মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত। তাই মাইক্রোসফট অফিস ইন্সটল করার মাধ্যমে উক্ত অ্যাপ্লিকেশনগুলো একসাথে ইন্সটল হয়ে যায়।
ভার্সন ভেদে মাইক্রোসফট অফিস ইন্সটল করার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। এখানে মাইক্রোসফট অফিস ২০১৯ (Office 2019) ইন্সটল করার প্রক্রিয়া দেখানো হলো।
মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের সকল পর্ব এখানে দেখুন।
কী কী প্রয়োজন:
মাইক্রোসফট অফিস ২০১৯ ইন্সটল করার জন্যে কমপক্ষে যা যা প্রয়োজন:
- উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Windows 10, Windows Server 2019
- হার্ডডিস্কে ৪ (চার) জিবি খালি জায়গা
- ৪ (চার) জিবি র্যাম ইত্যাদি।
আমরা যদি উইন্ডোজ ১০-এর আগের ভার্সনগুলোতে অফিস ২০১৯ ইন্সটল করতে যাই তাহলে নিচের মতো একটি ডায়ালগ বক্স দৃশ্যমান হবে এবং আমাদেরকে অফিস ২০১৯ ইন্সটল করা থেকে বিরত রাখবে।
মাইক্রোসফট অফিস ২০১৯ ইন্সটল করার প্রক্রিয়া:
মাইক্রোসফট অফিস ২০১৯ ইন্সটল করার জন্যে প্রথমে Setup.exe আইকনটিতে ডাবল ক্লিক করি।
আমরা এটি ইন্সটল করতে ইচ্ছুক কিনা সে বিষয়ে সম্মতি চেয়ে মেসেজ ওপেন হবে। ওকে করি। এরপর অফিস ২০১৯ ইন্সটলের জন্য তৈরি হবে।
কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্লিকেশনগুলো ইন্সটল হতে থাকবে।
সবশেষে ইন্সটলেশন শেষ হয়েছে জানিয়ে মেসেজ দিবে।