেক তৈরি হবে। অর্থাৎ বর্তমান পৃষ্ঠায় যথেষ্ট জায়গা থাকলেও পরবর্তী পৃষ্ঠায় কার্সর সরে যাবে এবং টাইপ করলে পরবর্তী পৃষ্ঠায় টাইপ হবে। আর যদি ইতোমধ্যে কার্সরের পরে কোনো টেক্সট থেকে থাকে তা পরবর্তী পৃষ্ঠায় সরে যাবে।
- Blank Page: কার্সরের অবস্থানে একটি খালি পৃষ্ঠা তৈরি হবে। এক্ষেত্রে মূলত দুবার পেজ ব্রেক তৈরি হয়।
টেবলস গ্রুপ (Tables):
নতুন টেবিল বা ছক তৈরি করতে এটি ব্যবহার করা যায়।
ইলাস্ট্রেশনস গ্রুপ (Illustrations):
- Pictures: ছবি যোগ করতে।
- Shapes: বিভিন্ন আকৃতি যোগ করতে।
- Icons: বিভিন্ন আইকন যোগ করতে।
- 3D Models: ত্রিমাত্রিক ছবি যোগ করতে।
- SmartArt: স্মার্ট-আর্ট বা ফ্লোচার্ট যোগ করতে।
- Chart: বিভিন্ন ধরনের চার্ট যোগ করতে।
- Screenshot: সরাসরি স্ক্রিনশট যোগ করতে।
অ্যাড-ইনস গ্রুপ (Add-ins):
ওয়ার্ডে বিভিন্ন ধরনের নতুন নতুন ফাংশনালিটি ও কাজ যোগ করার জন্যে এ ট্যাবটি ব্যবহার করা যায়।
মিডিয়া গ্রুপ (Media):
Online Videos: অনলাইন থেকে কোনো ভিডিও এমবেড করতে।
লিংক গ্রুপ (Links):
- Link: লিংক তৈরি করতে।
- Bookmark: বুকমার্ক তৈরি করতে।
- Cross-reference: ক্রস-রেফারেন্স যোগ করতে।
কমেন্ট গ্রুপ (Comments):
Comment: নতুন কমেন্ট যোগ করতে।
হেডার এন্ড ফুটার গ্রুপ (Header & Footer):
- Header: হেডার তৈরি করতে।
- Footer: ফুটার তৈরি করতে।
- Page Number: পেজের নম্বর যোগ করতে।
টেক্সট গ্রুপ (Text):
- Text Box: টেক্সট-বক্স তৈরি করতে।
- Explore Quick Parts: ডকুমেন্টের বিভিন্ন তথ্য যোগ করতে।
- WordArt: ওয়ার্ড-আর্ট যোগ করতে।
- Drop Cap: ড্রপ-কেপ তৈরি করতে। অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম অক্ষরটি বড় করে দেখাবে।
- Signature Line: স্বাক্ষর যোগ করতে।
- Insert Date and Time: তারিখ ও সময় যোগ করতে।
- Object: বিভিন্ন অবজেক্ট যোগ করতে।
সিম্বল গ্রুপ (Symbols):
- Equation: সমীকরণ তৈরি করতে।
- Symbol: বিশেষ চিহ্ন যোগ করতে।