বাংলাদেশের বিভাগসমূহ

সর্বশেষ আপডেট:

বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বিভাগ বা Division হিসেবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে।

বিভাগ প্রতিষ্ঠার ইতিহাস:

বিভাগ সৃষ্টির বিষয়ে ইতিহাসে সুনির্দিষ্টভাবে কোন তথ্য পাওয়া যায় না। ইতিহাস ঘেটে দেখা যায় তৎকালীন বঙ্গদেশে ১৮২৯ সালে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রথম কমিশনার হিসাবে দায়িত্ব দেয়া হয়। ধারণা করা হয় সেই সময় হতে অর্থাৎ ১৮২৯ সাল হতে বিভাগের যাত্রা শুরু।

ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সেসময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিলো।

খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয় এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২৫ জানুয়ারি, ২০১০ সালে বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয়, যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিলো।

১৪ সেপ্টেম্বর, ২০১৫ তে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ-এর নাম ঘোষণা করা হয়। পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিলো।

বিভাগসমূহ প্রতিষ্ঠার সন ও তারিখ:

বাংলাদেশে বর্তমানে ৮টি বিভাগ রয়েছে। এছাড়া প্রস্তাবিত দুটি বিভাগ হলো মেঘনা/কুমিল্লা ও পদ্মা/ফরিদপুর।

ক্রমবিভাগপ্রতিষ্ঠা
 ঢাকা১৮২৯
 চট্টগ্রাম১৮২৯
 রাজশাহী১৮২৯
৪র্থখুলনা১৯৬০
৫মবরিশাল১৯৯৩
৬ষ্ঠসিলেট১ আগস্ট, ১৯৯৫
৭মরংপুর২৫ জানুয়ারি, ২০১০
৮মময়মনসিংহ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বিভাগভিত্তিক জেলা ও উপজেলার সংখ্যা:

বিভাগজেলার সংখ্যাউপজেলার সংখ্যা
ঢাকা১৩টি৮৯টি
চট্টগ্রাম১১টি১০৪টি
রাজশাহী৮টি৬৭টি
খুলনা১০টি৫৯টি
বরিশাল৬টি৪২টি
সিলেট৪টি৪১টি
রংপুর৮টি৫৮টি
ময়মনসিংহ৪টি৩৫টি
সর্বমোট৬৪টি৪৯৫টি

বিভাগওয়ারী জেলাসমূহ:

বিভাগজেলাসমূহ
ঢাকা (১৩টি)ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরিয়তপুর ও টাঙ্গাইল
চট্টগ্রাম (১১টি)চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি
রাজশাহী (৮টি)রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ
খুলনা (১০টি)খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও নড়াইল
বরিশাল (৬টি)বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর
সিলেট (৪টি)সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ
রংপুর (৮টি)রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও
ময়মনসিংহ (৪টি)ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর

বিভাগওয়ারী সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা:

নিচের টেবিলে বিভাগভিত্তিক সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেয়া হলো। বিভাগ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখতে সংশ্লিষ্ট বিভাগের নিবন্ধটি দেখার পরামর্শ দেয়া হলো।

বিভাগসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা
ঢাকা১৯টি
চট্টগ্রাম০৮টি
রাজশাহী৫টি
খুলনা৬টি
বরিশাল২টি
সিলেট৫টি
রংপুর৩টি
ময়মনসিংহ৪টি
সর্বমোট =৫২টি

বিভাগ সম্পর্কিত আরো কিছু তথ্য:

  • প্রশাসনিক বিভাগ সৃষ্টি করা হয় ১৮২৯ সালে।
  • ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলায় বিভাগ ছিলো ৩টি। যথা- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী।
  • ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বিভাগ ছিলো চারটি। যথা- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা।
  • বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার (Divisional Commissioner)
  • সর্বশেষ ঘোষিত বিভাগ ময়মনসিংহ।
  • আয়তনে সবচেয়ে বড়ো বিভাগ চট্টগ্রাম।
  • আয়তনে সবচেয়ে ছোটো বিভাগ ময়মনসিংহ।
  • সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে, ১৩টি।
  • সবচেয়ে কম জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে, ৪টি করে।

বিভাগসমূহের ওয়েবসাইট:

নিচে বিভাগসমূহের সরকারি ওয়েবসাইটের লিংক দেয়া হলো। সেখান থেকে সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

  1. ঢাকা: www.dhakadiv.gov.bd
  2. চট্টগ্রাম: www.chittagongdiv.gov.bd
  3. রাজশাহী: www.rajshahidiv.gov.bd
  4. খুলনা: www.khulnadiv.gov.bd
  5. বরিশাল: www.barisaldiv.gov.bd
  6. সিলেট: www.sylhetdiv.gov.bd
  7. রংপুর: www.rangpurdiv.gov.bd
  8. ময়মনসিংহ: www.mymensinghdiv.gov.bd

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।