বাংলাদেশে জাতীয়ভাবে উদযাপিত ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসসমূহের তালিকা নিচে দেয়া হলো। উল্লেখ্য যে, ১৬ অক্টোবর ২০২৪ সালে সরকার প্রজ্ঞাপন জারি করে ৮টি দিবস বাতিল করে। এগুলো হলো:-
- ৭ মার্চ: ঐতিহাসিক ৭ মার্চ দিবস
- ১৭ মার্চ: জাতীয় শিশু দিবস (বঙ্গবন্ধুর জন্মদিন) (ক শ্রেণি)
- ৫ আগস্ট: শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী (ক শ্রেণি)
- ৮ আগস্ট: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জন্মবার্ষিকী (ক শ্রেণি)
- ১৫ আগস্ট: জাতীয় শোক দিবস (ক শ্রেণি)
- ১৮ অক্টোবর: শেখ রাসেল দিবস (শেখ রাসেলের জন্মদিন) (ক শ্রেণি)
- ৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস
- ১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস
১ ফেব্রুয়ারি – বই দিবস?
মার্চ মাসের প্রথম সোমবার – আর্থিক সাক্ষরতা দিবস
অক্টোবর মাসের শেষ শনিবার – কমিউনিটি পুলিশিং ডে
নভেম্বরের প্রথম শনিবার – জাতীয় সমবায় দিবস (খ শ্রেণিভুক্ত)
| তারিখ | দিবস | শ্রেণি |
|---|---|---|
| ১ জানুয়ারি | জাতীয় বই/গ্রন্থ দিবস | |
| ২ জানুয়ারি | জাতীয় সমাজসেবা দিবস | খ |
| ১০ জানুয়ারি | বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস | |
| ১৯ জানুয়ারি | জাতীয় শিক্ষক দিবস | গ |
| ২০ জানুয়ারি | শহীদ আসাদ দিবস | |
| ২৩ জানুয়ারি | বার্ষিক প্রশিক্ষণ দিবস জাতীয় প্রশিক্ষণ দিবস | গ |
| ২৪ জানুয়ারি | গণঅভ্যুত্থান দিবস | |
| ২৫ জানুয়ারি | কম্পিউটারে বাংলা প্রচলন দিবস | |
| ২৮ জানুয়ারি | সলঙ্গা দিবস | |
| ২ ফেব্রুয়ারি | জাতীয় নিরাপদ খাদ্য দিবস | গ |
| ২ ফেব্রুয়ারি | জাতীয় জনসংখ্যা দিবস | |
| ৪ ফেব্রুয়ারি | জাতীয় ক্যান্সার দিবস | গ |
| ৫ ফেব্রুয়ারি | জাতীয় গ্রন্থাগার দিবস | খ |
| ৭ ফেব্রুয়ারি | বাংলা ইশারা ভাষা দিবস | |
| ১৩ ফেব্রুয়ারি | কৃষিবিদ দিবস | |
| ১৪ ফেব্রুয়ারি | সুন্দরবন দিবস | |
| ১৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস | |
| ১৮ ফেব্রুয়ারি | শহীদ ড. জোহা দিবস | |
| ২১ ফেব্রুয়ারি | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ক |
| ২৫ ফেব্রুয়ারি | জাতীয় শহীদ সেনা দিবস (এই নামে ২০২৫ সালে প্রথম পালিত) পিলখানা হত্যা দিবস | গ |
| ২৫ ফেব্রুয়ারি | জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ সালে প্রথমবারের মতো পালিত হয়। প্রথমে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা করলেও প্রথম বছর অর্থাৎ ২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর পালিত হয়। | খ |
| ২৭ ফেব্রুয়ারি | জাতীয় পরিসংখ্যান দিবস (২০২১ সালে প্রথম পালিত হয়) | খ |
| ২৮ ফেব্রুয়ারি | জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস | |
| ১ মার্চ | জাতীয় বীমা দিবস (বঙ্গবন্ধু পাকিস্তানের আলফা ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেন) আগে ১ অক্টোবর পালিত হতো। ২০২০ সাল থেকে ১ মার্চ পালিত হচ্ছে। প্রথমে “খ” শ্রেণিভুক্ত করা হলেও, ১৩/১০/২০২২ তারিখের প্রজ্ঞাপনে “ক” শ্রেণিভুক্ত করা হয়। | ক |
| ২ মার্চ | জাতীয় পতাকা উত্তোলন দিবস। | |
| ২ মার্চ | জাতীয় ভোটার দিবস (আগে ১ মার্চ ছিল) (২০১৯ সালে প্রথম পালিত) | খ |
| ৪ মার্চ | টাকা দিবস | |
| ৬ মার্চ | জাতীয় পাট দিবস | খ |
| ৭ মার্চ | জাতীয় ঐতিহাসিক দিবস (ক শ্রেণিভুক্ত) (২০২১ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয়) | ক |
| ৮ মার্চ | জাতীয় নারী দিবস | |
| ১০ মার্চ | জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস (১৯৯৭ সাল থেকে মার্চ মাসের শেষ বৃহস্পতিবার পালিত হতো। ২০১৬ সাল থেকে ১০ মার্চ পালিত হয়ে আসছে।) | গ |
| ২৩ মার্চ | জাতীয় পতাকা দিবস | |
| ২৫ মার্চ | গণহত্যা দিবস | ক |
| ২৬ মার্চ | স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস | ক |
| ৩ এপ্রিল | জাতীয় চলচ্চিত্র দিবস | খ |
| ৬ এপ্রিল | জাতীয় ভোক্তা অধিকার দিবস | |
| ৬ এপ্রিল | জাতীয় ক্রীড়া দিবস | খ |
| ৮ এপ্রিল | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা দিবস (পিএসসি দিবস) | |
| ৮ এপ্রিল | বাংলাদেশ স্কাউটস দিবস (২০২২ সালে প্রথম পালিত) | |
| ১৪ এপ্রিল | পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ (১ বৈশাখ) | ক |
| ১৭ এপ্রিল | মুজিবনগর দিবস | খ |
| ১৮ এপ্রিল | পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস | |
| ২৬ এপ্রিল | কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস | |
| ২৮ এপ্রিল | জাতীয় আইনগত সহায়তা দিবস | গ |
| ২৮ এপ্রিল | জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস | গ |
| ৭ মে | প্রকৌশলী দিবস / ইঞ্জিনিয়ার্স ডে (১৯৪৮ সালের এই তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ বা আইইবি প্রতিষ্ঠিত হয়) | |
| ১৬ মে | ফারাক্কা লংমার্চ দিবস বা ঐতিহাসিক ফারাক্কা দিবস | |
| ২৩ মে | জাতীয় নৌ নিরাপত্তা দিবস | |
| ২৮ মে | নিরাপদ মাতৃত্ব দিবস | খ |
| ৪ জুন | জাতীয় চা দিবস (প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধু চা বোর্ডে যোগ দেন) ২০২১ সালে প্রথমবারের মতো পালিত হয়। | খ |
| ৭ জুন | ঐতিহাসিক ছয়-দফা দিবস | |
| ১৩ জুন | নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভ টিজিং প্রতিরোধ দিবস | |
| ২৩ জুন | পলাশী দিবস | |
| ১ জুলাই | ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস | |
| ১৬ জুলাই | জুলাই শহীদ দিবস (সংশ্লিষ্ট পরিপত্র)। ১৬ জুলাই ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে সর্বপ্রথম নিহত হন। | খ |
| ২৩ জুলাই | জাতীয় পাবলিক সার্ভিস দিবস | খ |
| ৫ আগস্ট | জুলাই গণ-অভ্যুত্থান দিবস (সংশ্লিষ্ট প্রজ্ঞাপন) | ক |
| ৯ আগস্ট | জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস (বঙ্গবন্ধু ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করেন) | খ |
| ১২ আগস্ট | জাতীয় যুব দিবস। আগে ১ নভেম্বর পালিত হতো। ‘আন্তর্জাতিক যুব দিবস’-এর সাথে মিল রেখে ২০২৫ সাল থেকে ১২ আগস্ট পালিত হচ্ছে। সূত্র: সংশ্লিষ্ট পরিপত্র | খ |
| ১৮ আগস্ট | ঐতিহাসিক নানকার বিদ্রোহ দিবস | |
| ১৭ সেপ্টেম্বর | ঐতিহাসিক শিক্ষা দিবস | |
| ২৪ সেপ্টেম্বর | মীনা দিবস | |
| ৩০ সেপ্টেম্বর | জাতীয় কন্যাশিশু দিবস | |
| ২ অক্টোবর | জাতীয় উৎপাদনশীলতা দিবস | খ |
| ২ অক্টোবর | পথশিশু দিবস বা সুবিধাবঞ্চিত শিশু দিবস | |
| ৫ অক্টোবর | শিক্ষক দিবস | |
| ৬ অক্টোবর | জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ৯ আগস্ট ২০২১ মন্ত্রিসভার বৈঠকে ৬ অক্টোবরকে “জাতীয় জন্ম নিবন্ধন দিবস”-এর পরিবর্তে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” করা হয়। | গ |
| ৯ অক্টোবর | জাতীয় তামাকমুক্ত দিবস | |
| ২২ অক্টোবর | জাতীয় নিরাপদ সড়ক দিবস | খ |
| ১ নভেম্বর | জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস | |
| ১ নভেম্বর | দস্যুমুক্ত সুন্দরবন দিবস | |
| ২ নভেম্বর | জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস | গ |
| ৩ নভেম্বর | জেলহত্যা দিবস | |
| ৪ নভেম্বর | জাতীয় সংবিধান দিবস (২০২২ সালে রাষ্ট্রীয়ভাবে প্রথম পালিত) | ক |
| ৭ নভেম্বর | জাতীয় বিপ্লব ও সংহতি দিবস | |
| ১০ নভেম্বর | শহীদ নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস | |
| ১৫ নভেম্বর | জাতীয় কৃষি দিবস (১ অগ্রহায়ণ) | |
| ২১ নভেম্বর | সশস্ত্রবাহিনী দিবস | |
| ২৭ নভেম্বর | শহীদ ডা. মিলন দিবস (১৯৯০ সালের এই দিনে এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।) | |
| ৩০ নভেম্বর | জাতীয় আয়কর দিবস (আগে ছিলো ১৫ সেপ্টেম্বর, ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর পালিত হচ্ছে) | |
| ১ ডিসেম্বর | মুক্তিযোদ্ধা দিবস | |
| ৩ ডিসেম্বর | জাতীয় প্রতিবন্ধী দিবস | খ |
| ৩ ডিসেম্বর | বাংলা একাডেমি দিবস | |
| ৪ ডিসেম্বর | জাতীয় বস্ত্র দিবস | খ |
| ৬ ডিসেম্বর | স্বৈরাচার পতন দিবস বা সংবিধান সংরক্ষণ দিবস | |
| ৬ ডিসেম্বর | মৈত্রী দিবস (ভারতের বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকে স্মরণ করে) (২০২১ সালে প্রথম পালিত) | |
| ৯ ডিসেম্বর | বেগম রোকেয়া দিবস | খ |
| ১০ ডিসেম্বর | জাতীয় ভ্যাট/মূসক দিবস | |
| ১২ ডিসেম্বর | স্মার্ট বাংলাদেশ দিবস ডিজিটাল বাংলাদেশ দিবস | খ |
| ১৪ ডিসেম্বর | শহীদ বুদ্ধিজীবী দিবস | |
| ১৬ ডিসেম্বর | মহান বিজয় দিবস | ক |
| ১৮ ডিসেম্বর | বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস (২০১৭ সালে প্রথম পালিত) | |
| ১৮ ডিসেম্বর | আন্তর্জাতিক অভিবাসী দিবস | গ |
| ১৯ ডিসেম্বর | বাংলা ব্লগ দিবস | |
| ২০ ডিসেম্বর | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস | |
| ২৯ ডিসেম্বর | জাতীয় জীববৈচিত্র্য দিবস | গ |
| ৩০ ডিসেম্বর | জাতীয় প্রবাসী দিবস (National Expatriates’ Day) (২০২২ সালে প্রথম পালিত) | খ |
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস:
১৯৯৭ সাল থেকে মার্চ মাসের শেষ বৃহস্পতিবার সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হতো। এরপর দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এভাবে চলে আসার একপর্যায়ে ২০১৫ সালে মার্চের শেষ সপ্তাহের বৃহস্পতিবারে মহান স্বাধীনতা দিবস পড়ে। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ দিবস পড়ায় সমস্যার সৃষ্টি হয় সংশ্লিষ্টদের জন্য।
এ কারণে ওই বছর মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সম্মতিতে ৩১ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। মন্ত্রিপরিষদের ওই সম্মতিপত্রে সুবিধাজনক অন্য কোনো তারিখে দিবসটি পালন করার ব্যাপারে অনুশাসন দেওয়া হয়।
২০১৬ সালে যাচাই-বাছাইয়ের পর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের জন্য ১০ মার্চ নির্বাচন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কারণ এদিন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের কোনো দিবস নেই। ওই বছর থেকে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে আসছে। (সূত্র: ঢাকা পোস্ট)
সপ্তাহ:
৪-১০ এপ্রিল ২০২১: জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১
৭-১৩ এপ্রিল ২০২১: নৌ নিরাপত্তা সপ্তাহ
২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর: জাতীয় মৎস্য সপ্তাহ
১০-১৫ ডিসেম্বর ২০২০: জাতীয় ভ্যাট সপ্তাহ
২৩-২৯ জুলাই ২০২২: জাতীয় মৎস্য সপ্তাহ
১৫-১৭ নভেম্বর ২০২২: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
৩-৮ জানুয়ারি ২০২৩: পুলিশ সপ্তাহ-২০২৩
০১-০৭ এপ্রিল ২০২৩: জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩
১৪ মে ২০২৩ থেকে সপ্তাহব্যাপী: নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৩
২৪-৩০ জুলাই ২০২৩: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩
১১-১৭ মার্চ ২০২৪: জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪
মাস:
অক্টোবর: জাতীয় স্যানিটেশন মাস
অক্টোবর ২০২৩ – সাইবার নিরাপত্তা সচেতনতা মাস
অক্টোবর ২০২২ – সাইবার নিরাপত্তা সচেতনতা মাস
০৭-২৮ অক্টোবর ২০২২: মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২
