বাংলাদেশে বেশ আগে থেকেই ই-কমার্সের প্রচলন রয়েছে। আর করোনা (কোভিড-১৯) মহামারীর সময়ে এই খাতে নীরব বিপ্লব ঘটে গেছে। প্রতিনিয়তই নতুন নতুন ই-কমার্স সাইটের আগমন ঘটছে।
ই-কমার্স কথাটা ব্যাপক। কেননা অনলাইনে অনেক ধরনের পণ্য ও সেবা পাওয়া যায়। যেমন, পণ্য কেনাবেচা করা, ভ্রমণের জন্য টিকেট কাটা, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের পরামর্শ সেবা, মেডিকেল সেবা ইত্যাদি ইত্যাদি। তবে এই নিবন্ধে প্রান্তিক গ্রাহক (End User) বা খুচরা পর্যায়ে পণ্য/সেবা কেনাবেচা করা হয়, এ ধরনের সাইটগুলোই রাখা হয়েছে। বাকিগুলো যথাসম্ভব বাদ দেয়া হয়েছে। ট্রাভেলিং, কনসালটিং, সফটওয়্যার ডেভেলপিং সাইটগুলো রাখা হয়নি।