যেকোনো ওয়েবসাইটের মতো ওয়ার্ডপ্রেসেও আপডেটসহ বিভিন্ন জরুরী কাজ করার প্রয়োজন পড়ে। কোনো থিম, প্লাগইন কিংবা স্বয়ং ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপডেটের সময় মেইনটেন্যান্স মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। কিন্তু ম্যানুয়ালি কোনো কিছু পরিবর্তন করার পূর্বে যদি আমরা মেইনটেন্যান্স মোড চালু করতে চাই, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্লাগইন ব্যবহার করতে হবে। কিংবা ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড চালু করতে হবে। নিচে ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড চালু করার বিষয়ে নিচে আলোচনা করা হলো।
ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড চালু করা:
ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড চালু করার সহজ উপায় হলো .maintenance
ফাইলটি ওয়ার্ডপ্রেসের রুট (Root) ফোল্ডারে স্থাপন করা। এটি করতে হলে আমাদের হোস্টিং প্রোভাইডারের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকতে হবে। অথবা FTP ব্যবহার করে সার্ভারের ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করার সুযোগ থাকতে হবে।
১। ওয়ার্ডপ্রেসের রুট (Root) ফোল্ডারে .maintenance
ফাইলটি তৈরি করি। লক্ষ্যণীয় যে, এই ফাইলের কোনো নাম নেই, শুধু .maintenance
এক্সটেনশন রয়েছে।
২। ফাইল এডিটরে উক্ত ফাইলটি ওপেন করি।
৩। নিচের কোডগুলো উক্ত ফাইলে পেস্ট করে সেভ করি।
<?php $upgrading = time(); ?>
৪। এখন ওয়ার্ডপেসের অ্যাডমিন প্যানেল ও ফ্রন্ট প্যানেল – যেকোনো লিংক ভিজিট করলে, মেইনটেন্যান্স মোডের ডিফল্ট মেসেজ দেখাবে।
ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড বন্ধ করা:
আগের অনুচ্ছেদে চালুকৃত ম্যানুয়ালি মেইনটেন্যান্স মোড আমরা সহজেই বন্ধ করতে পারি।
.maintenance
ফাইলটির নাম পরিবর্তন বা রিনেম করে।.maintenance
ফাইলটি ডিলিট করে।
তবে ডিলিট করার চেয়ে নাম পরিবর্তন করাটাই শ্রেয়। কেননা পুনরায় মেইনটেন্যান্স মোড চালু করতে হলে নাম পরিবর্তন করাটা সহজতর ও দ্রুততর।