আমার সম্পর্কে

আমি মোঃ ইকবাল কবির। বাবার নাম মোঃ আমিরুল ইসলাম। মায়ের নাম মুছাম্মাৎ হাফিজা খাতুন। গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর। আমার সন্তান চারজন – তিন মেয়ে ও এক ছেলে, আলহামদুলিল্লাহ্। এরা হলো ফাতিমা, মার্‌ইয়াম, মুহাম্মাদ ও আমিনা।

আমার মেয়েদের দুষ্টুমি নিয়ে দুটো নিবন্ধ লিখেছি। ইচ্ছে করলে দেখে নিতে পারেন।

আমি ২০০৫ সালে গুলশান মডেল হাই স্কুল, গুলশান-২, ঢাকা থেকে SSC পাশ করি। একই প্রতিষ্ঠান থেকে (কলেজ হওয়ায় গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামে রেজিস্ট্রেশন হয়) ২০০৭ সালে HSC পাশ করি। ২০১৩ সালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা থেকে B.Sc. in Textile Engineering সম্পন্ন করি। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই Upwork.com (পূর্বের oDesk.com)-এ Web Designer হিসেবে Freelancing-এর অভিজ্ঞতা ছিল। যার কারণে B.Sc. in Textile Engineering পাশ করার পরেও Upwork.com-এ কয়েক বছর Freelancing-এর কাজ করি।

শুরুতে ওয়েব ডিজাইনকে পেশা হিসেবে নিয়েছিলাম। কিন্তু টিকে থাকতে পারিনি। “ওয়েব ডিজাইনার” পেশাটা গিয়েছে, তবে নেশাটা রয়েছে। ইকবির সাইটের ডিজাইনটা আমারই করা।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত।

লেখালেখি করার খুব একটা অভ্যাস নেই। তবুও মাঝে মাঝে চেষ্টা করে দেখি। 🙂

ইসলামকে অনেক ভালোবাসি। তাই ইসলাম নিয়ে জানার আগ্রহ অনেক বেশি।

About Me:

I’m Md. Iqbal Kabir. My father’s name is Md. Amirul Islam. My mother’s name is Musammat Hafiza Khatun. I’m from Mymensingh, Bangladesh. I have four children, Alhamdulillah. Three daughters and a son. They are Fatima, Maryum, Mohammad and Amina.

I completed my B.Sc. in 2013 from Southeast University, Dhaka, Bangladesh. I worked as a Freelance Web Designer at Upwork.com (formerly oDesk.com). However, I could not continue there. Web Designer profession is gone, but the affection is still there. I, myself designed the IQBIR website.

At present I am working at Ashuganj, Brahmanbaria, Bangladesh. I love Islam a lot. So I am very interested in learning about it

My profile links are: