মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসমূহ নিবন্ধে আমরা আলোচনা করেছিলাম কীভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সহজে ও দ্রুত ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়। বর্তমান নিবন্ধে আমরা মাউস সম্পর্কে কিছু শর্টকাট টিপস নিয়ে আলোকপাত করব, ইনশাআল্লাহ।
মাউসের সাহায্যে সিলেক্ট-করা:
- কোনো জায়গায় ক্লিক করলে ঐ জায়গায় কার্সর সরবে। পরবর্তী কোনো জায়গায় Shift কি চেপে ধরে ক্লিক করলে মাঝের সব কন্টেন্ট সিলেক্ট হবে।
- আগে থেকে কোনো কন্টেন্ট সিলেক্ট করা না থাকলে, Ctrl কি চেপে ধরে ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হবে।
- কোনো শব্দের উপর ডাবল ক্লিক করলে শব্দটি সিলেক্ট হবে।
- কোনো প্যারাগ্রাফের উপর তিনবার তাড়াতাড়ি ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হবে।
- মাউস ড্র্যাগের মাধ্যমে: যতটুকু জায়গায় ড্র্যাগ করা হবে, ততটুকুর কন্টেন্ট সিলেক্ট হবে।
- কোনো লাইনের বামপাশের মার্জিনে ক্লিক করলে পুরো লাইন সিলেক্ট হবে। বামপাশের মার্জিনে ড্র্যাগ করলে, যতগুলো লাইন কভার করবে, ততগুলো লাইন সিলেক্ট হবে।
- বামপাশের মার্জিনে ডাবল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হবে।
- বামপাশের মার্জিনে ট্রিপল ক্লিক করলে সব কন্টেন্ট সিলেক্ট হবে।
- সিলক্টকৃত কোনো টেক্সট/কন্টেন্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে সরানো যাবে।