বরিশাল বিভাগ হলো বাংলাদেশের ৫ম বিভাগ। এ বিভাগটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
বরিশাল বিভাগের ইতিহাস:
বরিশাল বিভাগ গঠনের পূর্বে এ অঞ্চল পর্যায়ক্রমে ঢাকা ও খুলনা বিভাগের অংশ ছিলো। ১৯৬০ সালে রাজশাহী বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা নিয়ে খুলনা বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে খুলনা বিভাগ হতে ৬টি জেলা যথাক্রমে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও বরগুনা কর্তন করে বরিশাল বিভাগ গঠন করা হয়।
২০১৮ সালে সরকার বরিশাল বিভাগ এবং বরিশাল জেলার ইংরেজি বানান Barisal-কে পরিবর্তন করে Barishal করে যেনো বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যপূর্ণ হয়।
বরিশাল বিভাগের জেলা ও উপজেলাসমূহ:
বরিশাল বিভাগে ৬টি জেলা ও ৪২টি উপজেলা রয়েছে। এগুলো নিচের টেবিলে দেয়া হলো।
জেলা | উপজেলা |
---|---|
বরিশাল | আগৈলঝারা, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারিপাড়া, গৌরনদী, হিজলা, বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদি, উজিরপুর = মোট ১০টি |
পটুয়াখালী | পটুয়াখালী সদর, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী = মোট ৮টি |
ভোলা | ভোলা সদর, তজমুদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, মনপুরা, লালমোহন, চরফ্যাশন = মোট ৭টি |
পিরোজপুর | কাউখালী, নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী = মোট ৭টি |
বরগুনা | বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগি, বামনা, তালতলী = মোট ৬টি |
ঝালকাঠি | কাঁঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর = মোট ৪টি |
বরিশাল বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিভাগে ৩টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো:-
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), পটুয়াখালী
- বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), বরিশাল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর