মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসমূহ

সর্বশেষ আপডেট:

ওয়ার্ড প্রসেসিং-এর একটি জনপ্রিয় সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word বা সংক্ষেপে MS Word)। এই সফটওয়্যারের বেশ কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে যেগুলো প্রয়োগ করে ওয়ার্ড প্রসেসিং-এর কাজ আরো সহজে ও দ্রুত করা যায়।

নিচে মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসমূহকে কয়েকভাগে ভাগ করে বর্ণনা করা হলো।

  • ফাইল সংক্রান্ত
  • কার্সর মুভ-করা সংক্রান্ত
  • সিলেক্ট-করা সংক্রান্ত
  • এডিটিং সংক্রান্ত
  • ফন্টের স্টাইল সংক্রান্ত
  • প্যারাগ্রাফের স্টাইল সংক্রান্ত
  • টেবিল সংক্রান্ত
  • বিভিন্ন আইটেম ও চিহ্ন যোগ-করা সংক্রান্ত
  • বিবিধ শর্টকাটসমূহ

ফাইল সংক্রান্ত শর্টকাটসমূহ

Ctrl + Nনতুন ডকুমেন্ট তৈরি করা।
Ctrl + Oকোনো ডকুমেন্ট খুলা (Open করা)।
Ctrl + Sডকুমেন্ট সেভ করা।
Ctrl + Wবর্তমান ডকুমেন্ট Close করা।
Ctrl + F4বর্তমান ডকুমেন্ট Close করা।
Alt + F4বর্তমান ডকুমেন্ট Close করা। ওয়ার্ড প্রোগ্রামটি বন্ধ করা।
F12Save As উইন্ডো আসবে। এখান থেকে ডকুমেন্টটিকে একই বা ভিন্ন কোনো ফরম্যাটে একই বা ভিন্ন লোকেশনে নতুন করে সেভ করা যাবে।

কার্সর মুভ-করা সংক্রান্ত শর্টকাটসমূহ

Right Arrow →কার্সর এক অক্ষর করে ডানপাশে সরবে।
Left Arrow ←কার্সর এক অক্ষর করে বামপাশে সরবে।
Down Arrow ↓কার্সর নিচের/পরের লাইনে সরবে।
Up Arrow ↑কার্সর উপরের/আগের লাইনে সরবে।
Ctrl + →কার্সর এক শব্দ করে ডানপাশে সরবে।
Ctrl + ←কার্সর এক শব্দ করে বামপাশে সরবে।
Ctrl + ↓পরের প্যারাগ্রাফে যাবে।
Ctrl + ↑আগের প্যারাগ্রাফে যাবে।
Homeকার্সর লাইনের শুরুতে আসবে।
Endকার্সর লাইনের শেষে চলে যাবে।
Ctrl + Homeডকুমেন্টের শুরুতে যেতে।
Ctrl + Endডকুমেন্টের শেষে যেতে।
Page Upএক স্ক্রিন উপরে উঠে যাবে।
Page Downএক স্ক্রিন নিচে নেমে যাবে।
Ctrl + Page Upআগের পাতায় (Page) যেতে।
Ctrl + Page Downপরের পাতায় (Page) যেতে।
Ctrl + G
F5
নির্দিষ্ট পাতা, সেকশন, লাইন ইত্যাদিতে যেতে।

সিলেক্ট-করা সংক্রান্ত শর্টকাটসমূহ

Ctrl + Aসবকিছু সিলেক্ট করতে।
Shift + →কার্সরের ডানপাশে এক অক্ষর করে সিলেক্ট হবে।
Shift + ←কার্সরের বামপাশে এক অক্ষর করে সিলেক্ট হবে।
Shift + ↓কার্সরের ডানপাশ থেকে শুরু করে নিচের লাইন পর্যন্ত সিলেক্ট হবে।
Shift + ↑কার্সরের বামপাশে থেকে শুরু করে উপরের লাইন পর্যন্ত সিলেক্ট হবে।
Ctrl + Shift + →কার্সরের ডানপাশে এক শব্দ করে সিলেক্ট হবে।
Ctrl + Shift + ←কার্সরের বামপাশে এক শব্দ করে সিলেক্ট হবে।
Ctrl + Shift + ↓কার্সরের ডানপাশ থেকে শুরু করে প্যারাগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট হবে।
Ctrl + Shift + ↑কার্সরের বামপাশ থেকে শুরু করে প্যারাগ্রাফের প্রথম পর্যন্ত সিলেক্ট হবে।
Shift + Homeকার্সরের বামপাশ থেকে শুরু করে লাইনের শুরু পর্যন্ত সিলেক্ট হবে।
Shift + Endকার্সরের ডানপাশ থেকে শুরু করে লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট হবে।
Ctrl + Shift + Homeকার্সরের বামপাশ থেকে শুরু করে ডকুমেন্টের শুরু পর্যন্ত সিলেক্ট হবে।
Ctrl + Shift + Endকার্সরের ডানপাশ থেকে শুরু করে ডকুমেন্টের শেষ পর্যন্ত সিলেক্ট হবে।

এডিটিং সংক্রান্ত শর্টকাটসমূহ

Ctrl + Cকপি করা।
Ctrl + Kলিংক যোগ করা।
Ctrl + Vকপিকৃত কন্টেন্ট পেস্ট (Paste) করা।
Ctrl + Xকাট করা।
Ctrl + Yকোনো কাজের পুনরাবৃত্তি করা (Redo)।
Ctrl + Zকোনো কাজের আগের অবস্থায় নিয়ে আসা (Undo)।
Backspace / Deleteসিলেক্টকৃত টেক্সট মুছে যাবে।
Backspaceকার্সরের বামপাশে এক অক্ষর করে মুছবে।
Deleteকার্সরের ডানপাশে এক অক্ষর করে মুছবে।
Ctrl + Backspaceকার্সরের বামপাশে এক শব্দ করে মুছবে।
Ctrl + Deleteকার্সরের ডানপাশে এক শব্দ করে মুছবে।

ফন্টের স্টাইল সংক্রান্ত শর্টকাটসমূহ

(বিপরীতক্রমে) চিহ্নিত শর্টকাটগুলো Toggle করবে, অর্থাৎ বিপরীত কাজটাও করবে। যেমন, Ctrl + U চাপলে আন্ডারলাইন হবে, আবার বিপরীতক্রমে আন্ডারলাইনযুক্ত টেক্সটের আন্ডারলাইন মুছে যাবে।

Ctrl + DFont ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ফন্টের বিভিন্ন স্টাইল করা যাবে।
Ctrl + Bসিলেক্টকৃত টেক্সট মোটা (Bold) করতে। (বিপরীতক্রমে)
Ctrl + Iসিলেক্টকৃত টেক্সট বাঁকা/ইটালিক করতে। (বিপরীতক্রমে)
Ctrl + Uসিলেক্টকৃত টেক্সট আন্ডারলাইন করতে। (বিপরীতক্রমে)
Ctrl + Shift + Wসিলেক্টকৃত টেক্সটের শব্দগুলো আন্ডারলাইন হবে। কিন্তু শব্দগুলোর মাঝের স্পেসে কোনো আন্ডারলাইন হবে না। (বিপরীতক্রমে)
Ctrl + Shift + Dসিলেক্টকৃত টেক্সট ডাবল আন্ডারলাইন করতে। (বিপরীতক্রমে)
Ctrl + =Subscript হবে। (বিপরীতক্রমে)
Ctrl + Shift + =Superscript হবে। (বিপরীতক্রমে)
Ctrl + ]ফন্টের আকার এক পয়েন্ট করে বড় করতে।
Ctrl + [ফন্টের আকার এক পয়েন্ট করে ছোট করতে।

প্যারাগ্রাফের স্টাইল সংক্রান্ত শর্টকাটসমূহ

নিচের শর্টকাটগুলোর সাহায্যে অ্যালাইনমেন্ট (Alignment), ইনডেন্ট (Indent), হ্যাঙ্গিং (Hanging) ইত্যাদি ঠিক করা যাবে।

Ctrl + Eসেন্টার অ্যালাইনমেন্ট করা। সেন্টার ও লেফ্‌ট অ্যালাইনমেন্টের মধ্যে টুগল (Toggle) করবে।
Ctrl + Jজাস্টিফাই অ্যালাইনমেন্ট করা। জাস্টিফাই ও লেফ্‌ট অ্যালাইনমেন্টের মধ্যে টুগল (Toggle) করবে।
Ctrl + Lলেফ্‌ট অ্যালাইনমেন্ট করা। লেফ্‌ট ও জাস্টিফাই অ্যালাইনমেন্টের মধ্যে টুগল (Toggle) করবে।
Ctrl + Rরাইট অ্যালাইনমেন্ট করা। রাইট ও লেফ্‌ট অ্যালাইনমেন্টের মধ্যে টুগল (Toggle) করবে।
Ctrl + Mবামপাশের ইনডেন্ট আধা ইঞ্চি করে বাড়াতে।
Ctrl + Shift + Mবামপাশের ইনডেন্ট আধা ইঞ্চি করে কমাতে। সর্বনিম্ন ০” (শূন্য ইঞ্চি) পর্যন্ত।
Ctrl + THanging আধা ইঞ্চি করে বাড়াতে।
Ctrl + Shift + THanging আধা ইঞ্চি করে কমাতে।
Ctrl + 0প্যারাগ্রাফের উপরে এক লাইন পরিমাণ (12 point) মার্জিন/স্পেসিং যুক্ত হবে।
Ctrl + 1Single Line Spacing সেট হবে। এখানে লেটার প্যাডের 1 বোতামটি চাপতে হবে।
Ctrl + 2Double Line Spacing সেট হবে। এখানে লেটার প্যাডের 2 বোতামটি চাপতে হবে।
Ctrl + 51.5 Line Spacing সেট হবে। এখানে লেটার প্যাডের 5 বোতামটি চাপতে হবে।
Ctrl + Shift + Lবুলেটেড (Bulleted) লিস্ট তৈরি হবে।
Ctrl + Shift + Sএকটি পপআপ (Popup) উইন্ডো আসবে। এখান থেকে পূর্বনির্ধারিত বিভিন্ন স্টাইল যুক্ত করা যাবে।
Ctrl + Shift + Nপ্যারাগ্রাফের Normal স্টাইল যুক্ত হবে।
Alt + Ctrl + 1Heading 1 স্টাইল যুক্ত হবে।
Alt + Ctrl + 2Heading 2 স্টাইল যুক্ত হবে।
Alt + Ctrl + 3Heading 3 স্টাইল যুক্ত হবে।
Ctrl + Qপ্যারাগ্রাফের সব স্টাইল/ফরম্যাটিং মুছে যাবে।

টেবিল সংক্রান্ত শর্টকাটসমূহ

Tabপরের ঘর (Cell)-এ যাবে। ঐ ঘরে কোনো কন্টেন্ট থাকলে তা সিলেক্ট হবে।
Shift + Tabআগের ঘর (Cell)-এ যাবে। ঐ ঘরে কোনো কন্টেন্ট থাকলে তা সিলেক্ট হবে।
Alt + Homeকোনো সারির (Row) প্রথম ঘরে কার্সর সরবে।
Alt + Endকোনো সারির (Row) শেষ ঘরে কার্সর সরবে।
Right Arrow →বর্তমান ঘরে (Cell) কার্সরের ডানপাশে কোনো কন্টেন্ট না থাকলে পরের ঘরে কার্সর সরবে।
Left Arrow ←বর্তমান ঘরে (Cell) কার্সরের বামপাশে কোনো কন্টেন্ট না থাকলে পরের ঘরে কার্সর সরবে।
Up Arrow ↑বর্তমান ঘরে (Cell) কার্সরের উপরে আর কোনো কন্টেন্ট না থাকলে আগের/উপরের সারিতে (Row) কার্সর সরবে।
Down Arrow ↓বর্তমান ঘরে (Cell) কার্সরের নিচে আর কোনো কন্টেন্ট না থাকলে পরের/নিচের সারিতে (Row) কার্সর সরবে।
Shift + →বর্তমান ঘরে (Cell) কোনো কন্টেন্ট না থাকলে, এই ঘরসহ ডানের ঘর সিলেক্ট হবে। আর কন্টেন্ট থাকলে প্রথমে কন্টেন্ট সিলেক্ট হবে, তারপর ঘর সিলেক্ট হবে। কোনো কলামে একাধিক ঘর সিলেক্ট করা থাকলে ডানপাশেও একাধিক ঘর সিলেক্ট হবে।
Shift + ←বর্তমান ঘরে (Cell) কোনো কন্টেন্ট না থাকলে, এই ঘরসহ বামের ঘর সিলেক্ট হবে। আর কন্টেন্ট থাকলে প্রথমে কন্টেন্ট সিলেক্ট হবে, তারপর ঘর সিলেক্ট হবে। কোনো কলামে একাধিক ঘর সিলেক্ট করা থাকলে বামপাশেও একাধিক ঘর সিলেক্ট হবে।
Shift + ↑বর্তমান ঘর (Cell) সহ উপরের ঘর সিলেক্ট হবে। কোনো সারিতে (Row) একাধিক ঘর সিলেক্ট করা থাকলে উপরের সারিতেও একধিক ঘর সিলেক্ট হবে।
Shift + ↓বর্তমান ঘর (Cell) সহ নিচের ঘর সিলেক্ট হবে। কোনো সারিতে (Row) একাধিক ঘর সিলেক্ট করা থাকলে নিচের সারিতেও একধিক ঘর সিলেক্ট হবে।
Alt + 5NumLock বন্ধ (Off) অবস্থায় Alt এবং নাম্বার প্যাডের 5 বোতামটি একসাথে চাপলে পুরো টেবিল সিলেক্ট হবে।

বিভিন্ন আইটেম ও চিহ্ন যোগ-করা সংক্রান্ত শর্টকাটসমূহ

Shift + Enterলাইন ব্রেক (Line Break) যুক্ত হবে।
Ctrl + Enterপেজ ব্রেক যুক্ত হবে।
Ctrl + Shift + Enterকলাম ব্রেক যুক্ত হবে।
Ctrl + Hyphen (-)Optional হাইফেন বা en dash যুক্ত হবে। সাধারণভাবে এটা Show করবে না। কিন্তু লাইনের শেষে শব্দ ভেঙ্গে গেলে একটি হাইফেন দেখাবে।
Alt + Ctrl + Hyphen (-)em dash যুক্ত হবে।
Ctrl + Shift + Hyphen (-)নন-ব্রেকিং (Non-breaking) হাইফেন যুক্ত হবে।
Ctrl + Shift + Spacebarনন-ব্রেকিং (Non-breaking) স্পেস যুক্ত হবে।
Alt + Ctrl + Cকপিরাইট চিহ্ন (©) যুক্ত হবে।
Alt + Ctrl + Rরেজিস্টার্‌ড ট্রেডমার্ক চিহ্ন (®) যুক্ত হবে।
Alt + Ctrl + Tট্রেডমার্ক চিহ্ন (™) যুক্ত হবে।

বিবিধ শর্টকাটসমূহ

EscOpen, Save As, প্রিন্ট প্রিভিউ, ফাইন্ড, ফাইন্ড এন্ড রিপ্লেস ইত্যাদি বিভিন্ন উইন্ডো বন্ধ (Close) করতে।
F1ওয়ার্ড হেল্প পেন (Pane) খুলবে।
F7বানান (Spelling) ও গ্রামার চেক করতে।
Ctrl + Fকোনো টেক্সট খুঁজতে।
Ctrl + HFind and Replace ডায়ালগ বক্স আসবে। এখান থেকে কোনো টেক্সটকে খুঁজে খুঁজে অন্য কোনো টেক্সটে পরিবর্তিত করা যাবে।
Ctrl + P
Ctrl + F2
প্রিন্ট করতে। প্রিন্ট প্রিভিউ উইন্ডো আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।